এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।
कां ॐक পরিশোধ গ্ৰাম৷ নহে নহে নহে । সে কথা এখন নহে । ঐ রে তরী দিল খুলে । তোর বোঝা কে নেবে তুলে ॥ সামনে যখন যাবি ওরে, থাক না পিছন পিছে পড়ে, পিঠে তারে বইতে গেলে একলা পড়ে রইবি কৃলে ॥ ঘরের বোঝা টেনে টেনে পারের ঘাটে রাখলি এনে তাই যে তোরে বারে বারে ফিরতে হোলো গেলি ভুলে । ডাকুরে আবার মাঝিরে ডাক্, বোঝা তোমার যাক ভেসে যাক, জীবনখানি উজাড় করে সাপে দে তার চরণমূলে ॥ বজসেল কী করিয়া সাধিলে অসাধ্য ব্রত কহ বিবরিয়া, জানি যদি প্রিয়ে শোধ দিব এ জীবন দিয়ে এই মোর পণ ॥ শ্রাম। নহে নহে নহে । সে কথা এখন নহে । তোমা লাগি যা করেছি কঠিন সে কাজ আরো মুকঠিন আজ তোমারে সে কথা বালক কিশোর উত্তীয় তার নাম, ব্যর্থ প্রেমে মোর মত্ত অধীর । মোর আমুনয়ে তব চুরি অপবাদ নিজ পরে ল'য়ে স পেছে আপন প্ৰাণ ।