পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/১৬৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

- কাভখs কোন কোন দেশে ইহুদীরা উৎপীড়িত হইতেছে ও সাধারণ পৌর অধিকার হইতে বঞ্চিত হইয়াছে। তাহারা কোথাও জায়গা পাইবে না, এমন হইতে পারে না । প্যালেষ্টাইনে এখনও লক্ষ লক্ষ আরব ও ইহদীর স্থান হইতে পারে। ইহুদী আসিলেই আরব বেদখল হইতেছে, এমন নয়। ভারতবর্ষের মুসলমানরা যে-ভাবে প্যালেষ্টাইনের আরবদের পক্ষ ধৰ্ম্মসম্প্রদায়ের দিক্ দিয়া অবলম্বনপূর্বক আন্দোলন করিতেছে, স্বাধীন তুরস্ক, আফগানিস্থান ও ইরান তাহ করে নাই। ইরাক, সৌদী আরবদেশ ও ট্রান্সজোর্ডান তো প্যালেষ্টাইনের আরবদিগকে মারামারি কাটাকাটি ছাড়িয়া দিতে ও ব্রিটেনের বন্ধুত্বের উপর নির্ভর করিতে অনুরোধ করিতেছে । ভারতবর্ষের মুসলমানরা এক সময় খিলাফং আন্দোলন করিয়াছিলেন ও তাঁহাতে কংগ্রেসও যোগ দিয়াছিলেন । তাহার ফল অজানা নাই। তুরস্কের মুলতান খলিফা ছিলেন । তুরস্ক সাধারণতন্ত্র হইয়া স্থলতানকেও রাখে নাই, খলিফাও রাখে নাই। অন্য দেশের মুসলমানদের কোন রাষ্ট্রীয় ব্যাপারের ফলে ভারতবর্ষের মুসলমানদের ধর্মের দিক দিয়া উত্তেজিত হওয়া এবং সেই উত্তেজনা ও আন্দোলনে কংগ্রেসের যোগ দেওয়া স্বফলপ্রদ হইতে পারে না, সুতরাং বাঞ্ছনীয় নহে । ভারতীয় মুসলমানদের একটি প্রতিনিধিদল প্যালেষ্টাইন সম্বন্ধে বড়লাটের কাছে একটি অনুরোধপত্র দাখিল করেন। বড়লাট তাহার জবাবও দিয়াছেন। তিনি ঐ প্রতিনিধিদের বক্তব্য বিলাতের মন্ত্রীদের কাছে নিজের মতামতসহ পাঠাইয়া দিবেন। তাহার বেশী কিছু করিবার ক্ষমতা তাহার নাই । ভারতীয় মুসলমান প্রতিনিধিরা এদেশের সকল মুসলমানদলের প্রতিনিধি কিনা জানি না। র্তাহার। প্যালেষ্টাইনের আরবদের মত, প্যালেষ্টাইনে তাহাদের দেশের ব্যবস্থী wstąttwę şfritą wfQștą (self-determination ) চান, অর্থাৎ তথাকার আরবদের স্বাধীনতা চান। আমরাও প্যালেষ্টাইনের স্বাধীনতার পক্ষপাতী—শুধু প্যালেষ্টাইনের কেন, সকল দেশেরই স্বাধীনতার পক্ষপাতী। এবং এই “সকল” দেশের মধ্যে আমরা ভারতবর্ষকেও একটি দেশ বলিয়া ধরি। উক্ত ভারতীয় মুসলমান-প্রতিনিধিবর্গের মধ্যে কাহাকেও কিন্তু ভারতবর্ষের স্বাধীনতা, ভারতবর্ষের wtwrētshfryw N ( self-determination ) wtā sfērē শুনি নাই। তাহার কারণ কি এই, যে, ভারতবর্ষে হিন্দুর সংখ্যাণ্ডুষ্ঠি এবং প্যালেষ্টাইনে মুসলমানের