পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

প্রবণসী SN98N9 রাজপথে প্রহরীগণ রাজার আদেশ, ভাই, চোর ধরা চাই, চোর ধরা চাই, কোথা তারে পাই ? যারে পাও তারে ধরে কোনো ভয় নাই ॥ বজ্ৰসেনের প্রবেশ প্রহরী ধর ধর ঐ চোর ঐ চোর। বজ্ৰসেন নই আমি, নই নই নই চোর। অন্তায় অপবাদে আমারে ফেলো না ফঁাদে । নই আমি নই চোর। প্রহরী ঐ বটে ঐ চোর ঐ চোর। বজ্ৰসেন এ কথা মিথ্যা অতি ঘোর । আমি পরদেশী হেথা নেই স্বজন বন্ধু কেহ মোর নই চোর, নই আমি, নই চোর। শুাম আহা মরি মরি মহেন্দ্রনিন্দিত কাস্তি উন্নতদর্শন কারে বন্দী ক’রে আনে চোরের মতন কঠিন শৃঙ্খলে। শীঘ্ৰ যা লো সহচরী, বল গে নগরপালে মোর নাম করি, শু্যামা ডাকিতেছে তারে। বন্দী সাথে ল'য়ে একবার আসে যেন আমার আলয়ে দয়া করি।