পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৩৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

অগ্রহায়ণ f অন্য উপেক্ষা করিও না, গ্রহণ করিয়া গণদাস হও, গণের রক্ষায় এ অর্থ নিয়োজিত কর, সৈন্ত সংগ্রহ কর । যতির উপদেশ শিরোধাৰ্য্য, সাল সৈন্য সংগ্ৰহ করিলেন। পৌরজন পুনরায় তাহাকে অর্থ সংগ্ৰহ করিয়া দিল, তাহাকে প্রধান বলিয়া নতমস্তকে স্বীকার করিয়া লইল । ক্রমে ক্রমে সালর প্রভাব বাড়িল, র্তাহার অধিকারও বিস্তৃতি --م. - "ীক্ষণাঞ্জ ?エリ মন্দিরে নারীমুক্তি লাভ করিল। অল্পকালমধ্যেই সাল এক ক্ষুদ্র ভূখণ্ডের অধিপতি হইলেন। সঙ্কপুর বড় ক্ষুদ্ৰ—ইহার অনতিদূরে বারসূত্রে তাহার রাজধানী প্রতিষ্ঠিত হইল। নরশালদ্বন্দ্ব হইল তাহার কুলচিহ্ন। যতির আদেশ “পয় সাল”—তাহ হইতে এই নবীন রাজবংশের নাম হইল পয়সাল বংশ। জনগণের মুখে এই নামের রূপান্তর ঘটিল ; ভারতবর্ষের সুন্দর কেশৰ SRSషా ইতিহাসে এই বংশ হয়সাল বংশ নামে বিখ্যাত । জনশ্রুতি ঐরুপ। ૨ বিত্তিদেব রাজা সালর বংশধর, তিনি পিতৃপুরুষের ধৰ্ম্মত্যাগ করিয়া হইলেন বৈষ্ণব । ধৰ্ম্মান্তর গ্রহণের সঙ্গে সঙ্গে মন্দিরে নারীমুষ্টি তিনি নুতন নাম গ্রহণ করিলেন—মুকুন্দপদারবিন্দবন্দনবিনোদন ; ইতিহাসে তিনি বিষ্ণুবৰ্দ্ধন নামে খ্যাত। বিভিদেব জৈনধৰ্ম্ম ত্যাগ করিলেন কেন ? জৈনগণ বলেন, ইহা রাণী লক্ষ্মীদেবীর ষড়যন্ত্র ও প্ররোচনার ফল ! বিত্তিদেব স্বয়ং জৈন হইলেও রাণী লক্ষ্মীদেবী ছিলেন হিন্দু। জৈনধৰ্ম্মের প্রতি র্তাহার মন প্রসন্ন ছিল না। রাজা তাহার ধৰ্ম্ম অবলম্বন করুন, এ আকাঙ্ক্ষা রাণীর মনে জাগিল ।