পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৫৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

সম্পতি ভোটীয় নববর্ষের সময় লাসায় গিয়াছিলেন। সেখানে র্তাহারা ছিলেন সাধারণ পরিচ্ছদে, কেননা লাসায় অনেকেই রাজপুরুষের লোলুপদৃষ্টির ভয়ে নিজ অবস্থার কম চালে থাকেন —এবং আমি ছিলাম লাল রেশমে মোড়া পোস্তিন ( বহুমূল্য পশমযুক্ত চৰ্ম্মের পোষাক ) ও বুট পরিহিত । পরস্পরকে চিনিবার পর তিনি আমাকে লদার্থী বলিয়া সম্বোধন করায় আমি তাহাকে সকল কথা খুলিয়া বলি এবং তাহার আতিথ্যের জন্য বহু ধন্যবাদ দিই। এই ভূতপূৰ্ব্ব জোঙপোন মহাশয় আলেক খচ্চরের মালিক এবং সেগুলির সাহায্যে কুতী ও লাসার মধ্যে মাল সরবরাহের ব্যাপারে নিযুক্ত পরদিন আমরা যাত্রা করিবার উদ্যোগ করিলে তিনি আমাদের আরও দু-চার দিন থাকিতে অনুরোধ করিলেন । আমর রাজী না-হওয়ায় তিনি পাথেয় রূপে চী, সৰু , মাংস চব্বি ও মাখন ইত্যাদি দিলেন। ভারবাহী পাওয়া গেল ন}, সুতরাং প্রাতরাশের পর বোঝা নিজের পিঠে বাধিয় রওয়ান! হইতে হইল ; রক্ষা এই সে পথে চড়াই ছিল না । আমরা ফুঙ নদীর দক্ষিণ কিনার। ধরিয়৷ পূৰ্ব্বদিকে চলিতেছিলাম, সেদিকে আশপাশের পাহাড়গুলি খুবই ছোট ছোট । কয়েক ঘণ্টা চলিবার পর নদীর বামদিকে শিব-রীর পাহাড় দেপ গেল । তিব্বতের অধিকাংশ পাহাড় মাটিতে ঢাকা, কিন্তু এই পাহাড় প্রস্তরময়, এই বৈশিষ্ঠ্যের জন্য কিম্বদন্তী আছে যে, এই পাহাড় গ্য-গর (ভারত) দেশায়, এবং সেইজন্য ইহা লোকচক্ষুতে অতি পবিত্র। এখন ইহার পরিক্রমার সময়, স্বতরাং অনেক যাত্ৰী উপস্থিত ইষ্টয়াছিল এবং ভাঙ্গদের মধ্যে অনেকে সাষ্টাঙ্গ দণ্ডবং করিয়া পরিক্রমা করিতেছে । এখানকার পরিক্রমায় পেথে) চি কৃটের মত স্থানে স্থানে অনেক মন্দির আছে । আমরা আটটায় মাত্রারম্ভ করিয়া দ্বিপ্রহরে গ্রামে পৌছিলাম এবং তৎক্ষণাৎ চা-পানের যোগাড় করিলাম । একে তে পথশ্রাপ্ত ছিলাম তাহার উপরন্তু চ'-পানে ও গল্পে অনেক দেরী হইয় গেল এবং ইহাও শুনিলাম যে পরের গ্রাম বহু দূর । এই কারণে আমরা সেখানেই থাক। স্থির করিলাম কিন্তু সন্ধ্যার সময় গৃহস্বামী জানাইল যে তাঁহার ঘরে স্থানের অভাব । সে গ্রামের মধ্যে অন্য এক বাড়ীতে আমাদের পাঠাইয়া দিল, সেখানে মাত্র দুইটি কক্ষ। একটিতে এক ভিখারী রোগশয্যায় পড়িয়াছিল, সুতরাং অন্তটিতে আমরা আশ্রয় লইলাম। অন্ধকার হইবার মুখে সুমতি-প্রজ্ঞ বলিলেন, "আমাদের এখানে থাক ভাল নয় ; এ-গ্রাম চোরে ভৰ্ত্তি, স্বতরাং রাত্রে টাকাকড়ির লোভে আমাদের উপর আক্রমণ হইতে পারে এবং ইহাও সম্ভব যে এই কারণেই আমাদের এখানে চালান করা হইয়াছে। আমি এ-কথায় আপত্তি না করিয়া স্কমতি-প্রজ্ঞের সঙ্গে গিয়া গ্রামের মধ্যে এক বৃদ্ধার গৃহে আশ্রয় লইলাম । সেই গৃহে আরও দুইজন অতিথি ছিলেন । তাহার শিব-রী পরিক্রম সাঙ্গ করিয়া আসিয়াছিলেন । এবার খুব ভৗড়, তাহাদের কাছে এই কথা শুনিয়া স্বমতি-প্রঞ্জের মনও পরিক্রমার জন্য উন্মুখ হইতেছে দেখিয় আমি বলিলাম, “এইবার সেঞ্জ; লাসায় চলুন, সামনের বৎসরে আমির দুইজনেই নিশ্চিন্তমনে পরিক্রম করিতে আসিব ।” সেঙ্গ সঙ্গে আমি আগন্থকদের একজনকে কিছু পয়সা দিয়া বলিলাম যে তাহ যেন আমাদের তরফে শিব-রী রেন্‌-পে'-সে-তে নিবেদন করা হয় । এই গ্রামে একটি অতি মুন্দর পিত্তলের বজ্রযোগিণী মূৰ্ত্তি দেখিলাম, শুনিলাম ইংরেজের সঙ্গে ধুদ্ধের সময়, পল লোকে চারি দিকে পলাইতেছিল, এষ্ট গ্রামবাসী কোম ভোটায় সিপাহী ইহু! লুট করিয়া আনে। ল স্থত ঐ যুদ্ধে ইংরেজের সেন অপেক্ষ ভোটায় সেনাই ৰেশ লুটপাট করিয়াছিল। পরদিন প্রাতে যীশা করিয়া ইঙ্গয়া আমরা দশটার সময় সম্মুখস্থ গ্রামে পৌছিলাম । পেপানে প্রথম পে-গুহে গেলাম তাহ সুমতি-প্রজ্ঞের পছন্দ না-হওয়ায় তাহার পরিচিত লোকের ঘরে যাইতে হইল। এণ্ড গ্রামে আলেক বড় বড় কুকুর ছিল এবং যেখানে আমার! আশ্রয় লইলাম সেখানে এক বিশালকায় কালে কুকুর দ্বারে বাধ ছিল । আমাদের সঙ্গে এক বালক আগে আগে পথ দেপাষ্টয় যাইতেছিল তাহার পর মুমতি-পঙ্ক এবং শেষে আমি ছিলাম। আমাদের দেখিবামাত্র কুকুরটা ৬াকা ৬াকি ও লাঞ্চালাগি আfর গু করিল, কাছে যাইতে সে BBS BBS BBB c Bgg BBBB BBB BBBBB পড়িল । সুমতি-প্রজ্ঞ অগ্রসর হঈয়। সিড়ির উপর উঠতে আীরস্থ করিয়াছিলে-, কুকুর টাঙ্গকে আক্রমণ করিতে গেল, ইতিমধ্যে বাড়ীৰ লোকজন আসিয় পড়ায় তিনি রক্ষা পাইলেন । শিকল চিড়িয়াছে দেপিয়া বালক ও আমি বাহিরে পলায়ন করিলাম, পরে ঘরের লোকজন আসিয়া আমাদের ভিতরে লইয়া গেল । আমাদের পলায়নে স্কমতি-প্রজ্ঞ অভ্যস্ত বিরক্ত হষ্টলেন বটে—এবং বিরক্ত হওয়ার কারণও যথেষ্ট ছিল—কিন্তু তাহার মনে রাখা উচিত ছিল যে তিনি চৌদ্দ বৎসর ভোটদেশে থাকায় কুকুর সপন্ধে নির্ভয়তা পাইয়। ছেন । তিনি প্রায়ই বলিতেন, দেহের অনুপাতে কুকুরের সাহস বা তেজ হয় না |