পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩০৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

RSది - প্রবাসী --- SNSENS ডক্টর গ্রেগম-প্রতিষ্ঠিত আশ্রমের একটি অট্টালিকা পাই নি। আসবার দিন দত্ত-মশায় সঙ্গী হলেন। ট্যাক্সি ক’রে সাগ্রহে ও বিস্ময়ের সহিত যা দেখেছি, বিদায়কালে সেগুলি দুপুরে আমরা শিলিগুড়ির দিকে রওনা হলাম। চেনা পথে যেন নিম্প্রভ ও বৈচিত্র্যহীন লাগল। মাহুষের মনটাই এমন প্রত্যাবর্তন কালে মনটা উন্মনা হয়ে ছিল । আসবার সময় নিত্য-নূতনের প্রয়াসী । দূরের বন্ধু শ্রীরাধারাণী দেবী আকাশ ধরারে বাছ-বন্ধনে রেখেছে ঘিরে কাছের পান্থ ভাবে,—দু-জনার বিরহ কেন ?— তবুও ধরণী ভারি বিচ্ছেদে র্কাদিয়া ফিরে । ধরা ও আকাশে মহা ব্যবধান রয়েছে যেন ! পরশে পৃথিবী গগন-চরণ দিগন্তরে, দোহে দোহা হতে স্থদু ,—ওদের তাই এ-লীলা l ভাসে তা কেবল দূর-পথিকের নয়ন’পরে। সাগরে মরুতে প্রাস্তরে দূরে—গোপনে মিলা ।