পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২১৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“চণ্ডীদাস-চরিত” ( → ) হেন মতে কিছুদিন চওঁী রাসমণি । সাধন প্রসঙ্গে রহে দিবস রজনী ॥ যদিও সমাজ তাহে নাহি ভাবে আন । তত্ৰাপি নকুল সবে ভালই বুঝান ॥ নকুল চণ্ডীর হয় সমাজ-স্থহৎ । মহামানী বিচক্ষণ বহুশাস্ত্রবিৎ ॥ নর মধ্যে চণ্ডীর কৰ্ম্মের কিবা ফল । আদৌ তা বুঝিতেন তিনিই কেবল ॥ হেথায় রোহিণী নিশি জাগে অভিসারে । প্রায় উঠি যায় কোথা কেহ না ঠাউরে ॥ একদিন বুঝিতে পারিল দয়ানন্দ । কোথা যায় বলি তার মনে হইল সদ্ধ ॥ কিছু না বলিয়া কভু তাহার পশ্চাতে । চলিলেন দয়ানন্দ সবার অজ্ঞাতে ॥ আজি তোরে না বধিয়া না ফিরিব ঘর । এই কথা রোহিণী কহিলা অতঃপর ॥ ভাবে তবে দয়ানন্দ এই কথা শুনি । কি হেতু কাহারে বধ করিবে রোহিণী ॥ মাঝে মাঝে ক্ষেও ক্ষেও ডাকে ফেরুপাল । ছক্কা রবে কুকুর ফিরয়ে পালে পাল ॥ নিৰ্ভয়ে এলায়ে কেশ চলিছে রোহিণী । গজেন্দ্র-গমনে যথা নগেন্দ্র-নন্দিনী ॥ বরাবর যায় চলি পবন-গমনে । কত বড় বড় ঘর রাখিঞা দক্ষিণে ॥ উপনীত হইল শেষ রাজ-দরবারে । হেথা সেথা করি দেখে ভিতর বাহিরে ॥ তথা হতে গেল চলি বাগানবাড়ীতে । উকি-কুকি মারি তবে পাইল দেখিতে ॥ ধ্যানমগ্ন রহে রাজা উত্তর-হামীর । এক তীক্ষ্ম খড়গ রামা করিল বাহির । 8صبس-8 جن যেমন করিবে রাজ-অঙ্গে খড়গাঘাত । " দয়ানন্দ ছুটি গিঞা ধরে দুটি হাত ॥ কর কি রোহিণী বলি মুখপানে চায়। চমকি রোহিণী তবে সরিএল দাড়ায় ॥ তখন সে দয়ানন্দে কিছু না বলিয়া । তথা হতে দ্রুতবেগে আইলা চলিয়া ॥ কিছু দুর আসি কহে পিতৃ-হস্তা জনে । অবগু কৰ্ত্তব্য মোর বধিতে পরাণে ॥ কেন ধৰ্ম্ম নষ্ট মোর করিলে স্বামিন । যাক আজ কিন্তু তারে বাচাবে কদিন ॥ দয়ানন্দ কহে তুমি কুলবতী নারী । কেমনে ধরিবে প্রাণ নর-হত্যা করি ॥ রোহিণী রুষিয়া কহে চাহি প্রতিশোধ। তাহে দুৰ্ব্বলতা মাত্ৰ পাপ-পুণ্য-বোধ । যদ্যপি বধিতে আমি না পারি তাহারে । রাজধৰ্ম্ম ক্ষমিবে না জন্ম-জন্মাস্তরে ॥ এক পক্ষে হঞি আমি অতিবলহীন । আর পক্ষে হই কিন্তু কুলিশ-কঠিন ॥ রাজার নন্দিনী অামি কহি তব আগে । র্তেই মম প্রতিহিংস সদা মনে জাগে । যেরূপে জনকে মোর কাটিলা হামীর। সেই মত কাটিয়া পাড়িব তার শির। বক্ষে ধরি তার পর চরণ তুমার। সংসার করিব এই প্রতিজ্ঞ আমার ॥ দয়ানন্দ বলে ওহো কি বলিস ক্ষেপী । রাজারে নাশিলে দেশ উঠবে যে ক্ষেপি ॥ রোহিণী কহিলা শুন হৃদয়-দেবতা । স্বর্গে থাকি কি আদেশ করিছেন পিতা । ষাই যাই থাক বাবা স্থখে স্বৰ্গপুরে । অাজ কিম্বা কাল আমি বধিব হামীরে ॥