পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৪৯৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১০ম সংখ্যা । ] . বন্দোবস্ত করিয়া দিতে চাছিল, কিন্তু প্রমথবাব তাচাদিগকে বিদায় দিয়া চটিয়া গেলেন । তাঙ্কার গান্ধীৰ্মা দেখিয়া তাঙ্গারা আর কথা কচিতে সাহসী হইল না। অলক্ষ্যে অস্তঃপুরে প্রবেশ করিলেন । চাকরেরা প্রায় সকলেই জাগ্রত ছিল ; কিন্তু তাঙ্গারা বৰ্চিনাটীতে বসিয়া দারোয়ানজীর মুখে তদীয় বীরবে কথা শুনিতেছিল, কেন্ঠ ঠাঙ্গাকে দেখিতে পাইল নাই । আপনার শয়নকক্ষের দ্বারে গিল। ধীরে ধীরে দরজায় আঘাত করিলেন ; এল মৃ কণ্ঠে কক্ষ ৪ মূর হইতে প্রশ্ন ং ষ্টল, “কে y” প্রমপবাবু স্বর শুনিয়াই বলিলেন, “শারদ, দরজ খোল ; আমি।” শারদ একটু উচ্চ কণ্ঠে বলিল । “গুম, দাদ । কখন এলে ?” প্রমথবাবু কfঙ্গলেন, "চুপ ! দরজা খুলিয়া দে "। শারদ। তৎক্ষণাং দরজা খুলিল ; এবং দাদার পায়ের ধূলা মাথায় দিল । প্রমথবাবু দেখিলেন, *ারদার সঙ্গিনী শয্যায় নিদিত । তপন শারদকে বলিলেন, “তুই কাহাকেও ন জাগাইয়া অঙ্গ ধরে গিয়া শুঠতে পারিবি !” শারদা কিছুক্ত বুঝিতে পারিল না ; ভাবিল এf P ! জিজ্ঞাস করিল, “কি হয়েছে দাদা " প্রমথ ; স্নেহে বলিলেন, “কিছু নয়,- আমার শরীর তত ভাল নাই, একটু শুঠব । তার পায়ে পড়ি কহাকে ও কিছু বলি সনে - এখন অন্ত ঘরে গিয়ে শে৷ ” শারদ। এ অন্তত প্রস্তাব কিছুতেই রাজি হয় না ; তখন তাঙ্গাকে বান্তিরে লইয়। প্রমথবাবু গোপনে কি যেন কহিলেন ; সে সম্মিতমুখে অন্ত ঘরে যাইবার ভাণ করিয়া কিছু দূরে গিয়া, পা টিপিয়া টিপিয ফিরিয়া আসিল, এবং বৌদিদির ঘরের জানালার ধারে কান পাতিয়া দাড়।ইয়া রচিল । মেয়েটা বড় দুষ্ট । সরমা তখনও নিদ্রি । প্রমথবাৰু ধীরে ধীরে তাঙ্গার প.শ্বে গিয়া দাড়াইলেন । দেখিলেন তাচার শয্যার পাশ্বে দেওয়ালে, তাহার একখানি ফ্রেমে বাধা ফটাে। বুক মেঘে ভরা ছিল; চক্ষু দিয়া শ্রাবণের ধারা বহিল। অশ্রুসিক্রমুখ নিদ্রিতা সুন্দরীর চরণপদ্মে স্থাপন করলেন । সরণা চমকিত হইরা জাগিয়া উঠিল, দেখিল পদতলে তাঙ্গর ইষ্টদেবতা । পা ছাড়াইয়া লইয়া আলু থালু বেশে শয্যা হইতে উঠিয়া পায়ের ধূলা মাথায় দিল । প্রমথ বলিলেন, "পরমা, আমাকে ক্ষমা কর” । সরম ভাবিল, স্বামী বিবাহ করিয়া আসিয়াছেন ; --তাই এই ক্ষমা প্রবাসী 8 o & প্রার্থনা করিতেছেন। হাসিয়া বলিল, "এক আদিখছি ? না নতন বেী নয় ? আমি দেবীচৌধুরাণী পাড়য়াছি— সতীনের সঙ্গে ভাব করিব।” প্রমথ বলিলেন তিনি সে প্রতিমা ধিসজ্জন দিয়াছেন । সরম প্রতিম বিসর্জন। কথাটার অর্থ বুঝিল না , ভাবল এম বৃষি মরিয়াড়ে । অমনি কাদিয়া ফেলিল, শপথ করিয়৷ বলিল যে ঠাঙ্গকে, এবং এমি ে সুখী করিলার জন্স সে কত কথা ভাবিয়া রাপিয়াছিল। প্রমথনাথকে বেষ্টন করিয়া কাদিয়া ৰ লগ, SBB BBBBB BB BBB BB BBS BB BBBBB গুপী করিতে পারিত, সে মরিল ! আমার কপাল মন ।” স্থায় প্রমথনাথ ! fবলাতি ছাচে কি এমনটা গড়ে । প্রমথবাবু অল্প কথায় বিবাঙ্গভঙ্গের ইতিহাস বলিলেন ; এবং লুকাইয়া আসয়া, প্রথমেই তাঙ্গর কাছে আসিয়াছেন, বলিলেন । সরমা চমকিয়া উঠিল । “ছি ! fছ । সে কি কথা ! -- তুমি এপনি যা ও ? আগে সকলের সঙ্গে দেথ সাক্ষাৎ কর ।’’ প্রমথনাগ লাঠির তহলেন । শারদার কণে সব কটি কথা গিছিল ; সে আগেই ছুটিা গিয়৷ সকলকে ডাকিয়, তুলিল । এল ছুটিয়া গিয়া একটা দাসীর পাঠে কী লের উপর কাল বসাচতে লাগিল । এটা শারদসুন্দরীর আদরের দাদা । দাস বলিল, “কর কি দিদিমণি ! BB BSBS S BB BS BC BBBB SB BBBSBBB B B পরিসীমা নাই, কিন্তু তাই বলিয়া দাদা বেচারী মাধ খাটয়া শ্ৰীবিজয়চন্দ্র মজুমদার। আগ । মপে কেন ? বিবিধ প্রসঙ্গ । --ञ्तोछात्र পরীক্ষা” নামক চিত্রে সীতা, প্তাঙ্গার জননী ধরি ত্রা, রাম, লক্ষ্মণ, কুশ লব, মহর্ষি বাল্মীকি, 3 অপর একজন ঋষির চি এ অঙ্কিত" স্তষ্টয়াছে।

  • 亨 +

“দৌপদী ও সি•ষ্টিকা” নামক চিত্রের বিষয় মালয়ালিম ভাসায় লিপিত একটা প্রাচীন নাটক তটতে গুর্চীত । ক্রিমিয় নামক একজন রাক্ষস দ্রৌপদীর রূপে মুগ্ধ"ইয়। ভঁাতাকে হরণ করিয়া নিজ অালয়ে লষ্টয়া মাষ্টতে সকল্প কয়ে । এষ্ট উদ্দেশ্যে সে নিজ ভগ্নী সি•তিকাকে দ্রৌপদীর নিকট প্রেরণ করে । সিংহিক সুন্দরী নারীমূৰ্ত্তি পরিগ্রহ করিয়া