পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবাসী বৈশাখ, ১৩০৮। সূচনা

সর্ব্বসিদ্ধিদাতা পরমেশ্বরের নাম লইয়া আমরা "প্রবাসী” প্রকাশিত করিতেছি। বঙ্গদেশের বাহিরে রূপ মাসিকপত্র বাহির করিবার ইহাই প্রথম' উদ্যম। দেশ হইতে দূরে থাকায় কি লেখা, কি ছবি, কি ছাপা, সকল বিষয়েই আমাদিগকে অনেক বাধা ও বিঘ্ন অতিক্রম করিতে হইবে। কিন্তু পরমেশ্বরের কৃপায় যদি লেখক এবং পাঠকবর্গের সহানুভূতি ও সাহায্য পাই, তাহা হইলে নিশ্চয়ই আমাদের চেষ্টা ফলবতী হইবে। প্রারম্ভের আড়ম্বর অক্ষা ফল দ্বারাই কার্য্যের বিচার হওয়া ভাল। এই জন্য আমরা আপাততঃ আমাদের আশা ও উদ্দেশ্য সম্বন্ধে নীরব রহিলাম। আবাহন এ বিদেশে, এ প্রবাসে আমি গো প্রবাণী ; প্রাণ কাঁদে হতাশে নিরাশে! হে ভারতি, এস. এস আর্জি। কল্পনা-কুসুম, সতি কৌতুকে সুহস্তে লয়ে ; গালভরা হাসি মুখে; নয়ন-কিরণে দৌভাগ্য প্রকাশি; মোহন শ্রবণযুগে রক্তোৎপল দুল, টলমল ঝলমল বাসন্তী দুকুল; এস, বিশ্ববিমোহিনি, লয়ে রূপরাশি। { ১ম সংখ্যা। এস মা, এস মা আজি, উষা যথা আসে, আলোক-আবীর-রাশি ঢালি, হাসি, হাসি, অরুণের শিরে!—আসি যথা পৌর্ণমাসী খুলি দেয় জ্যোৎস্না-ফোয়ারা!~-বিশ্ব ভালে আনন্দ-সলিলে! লয়ে অপূর্ব অমিয়া, দেখা দে মা, দেখা দে মা, জুড়াইয়া হিয়া ! २ এস মা, কবির নেত্রে সহস৷ উদয় অফুরন্ত ফুলবীথি হয় গো যেমতি, কানন-দুর্গমে ! ভক্ত-সাধক-হৃদয় করি উচ্চ সিত, ইষ্ট-দেবতা-মুরতি হয় যথা আবির্ভূত ! বন্ধ্যারে গেমতি করি পুলকিত, করি শঙ্খবনিময় গৃহাঙ্গণ, আঁধারেতে জালি শত জ্যোতি, জননী-উৎসঙ্গে শোতে সুন্দর তনয় ! শিশু যবে, গৃহ ছাড়ি, পথ হারাইয়া, হয়, আহা! ভয়-ক্ৰস্ত. ক্রন্দন-আকুল, মা তাহার শশব্যস্তে, এলাইয়া চুল. উন্মাদিনী-প্রায়, লয় বাছারে তুলিয়া! আমি কাঁদি এ প্রবাসে ; কোথা মা গো তুমি ? লও মোরে ক্রোড়ে তুলি, নেত্রজল চুমি! বহুদিন পাই নাই শেফালীর বাস ;