পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৫৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কাণ্ডিক विश्थि K2अनष्टत्र-तटक्रङ्ग छष्ठ उप्रङ्कउछ अिनङ्गकोझैँो कोख SBS secretary) কর্ণেল ইয়াঙের প্রসিদ্ধ দার্শনিক বেস্থামকে রামমোহন সম্বন্ধে লিখিত ১৮২৮ সালের ৩০শে সেপ্টেম্বরের চিঠি হইতে জানা যায়। কর্ণেল ইয়াং লিথিয়াছিলেন – “His (Rammohun Roy’s) whole time almost has been occupied for the last two years in defending himself and his son against a bitter and virulent ution , which has been got up against the latter nominglly—but against himself and his abhorred rinciples in reality- by a conspiracy of his own # countrymen ; protected and encomraged, not to say instigated, by some of ours-influential and official men who cannot endnre that a presnmptnons ‘Black Man' should, tread so closely, upon the heels of the dominant white class, or rather should pass them in the march of mind.” তাৎপৰ্য্য । গত দুই বৎসর রামমোহন রায়ের সমস্ত সময় অতি তীব্র ও বিদ্বেষপূর্ণ উৎপীড়নের বিরুদ্ধে আপনার ও আপনার পুত্রের পক্ষ সমর্থনে গিয়াছে। এই উৎপীড়ন নামতঃ উাহার পুত্রের বিরুদ্ধে হইলেও ইহ বস্তুতঃ তাছার ও ঘূণাস্পদবিবেচিত তাহার স্বাধীন মতসমূহের বিরুদ্ধেই হইয়াছিল। ইহা তাহার কতকগুলি পরমতসহিষ্ণু ধৰ্ম্মান্ধ স্বদেশবাসীর চক্রান্তের ফল ; তাহারা আমাদের স্বদেশবাসী (অর্থাৎ ইংরেজ ) প্রভাবশালী কতকগুলি সরকারী কর্মচারীর আশ্রয়প্রাপ্ত, তাছাসের দ্বারা উৎসাহিত—বলিতে গেলে-প্ররোচিত হইয়৷ এই (মোকদম রূপ ) উৎপীড়ন চালাইয়াছে। এই ইংরেজরা সহ্য করিতে পারে না, যে, এক জন "ষ্ট কালা আদমী প্রভুত্বশালী শ্বেতকায়দের এত সমান সমান হইবে, অথবা বরং, সত্য বলিতে গেলে, মানসিক অগ্রগতিতে তাহাদিগকে অতিক্রম করিয়া বাইবে । ইহার পর কর্ণেল ইয়াং লিখিয়াছেন, যে, নিম্ন হইতে উচ্চ, উচ্চতর ও উচ্চতম আদালতে যুদ্ধ করিয়া রামমোহন বুদ্ধি ও অধ্যবসায়ের বলে এবং ন্যায় তাহার পক্ষে ছিল বলিয়া শেষ পর্যন্ত জয়ী হইয়াছেন বটে, কিন্তু তাহার স্বাস্থ্য নষ্ট হইয়াছে। কর্ণেল ইয়াং যে-সময়ে এই চিঠি লিখিয়াছিলেন, তখন রামমোহন রায় চাকরি করিতেন না এবং নানা বিষয়ে নিজের স্বাধীন মত প্রকাশ করিয়া ভারতীয় ও ইংরেজ সমাজের অনেকের বিরাগভাজন হইয়াছিলেন। কিন্তু যখন তিনি বালক ছিলেন বলিলেও