পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মগ্রহায়ণ চণ্ডীদাস-চরিত ই০৫ রাজা কহে এর মধ্যে আছেন যে তিনি। সৰ্ব্বাঙ্গ হুইল ক্ষণে কণ্টকিত তায় । অন্তৰ্বামী তুমি প্ৰভূ লহ তারে চিনি। সিক্ত হইল বক্ষঃস্থল নয়নধারায় ॥ পুরমধ্যে তিনি মোর স্নেহের সন্ততি। নিকটে বসিঞ্চা তবে রাই রাসমণি। রণ-ক্ষেত্রে হন তিনি মোর সেনাপতি ॥ কর্ণমূলে বার বার করে হরিধ্বনি । রাজ-কাজে মন্ত্ৰী তিনি বিপদের বন্ধু। ক্রমে ক্রমে চণ্ডীদাস পাইলা চেতন। তিনিই তরণী মোর তরিবারে সিন্ধু। চেতন পাইঞা করে আত্মসম্বরণ ॥ বসিলেন চণ্ডীদাস ধ্যানস্থ হইঞে। কিছু ক্ষণ পরে প্রভু কহিলা রাজন। আইল বালক এক তাম্রকুট লঞ্চে । বিশ্রাম করিব আমি কোথায় আশ্রম ॥ কলিকা না লয় কেহ থাকে সেহ ধরি। একটি স্বরম্য স্থান গড়ের বাহিরে। মাঝে মাঝে দেয় ফুক কলিকা উপরি ॥ নিদিষ্ট করিলা রাজা আশ্রমের তরে ॥ দেখিল তখন চণ্ডী মেলিঞ নয়ন। তথা রামী চণ্ডীদাস থাকে মনস্থখে। কলিকা ধরিঞা রহে মদন-মোহন ॥ যখন যা চান তারা আনি দেয় লোকে ॥ প্রভু প্ৰভু বলি তবে উঠে অকস্মাত । দিনরাত যাতায়াত করে নরনারী। রাণী কোলে হাস্ত করি উঠে জগন্নাথ । কিন্তু সবে দেয় গালি বহু নিন্দা করি ॥ মহিষীর পদে চণ্ডী মূরছি পড়িল। দয়ানন্দ-সরস্বতী বিষ্ণু-শিরোমণি। অজ্ঞান হইয়া পড়ে যে যেথায় ছিল। মহানন্দ-উপাধ্যায় যত মহামানী ॥ মোহ ত্যজি চণ্ডীদাস কহিল। তখন । কাৰ্য্য না বুঝিয় তার উঠিলেন চটে। কোথা মা যশোদে তব সে নীল-রতন ॥ শুনিলে চণ্ডীর নাম গালি দিঞা উঠে ॥ বহুভাগ্যবান রাজা বহু ভাগ্য তোর । একদিন গেলা সবে রাজ-সন্নিধানে। একবার দে মা তারে ধরি বুকে মোর ॥ কহিলা অনেক কথা যা আইলা মনে ॥ বহুপুণ্যফলে আমি কইকু আগমন। অস্তরে হাসিয়া রাজা কহিলা তখন । এই তোর বিষ্ণুপুর নব বৃন্দাবনও৭ ॥ উচিত তা হলে হয় পরীক্ষা এখন ॥ রাণী কহে প্ৰভু আমি অতিজ্ঞানহীন। করহ যেমতে পার পরীক্ষা তাহার। না হেরি নয়নে তারে আর কোন দিন। পশ্চাত যা হয় অামি করিব বিচার ॥ আজি রাই চণ্ডীদাস পুরু-পদার্পণে। এত কহি মনে মনে হাসি নরপতি । প্রত্যক্ষ করিন্থ আমি মদন-মোহনে ॥ কহিলেন প্রভুপদে এ মোর মিনতি ॥ জ্ঞান-শূন্ত ছিন্তু তেঁই নাহি জানি আমি। প্রকাশ মহিমা তব সবার সমুখে । কোল হতে কতক্ষণ গিঞাছেন নামি । লেগে যাক চুণকালী সবাকার মুখে ॥ আবার বসিলা চণ্ডী মুদিয়া নয়ন। প্রকাশ্যে কহিলা রাজা যাও সবে এবে। হৃদয়-মাবারে হেরে মদন-মোহন। কর গে পরীক্ষা তায় পার যেই ভাবে ॥ - - - - যে আজ্ঞা বলিঞা তবে সবে চলি গেল ।

    • ) विश्स्द्रब ब्राजी दौद्र-शचौब्र चैनिवांग जांकाईब्र प्रिंश हरेब्र পরীক্ষার পথ তারা খুজিতে লাগিল ।

কেহ কহে রামীরে লুকাঞে রাখ কোথা। কেহ কহে তা হলে না রবে কারো মাথা । বিষ্ণুপুরকে নৰ কাৰন করিয়াছিলেন। বান্ধের নাম ও নিকটস্থ গ্রামের नांव शुचांदन श्रेष्ठ जरेब्रांझिलब ।।