পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কল্লোল মুখর দিন ধায় রাত্রিপানে উচ্ছল নিঝর চলে সিন্ধুর সন্ধানে । বসত্তে অশান্ত ফুল পেতে চায় ফল স্তব্ধ পূর্ণতার পানে চলিছে চঞ্চল । খেয়াল হ’লে কবি যে আবার অন্তের কবিতা অনুবাদ করতেও বলেন, তার ছটি দৃষ্টান্ত দিয়ে এই প্রবন্ধ শেষ করা স্বাক— “নিন্দন্তু নীতিনিপুণ যদি বা স্তবস্তু লক্ষ্মী সমাবিশতু গচ্ছতু বা যথেষ্টম্। অদ্যৈব বা মরণমস্তু যুগান্তরে বা প্তাধ্যাৎ পথঃ প্রবিচলন্তি পদং ন ধীরা ।” নীতিজ্ঞ বলুন ভালো, গালি বা পাড়ন, লক্ষ্মী যবে আমুন বা যথেচ্ছা ছাড়ন, মৃত্যু চেপে ধরে যদি অথবা পাসরে স্তায্য পথ হতে ধীর এক পা না সরে । * একটি ফরাসী কবিতার অনুবাদ– প্রেমের আনন্দ থাকে শুধু স্বল্পক্ষণ, প্রেমের বেদনা থাকে সমস্ত জীবন । [ রবীন্দ্রনাথের এইরূপ লেধন-সংগ্রহ র্যাহাজের নিকট আছে তাহার} আমাদের নিকট তাহ পাঠাইলে উহ সাগ্রহে প্রবাসীতে মুঞ্জিত হইবে প্রবাসীর সম্পাদক ] সুচাদ ডাক্তারের বিভূতি ঐীজগদীশ গুপ্ত ঢাক্তার স্বচাদ অধিকারী খাসা লোক, খাল ডাক্তার ; যেমন টার রোগলক্ষশজ্ঞান, তেমনই র্তার হাতযশ ; তাঁর উপর, মষ্টমুখে কথা বলা তার এমনই স্বভাবগত রুচি যে, মানুষ }গু না হইয়া পারে নী-এই গুণের জন্যই রোগাক্রান্ত ব্যক্তি তাহাকে দেখিলেই রোগ-যন্ত্রণার মাঝেও খানিক আরাম tয়। তবে ভিজিট তার চার টাকা—গোফ পাকিতেই বং টাক পড়িতেই তিনি ভিজিট বাড়াইয়া ডবল করিয়াছেন। কিন্তু তাহাকে আমাদের কৰ্ম্মক্ষেত্রে ভূমিষ্ঠ করিবার পূৰ্ব্বে র মত লোকের ক্ষুদ্র ক্ষেত্রে ভূমিষ্ঠ হইবার হেতুটা জানান পুনৰ্ব্বন্ধ সোমের বাবা জন্মেজয় সোম সন্ধ্যার পর হঠাৎ ণগ্রহণ করিলেন । সেদিন অক্ষয়তৃতীয়–অত্যন্ত শুভ। কয়েক স্থানে তার শুভ হালখাতার নিমন্ত্রণ ছিল । নাটানির সংসারে ধারকর্ষ হাই—হাত পাতিয়া নগদ না fক, কাপড়ের দোকানে, বাসনের দোকানে, গহনার দোকানে হয়ই। লাল রঙের পোষ্টকার্ডে ছাপান নিমন্ত্রণপত্র পাইয়া জন্মেজয় রং দেখিছা কৃতাৰ্থ হইয়া গেলেন না, খাতার বাকির পরিমাণের যে-উল্লেখ কালে কালিতে করা ছিল সেই দিকে খানিক চাহিয়া থাকিয়া তিনি একটি দীর্ঘনিঃশ্বাস ত্যাগ করিলেন। কিন্তু হালখাতার নিমন্ত্রণ পাইলে দোকানে উপস্থিত হইয়া কিছু দিতেই হইবে—ইহাই পদ্ধতি, এবং দেনদারের ধৰ্ম্মান্তর্গত কৰ্ত্তব্য। স্বতরাং পুজির ভিতর হইতে তিনটি টাকা—পুজির বৃহৎ একটা অংশ–তুলিয়া লইয়া জন্মেজয় সন্ধ্যার পূৰ্ব্বেই রওনা হইলেন- দোকানে বসিয়া বিস্তর সালাপ মুখে করিলেন এবং কানে শুনিলেন ; হাসিলেনও ; অবশেষে কিছু জলযোগও করিলেন— এবং সন্ধ্যার পর গৃহে ফিরিয়া শয্যাগ্রহণের পূৰ্ব্বে ক্লান্ড ভাবে বলিলেন,—শরীরটা ভাল নেই ; আমি গুলাম। রাত্রে কিছু খাব না । छाग्रघरञ्चब्र छौ ब्राखणकौ छिखांना कब्रिह्णन,-७क कृ५ ? -छे ह । दणिञ्चां छरग्रथञ्च गिब्बी नइन कब्रिटणन ।