পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৬৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কীর্তিক शिशिक्षूं প্রসঙ্গ-দক্ষিণ আফ্রিকার সম্ভীৰজ্ঞাপক প্রতিনিধিৰঙ্গ ॐ€ॐ মাৰি তিনি দেশে পৌঁছিবেন। আমেরিকায় থাকিতে তিনি ভারতবর্ষীয় জাতীয় কংগ্রেলের আমেরিকান শাখার সভাপতি ছিলেন। ১৯২৮ সালের ডিসেম্বর মাসের ২৬শে তারিখে আমেরিকার সহিত ভারতবর্ষের রেডিওতে কথোপকথনের যখন প্রথম ব্যবস্থা হয়, তখন র্তাহার উদ্যোগে আমেরিকার খ্ৰীযুক্ত শৈলেন্দ্রনাথ যোগ কতকগুলি প্রসিদ্ধ লোক এবং শ্ৰীমতী সরোজিনী নাইডু আমেরিক হইতে ভারতবর্ষে তাহাদের শুভ ইচ্ছা জ্ঞাপন করেন। তিনিও রেডিওযোগে কথা বলিয়াছিলেন। সেই সময়ে শ্ৰীমতী সরোজিনী নাইডুর,র্তাহার এবং শ্ৰীযুক্ত রামলাল বাজপাইয়ের ফোটোগ্রাফও আসিয়াছিল। শৈলেন্দ্র বাবুর নিবাস যশোর জেলার নড়াইল মহকুমায়। তিনি কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বিশেষ কৃতী গ্ৰাডুয়েট। তিনি বি-এসসি পরীক্ষায় পদার্থবিদ্যায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন, এবং ১৯১৫ সালে এম্-এসসিতে প্রথম শ্রেণীর প্রথম স্থান অধিকার করেন। তাহার পর তিনি বিশ্ববিদ্যগন্ধের বিজ্ঞান কলেজে গবেষক ছাত্র রূপে গবেষণায় ব্যাপৃত ল। অতঃপর তারকনাথ পালিত বৃত্তি পাই। তিনি উচ্চতর ジb" শিক্ষালাভার্থ আমেরিক যাইবার আয়োজন করেন। কিন্তু গবন্মেণ্ট তখন তাহার পাসপোর্ট ( বিদেশ যাইবার অনুমতিপত্র) কাড়িয়া লন এবং তাহাকে বন্দী করিবার ছকুম হয় । এখন তাহার বয়স ৪৪ । তাহাকে গবশ্লেষ্ট খে-সৰ্ত্তে ও ঘে-প্রতিশ্রুতি দিয়া দেশে আসিতে অনুমতি দিয়াছেন, তাহা কৌতুকাবহ । সরকার বলিয়াছেন, তাহার অতীত কাৰ্য্যকলাপের জন্য তাহার বিরুদ্ধে তত দিন কোন মোকদ্দমা হইবে না যত দিন তিনি আইনানুগ ভাবে চলিবেন এবং গবন্মেণ্ট-বিপৰ্য্যাসক কোন প্রচেষ্টায় আবার গিয়৷ নপড়িবেন । তিনি যে আগে এরূপ কোন প্রচেষ্টার সহিত যুক্ত ছিলেন, সৰ্ব্বসাধারণ তাহা অবগত নহে, এবং তাহাকে কিংবা অন্য কাহাকেও গবন্মেণ্ট বিনা বিচারে ও বিনা প্রকাশু অভিযোগে বন্দী করিয়া রাখিতে সমর্থ। দক্ষিণ-আফ্রিকার সদ্ভাবজ্ঞাপক প্রতিনিধিবর্গ দক্ষিণ-আফ্রিকা চইতে মি: হফমেয়ার প্রমুখ একদল শ্বেত প্রতিনিধি ভারতবর্ষের প্রতি সম্ভাব জানাইতে এদেশে त्रि: इक्षरक्षक्षॆब्र