বলে, তখনও স্বাধীন মত প্রকাশ করায় র্তাহার পিতা ও অন্ত অনেকে ভারতবর্ষে ও তিব্বতে র্তাহার উপর অসন্তুষ্ট হইয়াছিলেন। চাকরি করিবার সময় তাহার এই স্বাধীনচিত্তত ছিল না বা তাহা তিনি প্রকাশ করিতেন ন', মনে করিবার কোন কারণ নাই। সুতরাং এইরূপ অনুমান করা অসঙ্গত নহে, যে, কোন উপরওয়ালা ইংরেজ কর্মচারীর তাহার প্রতি অসন্তোষের কারণ, ঙাহার স্বাধীনচিত্ততা ও তাহার আত্মমৰ্যাদাসূচক উন্নত মস্তক ও ঋজু মেরুদণ্ড । $ፃ বঙ্গের জন্য অকৃত সরকারী কাজ ভারতবর্ষের অনেক প্রদেশে গবন্মেণ্ট তথাকার অধিবাসীদের জন্য যাহা করিয়াছেন ও করিতেছেন; বাংলা দেশের জন্ত তাহা করেন নাই ও করিতেছেন না। অথচ বঙ্গেও সেই সকল কাজের প্রয়োজন আছে এবং বঙ্গে গবন্মেটি অন্য কোন প্রদেশ অপেক্ষা কম রাজস্ব আদায় করেন না, বরং বেশীই করেন । - বঙ্গের বাহিরে অন্ত অনেক প্রদেশে গবন্মেণ্ট শিক্ষার জন্ত—বিশেষতঃ প্রাথমিক শিক্ষার জন্য—যত ব্যয় করিয়াছেন ও করেন, বাংলা দেশে গবন্মেটি তত ব্যয় করেন নাই ও করিতেছেন না। পঞ্জাব, আগ্ৰা-অযোধ্যা, বিহার, বোম্বাই ও মাম্রাজে গবন্মেণ্ট কৃষিক্ষেত্রে জলসেচনের ব্যবস্থার নিমিত্ত কোটি কোটি টাকা খরচ করিয়াছেন। বঙ্গে তাহার তুলনায় কিছুই করেন নাই বলিলেও অত্যুক্তি হয় না। অথচ বাংলা দেশ কৃষিপ্রধান এবং বঙ্গে—বিশেষতঃ পশ্চিম-বঙ্গে—জলসেচনের বন্দোবস্ত একান্ত আবশুক । শিক্ষার জন্য ও জলসেচনের জন্য ভিন্ন ভিন্ন প্রদেশের সরকারী ব্যয়ের তালিকা আমরা আগে আগে দিয়াছি। সেই জন্ত এখন দিলাম না। পরে আবার দিতে পারি। বহু পূৰ্ব্ব হইতে যে-ধে দিকে অন্যান্ত প্রদেশে অধিকতর সরকারী ব্যয় হইতেছে, তাহার দুটি দৃষ্টান্ত দিলাম। সম্প্রতি আরও কয়েকটি দিকে অন্যান্য প্রদেশে যেরূপ ব্যয় হইতেছে, বঙ্গে তাঁহা হইতেছে না। তাহার তিনটি দৃষ্টান্ত দিব। কৃষিকার্ষ্যে ও কোন কোন কুটারশিল্পে বৈদ্যুতিক শক্তি প্রযুক্ত হইলে অপেক্ষাকৃত কম ব্যয়ে ও অল্প সময়ে কাজ হইতে পারে। আগ্রী-অযোধ্যা প্রদেশে গ্রাম-অঞ্চলেও সস্তায় বৈদ্যুতিক শক্তি জোগাইবার বন্দোবস্ত হইতেছে— কোথাও কোথাও ইতিমধ্যেই হইয়াছে। এই বন্দোবস্তুটি সম্পূর্ণ করিবার জন্ত আগ্র+অযোধ্য গবক্সেণ্ট ঋণ লইতেছেন ও তাঁহা শোধ করিবারও ব্যবস্থা করিয়াছেন। বঙ্গেও এই প্রকার বন্দোবস্ত আবশুক। কিন্তু সরকার এ-বিষয়ে উদাসীন। কোন বড় জমীদার নিজের জমীদারীর অন্ততঃ দু-একটা গ্রামেও সস্তায় বৈদ্যুতিক শক্তি সরবরাহ করিবার जांटबांजन कक्रम नl ? जब जबैौनांब्र cङ गब्रिज, भ१धरण बां