পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/২৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

So প্রৰণসী SN9gsరి এসো এসো এসো প্রিয়ে মরণ-লোক হতে নূতন প্রাণ নিয়ে। নিষ্ফল মম জীবন, নীরস মম ভুবন শূন্ত হৃদয় পূরণ করে মাধুরীমুধা দিয়ে ॥ ( নুপুর কুড়াহয় লইয়। ) হায় রে নূপুর, তার করুণ চরণ ত্যজিলি, হারালি কলগুঞ্জনস্বর। নীরব ক্ৰন্দনে বেদনাবন্ধনে রাখিলি ধরিয়া বিরহ ভরিয়া স্মরণ স্বমধুর। তোর ঝঙ্কারহীন ধিক্কারে কাদে প্রাণ মম নিষ্ঠুর ॥ ( শুাখার প্রবেশ ) শ্ৰাম! এসেছি প্রিয়তম । ক্ষমো মোরে ক্ষমো । গেল না গেল না কেন কঠিন পরাণ মম তব নিঠুর করুণ করে। বজ্ৰসেন কেন এলি, কেন এলি কেন এলি ফিরে-- যাও যাও চলে যাও । (হ্যামার প্রণাম ও প্রস্থান ) বজু,সেন ধিক্ ধিক্ ওরে মুগ্ধ, কেন চাস ফিরে ফিরে । এ যে দূষিত নিষ্ঠুর স্বপ্ন এ যে মোহবাষ্পঘন কুঙ্কটিকা, দীর্ণ করিবি না কি রে । অশুচি প্রেমের উচ্ছিষ্টে নিদারুণ বিষ, লোভ না রাখিস প্রেতবাস তোর ভগ্ন মন্দিরে ॥