পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কীৰ্ত্তিক 5) ফেনা দেখিতে পাওয়া যায়, যতদূর দৃষ্টি যায় চতুৰ্দ্দিকেই সেই ফেনাগুলি যেন এক প্রকার স্নিগ্ধ আলোকে আলোকিত হইয় উঠতেছিল। আমাদের জাহাজের সন্মুখভাগের দিকে চাহিয়া মনে হইল, জাহাজ যেন তরল অগ্নিরাশিকে দুই ভাগে কাটিয়া অগ্রসর হইতেছে । জার পিছনে চাহিয়া মনে হইল, যেন আকাশের ছায়াপথের মত অথচ অধিকতর উজ্জ্বল আলোর পথ বহুদূর পর্য্যস্ত বিস্তৃত ৰহিয়াছে। যতদূর দৃষ্টি স্বায় চতুদিকে সর্বত্রই যেন এই অপূর্ব আলো সমুদ্রজলে ফুটিয়া উঠিতেছে । দিগন্তের আকাশও যেন কিছুদূর পর্য্যন্ত এই আলোকে উদ্ভাসিত হইয়া উঠিয়াছে। এই নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্ব অবর্ণনীয়। সমুদ্রজলের এই প্রাকৃতিক আলোর উৎপত্তির কারণ বহুদিন পর্ষ্যস্ত রহস্যাবৃতই ছিল । অবশ্য এই বিষয়ে আজও কতকগুলি সমস্ত সুমীমাংসিত হয় নাই । সপ্তদশ শতাব্দীর পণ্ডিতেরা মনে করিতেন সমুদ্র দিনের বেলায় সুর্য্যকিরণ শোষণ করিয়া লয় এবং রাঞ্জি-বেলায় সেই আলো বিকীরণ করিবার কালে নিম্প্রভ আলোক দৃষ্টিগোচর হয় । রবার্ট বয়েল প্রতিপাদন করিলেন যে, পৃথিবীর ঘূর্ণনের জন্য বাতাস ও জলের মধ্যে সংঘর্ষ হয় এবং ঘর্ষণের ফলেই এই আলোর উৎপত্তি । বিংশ শতাব্দীতেও কেহ কেহ বিশ্বাস করিত যে সমুদ্রজলের ফসফরাসই আলোক-উৎপত্তির কারণ। কিন্তু সমুদ্রজল বা অল্প কোথাও ফসফরাসের নিরবচ্ছিন্ন পৃথক অস্তিত্ব দেখা ৰায় না । যৌগিক পদার্থ হইতেই ইঙ্গ পাওয়া যায়। ১৭৫• খ্ৰীষ্টাব্দে দুই জন ইটালীয়ান প্রফেসরই সৰ্ব্বপ্রথম সমুদ্রজলে আলোক-উৰ্শ্বির প্রকৃত কারণ নিৰ্দ্ধারণ করেন। এড়িয়াটিক সমুদ্রের জল পরীক্ষা করিয়া তাহার। তাহাতে আলোবিকীরণকারী এক প্রকার আণুবীক্ষণিক জীবাণুর সন্ধান পাইয়াছিলেন। তৎপরে জন্তান্ত বৈজ্ঞানিকদের অনুসন্ধানের ফলে কালক্রমে সমুদ্রজলবিহারী আলোবিকীরণকারী ক্ষুদ্র ও বৃহৎ আরও বহুপ্রকারের জীব ও জীবাণুর অস্তিত্ব আবিষ্কৃত হইয়াছে। সমুদ্রজলে আলোক উৎপত্তির প্রধান কারণ সাধারণতঃ নকৃটিলুক মিলিয়ারিজ নামে এক প্রকার আণুবীক্ষণিক জীবাণু। মাইক্রস্কোপের নীচে এই জীবাণুদিগকে দেখিতে যেন এক টুকরা গোলাকার জেলীর মত পদার্থ। পাশাপাশি ভাবে ইহাদের শরীর এক ইঞ্চির ৫• ভাগের এক ভাগ মাত্র। শরীরের একদিকে খাজকাটা । সমগ্র পৃষ্ঠদেশ ব্যাপিয়া পাতায় স্থায়ও কতকগুলি শিরা-উপশির ছড়াইয়া আছে । গর্ভের মত স্থান হইতে লেজের হার একটি উপাঙ্গ বাহির হইয়। আসিয়াছে। এই লেজ আন্দোলন করিয়া উহা অপেক্ষী ক্ষুদ্রতর . SSS २ नकुलूक बिणिब्रॉब्रिब ३ ३शणब्र भद्रौव्र इश्ठ निर्शङ জালোকে সমুদ্রজল জালোকিত হইয় থাকে ২ চিংড়িমাছের মধ্যে আলোক-ৰিকীরক খ্ৰীৰাণুজাইবার गब्र थञ्चिप्खन-यrब्रांप्न चककोप्द्र शृशैठ इदि ও কাচের পাত্রে রক্ষিত চিংড়িমাছ হইতে জালো নিৰ্গত হইয় পার্থের মূৰ্ত্তির উপর পড়িয়াছে। সেই ক্ষীণ জালোকে বহুক্ষণ অপেক্ষার পর অস্পষ্ট ছৰি । [ ফটোগ্রাফ লেখক-কর্তৃক গৃহীত ]