পাতা:প্রবাসী (প্রথম ভাগ).djvu/৫৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

১১শ ও ১২শ সংখ্যা । ] মরি কি সুন্দর মালা শোভিছে নানা বরণে । স্বৰম।—নিত্য ছেথ মালা গেঁথে স্কুলাই পাদপশাখে, মিত্য এই মালা ঘিরে প্রভাতে বিহুগ ডাকে । জ্যোতি:—বনের বিহগ যারা তাদেরো পরাণ গলে ; মাধুরির মধুরমা নিত্য সিদ্ধ মহীতলে। পাদপের কি সৌভাগ্য । (নেপথো নারীকণ্ঠধ্বনি) সুষম— (কম্পিত হস্ত ইহঁতে মালাপতন । সর্থীরা আসিছে বনে, (স্নেহসূচমা করিয়া। যাই আমি ! প্রস্থান জ্যোতিঃ– আর দেখা হবে কি চহ্বার সনে ? মালা কুড়াইয়। লষ্টয়৷ যত দিন ফুল গুলি আপনি না পড়ে ঝরি, কাটাব ঘামিনী দিব। এই মাল। বুকে পরি। মালী চুম্বন ও বক্ষে ধারণ) দ্বিতীয় দৃশ । দ্বিতীয় রজনী । জ্যোতি: - সেই পুরাতন কথা । আয়ু বাসনায় রমণীর প্রেম মোরা গড়ি কল্পনায় । কই, আজি আর দেখা তুলনা যখন, ভুলেছে আমারে তবে রমণীরতন । মাথায় ও গলায় কাপড় জড়াইয়া আনন্দের প্রবেশ) আনন্দ --(দুর হইতে আত্মগত। বটে বটে, বনে বসে আছেন রাত্তির পরে, মুখখানি নীচুদিকে চক্ষু দুটি উপরে। ব্যাপারখানা দেখি লুকিয়ে একটু খানি । এত নেশা কবিতার ? তাত নাহি জানি । জ্যোতিঃ – ( গান ) গোপনে বিজনে আমরা দুজনে (যবে) নয়নে নয়নে চাঙ্গিনু – জাথির ভাষায় প্রেমের তৃষায় – নীরবে প্রণয় যাচিনু— প্রবাসী 8లిసీ লুন্ধছিলমন করিতে চুম্বন লাঞ্জে ভরা রাঙ্গা কপোলে(তুমি) গেলে গো চলিয়। কাতরে চাঙ্কিয়— লোক লাজ-ভয়ে চপলে । প্রণয়ের নামে এ বিজন দামে রচনু বিরচযাতন । পোহ4য় আমনি চাদfন রজনী ; এস তুমি ফুল বসন । অনিন্দ (স্বগত । একি বলে । ঠেকছে যেন কথা গুলি ঠিক । না,ন মিছ। কল্পন। এ : কবিতার বাতিক । (নিকটে গিয়া প্রকাশ্বে } গুহে ভাই, কি হচ্ছেহে এত রাত্রে বসে ? আ: রে গেল ! বাঘ ভাল্লকের ভয়ও নাই কি মন" হে থা বসে উদ্ধ মুখে ভাবছ কিসের ভাবনা ? প্রতি জ্ঞা কি করেছ যে ঘরে ফিরে যাবনা ? কাব্য নিয়ে ভাবে কত ? ধর্কে যে গো মাথা ; কামড়াবে যে তা ত পা ভাই, গায়ে হলে বাথ । f১ম লাগলে বনে বনে হবে মে ভাই কাশি ; দেখ বরং চাদৃনি রাত বন্ধ করে শশি । জ্যোতি; তুমি ৩ জানন। সগা কি বেদমা বক্ষে । আনন্দ হিম লেগেছে ; কমফট বাপ যদি চাও রক্ষে । বাড়ী চল গরম জলে ফোমেণ্ট করে দিব ! জ্যোতিঃ - এমতে সে পথে, সখা, কি আর কঠিন । (দীৰ্ঘনিঃশ্বাস ত্যাগ) আনন। -- য়েছে কি ? জ্যোতি -- হা সখা, মম প্রাণ মন হারায়েছি তায় । কোথা সে জীবনধন ৮ আনন্দ - এই বল্পে প্রাণে বাথ ; এই বলছ ভাষ্ট হারিয়েছ জিনিষটাষ্ট, একেবারেই নাই ? নাই জিনিসের এত ব্যথা ? থাকলে.ষ্ঠত কি ? জোতি-তামাস কি লাগে ভাল ? বল করিব কি ? আনন্দ-সুধু তুমি দেখলে করে, (আর) প্রাগটা গেল হারিয়ে, এটা কিন্তু কথা নয়হে, - অৰ্দ্ধেক গেলে ভাড়িয়ে ।