পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৭৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

--তার সৰ্ব্বাঙ্গ তখন দৌৰ্ব্বল্যে কঁাপিতেছে--- কবিরাজ নিৰ্ব্বিবাদে পুনৰ্ব্বস্থর কথাগুলি শুনিলেন, তার পর ভ্রভঙ্গী করিলেন, এবং তার পর বলিলেন,—শেষ সময়ে আমায় দিয়ে আর কি কাজ, বাবা ? বেশী টাকার আর গুণধাম ডাক্তারকেই ডাক—দেখ যদি সে পারে । কবিরাজ মহাশয় কথা বলেন বেশী। পূৰ্ব্বোক্ত কথার পর না থামিয়াই তিনি বলিতে লাগিলেন,-আয়ুৰ্ব্বেদকে তুচ্ছ করেই ছারেখারে গেলে। ঋষিকৃত ব্যবস্থা আর ঔষধ তোমাদের মনঃপূত হ’ল না, হ’ল গিয়ে বিলিতী বিষ । তবে, এই তিনটি বড়ি দিচ্ছি, একটি টাকা দাম ; দামটা নগদই চাই –বলিয়া বড়ি দিলেন। নগদ দামে ঋষিকৃত ব্যবস্থা অনুসারে প্রস্তুত ঔষধ অর্থাৎ তিনটি বড়ি লইয়া পুনৰ্ব্বস্ব চলিয়৷ আসিল। কিন্তু তার অন্তৰ্য্যামী জানিলেন, আশা নাই । দেবব্রত খবর আনিয়াছিল, স্নচাদ ডাক্তার রওনা হইয়াছেন। রওনা তিনি হইয়াছেন—কথাটা মিথ্যা নয় ; নাখনী খুকুকে অঙ্কন্দ্রষ্ট করিয়া এবং কাদাইয়াই তিনি বাহির ডাক্তার স্বচাদ অধিকারী কেবল পেশাদার ডাক্তার ন'ন—তিনি জনসাধারণের স্বহং ও অকৃত্রিম বন্ধু, অকপট হিতৈষী ; তার উপর তিনি সদালাপী ; তার উপর তিনি গৃহস্থ ; এবং তার উপরেও তিনি পরিচ্ছন্ন ভদ্রলোক ; এবং তারও উপরে তিনি সৰ্ব্বদাই অকাতরচিত্ত । তিনি অকাতর চিত্তে বাহির হইয়াছেন—লক্ষ্য রোগীর বাড়ী, কিন্তু পথে দেখা হইল পীতবাস পোদ্ধারের সঙ্গে । পীতবাসের “বিশুদ্ধ ঢেকি-ছাটা চাউলের দোকান” আছে। —দেখা পাইতেই পীতবাস সসন্ত্রমে প্রণাম করিয়া একেবারে বিগলিত হইয়া গেল-বলিল,—দোকানে একটু পায়ের ধুলো পড়বে না, ডাক্তারবাৰু? উত্তম মিহি পুরনো চাল এসেছে। আপনার নাম ক'রে দু-বস্ত সরিয়ে রেখেছি। অনেক খদেরকে ফিরিয়ে দিয়েছি ; বলি, ডাক্তারবাবুকে না শুধিয়ে ছড়িছি নে । —ভাল বটে ত? হইল, বলিল,—আপনার সঙ্গে তঞ্চকী !-নিজের মুখে কি আর বলব, ডাক্তারবাবু! দোকানদারের কথা দাড়ায় । কখনও ? দয়া করে স্বচক্ষে দেখবেন চলুন । —দরকার ত ছিল হে । চল, দেখিগে । বলিয়া স্বচাদ পীতবাসের দোকানে গিয়া উঠিলেন, এবং পীতবাসের অনুরোধে জুতা খুলিয়া বসিলেনও । পীতবাস চালের রূপে গুণে যেন দিশেহারা হইয়া চাল দেখাইল ; চাল মিহি এবং পুরাতন বটে—স্বৰ্গদ পছন্দ করিলেন-- তার পর দর লইয়া যে কষাকষি হইল তাহা তুচ্ছ ; পীতবাস দু-আনা কমেই রাজি হইল, এবং ক্ষতিস্বীকারের কারণও সে প্রকাশ করিল ; বলিল,- - ওতেই দিলাম, ডাক্তারবাবু। ডাক্তারকে হাতে রাখতে হবে ত! আপনার হাতেই আয়ু বলিয়া ধন্ত হইয়া হাসিতে লাগিল --- বলিল,—আমারই লোক দিয়ে আসবে। চাউল ক্রয়ের ব্যাপারটা চুকাইয়া স্বচাদ এইবার উঠিবেন ; উঠিতে তিনি যাইতেছেন, কিন্তু এমন সময় র্তার চোখে পড়িল রামকমল ভাণ্ডারী—স্কুর নরুণ আয়না চিরুণী প্রভৃতির গতবাক্স লইয়া সে রাস্ত দিয়া চলিয়াছে• • • স্বচাদের হাত আপনি উঠিয়া গণ্ড স্পর্শ এবং ঘর্ষণ করিল—তিনি অনুভব করিলেন যে, দাড়ি বাড়িয়াছে । পীতবাস তাহা দেখিল— আয়ুপ্রদ ডাক্তার বাবুকে স্থলভে চাউল বিক্রয় করা . ছাড়া অন্ত উপায়েও সে তুষ্ট করিতে চাহে ; কাজেই প্রয়োজনের বেশী চীৎকার করিয়া সে রামকমলকে ডাকিয়া দিল-• এবং রামকমল প্রয়োজনের বেশী যত্ন লইয়া সম্রাস্ত ডাক্তারবাবুর উদ্ভূক্ত স্মশ্র মোচন করিয়া দিল—তাহাতে সে সময় নিল অনেকটা । ক্ষুরে অত শান আর দাড়িতে অত জল দিবার দরকার ছিল না। অতঃপর বিশুদ্ধ ঢেকি-ছাট চাউলের দোকানে মুচাদের আর না বসিলেও চলিত—র্তার নিজের কাজ শেষ হইয়াছে ; কিন্তু ওদিকৃকার হরিসাধন মজুমদার আর যাই হোক অকৃতজ্ঞ নহে— ডাক্তার বাবু নিকটেই পীতবাসের দোকানে বসিয়া আছেন শুনিয়া পুনরায় কৃতজ্ঞতা জানাইতে সে আধ মাইল