পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৪০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

놀 প্রবাসী SNෂHNO ভগবান আদেশ করিলেন—এই পবিত্র স্থানে আমায় স্থাপিত কর । বিস্ময়ের উপর বিস্ময়—এইবার রাজার সম্মুখে উপস্থিত হক্টলেন দেবশিল্পী বুিশ্বকৰ্ম্ম, অমরলোকের স্থপতি। মন্দির নিৰ্ম্মিত হুইল, মহাসমারোহে বিগ্রহের প্রতিষ্ঠা হুইল। এই স্থানের নাম বেলাপুর বা বেলুহুর, বর্তমানে বেলুর। সুন্দর কেশল বিগ্রহের পরিকল্পনা ও নিৰ্ম্মাণ, মন্দিরের স্থান নিৰ্ব্বাচন, পরিকল্পনা ও নিৰ্ম্মাণ—ইহার কোনটিকেই মানবকল্পনাপ্রস্থত বলিয়া ভক্তগণ বিশ্বাস করেন না। 8 অপূৰ্ব্ব মন্দির, স্থাপত্যকলার চরম উৎকর্ষ ! প্রাচীরবেষ্টিত বিস্তৃত সমতল আয়তন । তন্মধ্যে উচ্চ ভিত্তিভূমি—মক্ষত্রাকার । তদুপরি, ভিত্তিভূমির সহিত স্বসঙ্গতি ও সামঞ্জস্য রক্ষা করিয়া নক্ষত্রাকারে এই মন্দির নিৰ্ম্মিত । মক্ষত্র চিরভাস্বর, তাই কি এই পরিকল্পনা ? মন্দির পূর্বদ্বারী। ভূমি হইতে ভিত্তি ও ভিত্তি হইতে মন্দিরতোরণ পৰ্য্যন্ত দুষ্ট শ্রেণী সোপান । সোপানপাশ্বে হয়সাল নৃপতির কুলচিহ্ন। ভবে, সামান্য পরিবর্তন দেথা যায়। রাজা সাল ব্যান্ত্রের সহিত যুদ্ধ করিতেছেন না, যুদ্ধ করিতেছেন এক কেশরীর সহিত। সিংহকে লোকে পশুরাজ বলে। রাজায় রাজায় যুদ্ধই শোভন, সমযোগ্য বীর সনে সদ রণ ক্ষমিয়ের সাধ । ব্যাঘ্র হিংস্ৰ, বলবান হইলেণ্ড তাহার রাজ-মধ্যাদা নাই- ভাই বুঝি এ পরিবর্তন। প্রতি সোপানপাশ্বে প্রস্তরগঠিত রথচন্দ্ৰাতপ । চন্দ্রাঙপের নিম্নে হস্তিবৃথ- যেন করাশিরেই রথচন্দ্ৰাতপ দণ্ডায়মান । মন্দিরের ভোরণ অতি উচ্চ, দুষ্ট পাশ্বে দুষ্ট স্তম্ভ, একটির পাদদেশে মদন ও অপরটির পাদদেশে রতি—যেন দুষ্ট প্রহরী। প্রেমের, সৌন্দর্য্যের, স্থির-যৌবনের প্রতিম, মন্দিরের দেবতার ধোগ্য দ্বাররক্ষী। স্তম্ভের শিরোভাগে একটি পৌরাণিক নরসিংহরূপে হিরণ্যকশিপুর বক্ষ বিদারণ নারায়ণের বাহন গরুড়, তাহার দৃশু –ভগবান করিতেছেন । তম্নিশ্নে দুই পার্থে দুইটি মকর । দ্বারের উভয় পাশ্বে প্রাচারগাত্রে নানা দৃশু খোদিত । দক্ষিণপাশ্বে একটি ফলকে রাজসভার দৃশু ; সভার মধ্যস্থলে সিংহাসনে বসিয়া রাজা ও রাণী- নিশ্চয়ই বিষ্ণুবৰ্দ্ধন ও লক্ষ্মীদেবী। রাজার এক হস্তে তরবারি, অপর হস্তে বিকশিত কুম্ম-রাজার শৌর্য্যের ও উদারতার দ্যোতক। তাহাদের চারি পাশ্বে পারিষদ, পুরোহিত, শাস্ত্রালোচনাপরায়ণ পণ্ডিতগণ, আজ্ঞাবহু কৰ্ম্মচারীবৃন্দ ও রক্ষীবর্গ। রাজসভায় শাস্ত্রালোচনার সময় রাণীর স্থান রাজার পাশ্বেই— অস্তঃপুরের রুদ্ধ অচলায়তনে নহে। এই ফলকের নিম্নেই অপর ফলকে সিংহযুথ চিত্রিত, কোন সিংহ উদগ্র, আক্রমণোন্মুখ, কোনটি বা নিতম্বনির্ভরে উপবিষ্ট। সিংহপৃষ্ঠে বীৰ্য্যবান সৈনিক। স্বতন্ত্ৰ ফলকে হইলেও এই চিত্র রাজসভ৮দৃশ্বেরই অন্তর্গত। শক্তিমান হয়সাল নৃপতি সত্যসত্যই কেশরীকে র্তাহার সৈন্যগণের বাহনে পরিণত করিতে