সংখ্যাভূষ্ঠি ? আরও একটা কারণ কি এই যে, ভারতবর্বে মুসলমানের যোগ্যতা বা লোকসংখ্যার অনুপাতে ষত চাকরি ও ব্যবস্থাপক সভার সদস্ততা পাইতে পারিতেন, গবয়েন্টের অনুগ্রহে তাহা অপেক্ষ ক্ষনেকৃ বেশী চাকরি ও সদস্ততা পাইয়াছেন ? বিৰিখ প্রসঙ্গ-মারীশিক্ষা সমিতি $6:సి প্যালেষ্টাইনে বিদ্রোহ দমন করিবার নিমিত্ত ব্রিটিশ গবষ্মেন্ট অনেক সৈন্য পাঠাইয়াছেন এবং তথায় সামরিক আইন জারি করিয়াছেন। অন্ত দিকে জেনিভায় লীগ, অব, নেশ্যন্সের অভিভাবকৰ কমিশনের (Mandates Commissionএর ) এক অধিবেশনে, ব্রিটেন আরবদিগকে কেন ঠাণ্ডা করিতে পারে নাই, তাহার কড়া সমালোচনা হইতেছে। ভারতবর্ষে ও বিদেশে সংবাদপত্রের কাটতি কিছু দিন ধরিয়া বিলাতী ডেলি এক্সপ্রেস ও ডেলি হেরাল্ড নিজেদের কাটতি লইয়া মসীযুদ্ধ করিতেছিলেন। উভয়েই বলিতেছিলেন, আমাদের কাটতি পৃথিবীতে সব কাগজের চেয়ে বেশী—প্রতিদিন কুড়ি লাখের উপর । কিন্তু জাপানের খবরে উভয়কেই অ-বাক করিয়াছে। “fi ewfqsgå czyn fàòðî” (“The World's Press New৪”এ ) লিখিত হইয়াছে, যে, জাপানের ওসাকা মাইনিচি প্রত্যহ ত্রিশ লক্ষ এবং তাহার ভগিনী তোকিও মাইনিচি প্রত্যহ চব্বিশ লক্ষ কাটতির দাবী করেন। জাপানে নিতান্ত শিশু ছাড়া স্ত্রী- ও পুরুষজাতীয় সকলে লিখিতে পড়িতে পারে । এই জন্ত কাগজের কাটতি বেশী। আমাদের দেশে আনন্দবাজার পত্রিকা অৰ্দ্ধ লক্ষের উপর কাটতি দাবী করেন। ইহা অপেক্ষ বেশী কাটতি অন্ত কোন ভারতীয় ইংরেজী বা দেশী ভাষার কাগজের আছে বলিয়া প্রমাণিত হয় নাই । - কোন কোন পাশ্চাত্য দেশে অ-রাষ্ট্রনৈতিক গভীর বিষয়ের আলোচনায় পূর্ণ মাসিক কাগজেরও খুব কাটতি হয় । আমেরিকার আচাৰ্য্য সাওলিfাণ্ডের সম্পাদিত “দি যুনিটেরিয়ান” মাসিকপত্রের কাটতি ছিল তিন লক্ষ । আমাদের দেশে অধিকাংশ লোক পড়িতে লিখিতে জানে না, ও তাহার উপর গরীব। এবং তছুপরি পয়সা দিয়া না-কিনিয়া কাগজ পড়ার ফ্যাশন সচ্ছল অবস্থার অনেক লোকের মধ্যেও প্রচলিত । - নারীশিক্ষা সমিতি প্রযুক্ত লেডী অবলা বস্থর নেত্ৰীৰে নারীশিক্ষা সমিতি ১৭ বৎসর ধরিয়া কলিকাতায় ও মফস্বলে নারীশিক্ষার বিস্তার ও উন্নতির জন্ত প্রশংসনীয় চেষ্টা করিতেছেন। সমিতির আয় বাড়িলে আরও অনেক কাজ ইহার দ্বারা হইতে পারে। কলিকাতার বিদ্যাসাগর বাণীভবনে বিধৰ মহিলারা যে শিক্ষা পাইয়া থাকেন, তাহাতে তাহারা স্বাবলম্বনে সমর্থ হওয়ায় তাহারাই যে উপকৃত হন