পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সেথায় পড়িল ফুল বাসলীর পদে ৷ বুঝিলেন মাতা চণ্ডী পড়েছে বিপদে । ধরিলেন করে শুমা খড়গ খরসান । মঙ্গরাজ-পুরে গিঞা হইলা অধিষ্ঠান। পূর্ণিমার মুখে শুনি নির্বাস বারতা। সকলে পাইল বড় অস্তরেতে ব্যথা ॥ সরস্বর্তী কহে সবে শুন সৰ্ব্বজন । অদ্য রাত্রে কারো যদি ঘটঞে মরণ ॥ চুপে চুপে আশ্রমে লইঞে সেই শবে। রাখি আসি প্রহরায় রব মোরা সবে। ডাকি ভূপে দেখাইঞে কব চণ্ডীদাস। অর্থ-লোভে হে রাজন করিয়াছে নাশ ॥ উপাধ্যায় কহে সেটা সম্ভব কি হবে। অর্থে লোভ চওঁীর ষে কভু না সম্ভবে ॥ রামী সঙ্গে ছিলা তার বড়ই প্রণয়। এ কথা বলিলে কিছু সঙ্গত বা হয় ॥ সরস্বতী কহিলেন সেটা হবে পরে। রোগীর সন্ধান এবে কর ঘরে ঘরে ॥ আদ্য রাত্রে একাজ নিশ্চয় হও| চাই । পুনঃ পুনঃ কহি সবে দিলেন বিদায় । সারাদিন সবে মিলি ফিরি হেথা সেথা । মরণ-উন্মুখ রোগী না দেখিলা কোথা ॥ দয়ানন্দ-ঘরে সবে আইলা তখন । কহিল কোথাও রোগী নাহি এক জন ॥ সরস্বতী বলে ভবে কি হবে উপায়। আজ নয় কাল হবে কহে উপাধ্যায় ॥ পুনঃ কহে দয়ানন্দ দুষ্টের কৌশল । ঘত লীয় পড়ে ধরা ততই মঙ্গল ! হেন কালে ছুটাছুটি আলি এক নারী। কাজিয়া কহিল কৰ্ত্ত আইস ত্বরা করি ॥ আচম্বিতে খোকার কি হইল নাহি জানি । বালকে ঝলকে রক্ত করিতেছে বমি ॥ খোকা দয়ানন্দের সে একই সন্তান । পঞ্চম বর্ষীয় শিশু দেখিতে স্থঠাম। ছুটি গিঞ সবে মিলি দেখিলা তখন। চিরদিন তরে খোকা মুদেছে নয়ন ॥ দয়ানন্দ কাদি উঠে বক্ষে কর হানে । স্বশীল স্বশীল বলে ডাকে ঘনে ঘনে ॥ উঠিল কাল্লার রোল কে কারে সামালে। . কাদে মাতা উচ্চরোলে শব লঙ্কা কোলে ॥ উপাধ্যায় শিরোমণি দিতেছে সাত্বনা । কি বলিছে কি বুঝিছে কানেই গুনে না । কহে পরে উপাধ্যায় দয়ানন্দে ডাকি । জ্ঞান-বৃদ্ধ তুমি ভাই তবে কর একি ॥ বঁচি-মর সকলই ঈশ্বরের হাত । তার জন্য তুমি কি করিবা আত্মঘাত ॥ শুন বলি এক কথা অই শব লঞে । রাখি চল চুপে চুপে চণ্ডীর আলয়ে ॥ সারা রাত সবে মিলি রব প্রহরায়। প্রভাত হইলে ডাকি দেখাব রাজায় ॥ তার পর ফলাফল দেখিব কি হয়। পুত্র ত গেঙ্গেই তবে শক্ৰ হোক ক্ষয় ॥ দয়ানন্দ ধীরে ধীরে দিলা তবে সায়। সেই মত করি সবে রহে প্রহরায় ॥ তখনি করিলা গ্রামে সৰ্ব্বত্র প্রচার । হারাঞে গিঞাছে দয়ানন্দের কুমার । উঠিলা সে কথা তবে নৃপতির কানে। সরল-হৃদয় রাজ সত্য বলি মানে ॥ কেহ কহে বোধ হয় কোন কপালিআ । পালাইঞা গেছে সেই বালকে লইঞা ॥ কেহ কহে এতক্ষণ হঞ গেছে বলি । কেহ কহে কিম্বা কেহ মারিয়াছে ফেলি । গহনা তাহার অঙ্গে ছিল বহু জানি । এই হেতু অসম্ভব নহে প্রাণহানি ॥ শিশুর জননী যত শষ্য-ঘরে গিঞাঁ । আছে কি না আছে শিশু দেখে পরীক্ষিঞা ॥ চিন্তায় আকুল সবে কেহ না ঘুমান । এই রূপে নিশি তবে হইল অবসান । (জমশঃ)