পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩২১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

হইয়াছে একটি ভারতবর্ষের মানচিত্রের প্রতিষ্ঠা । এই মানচিত্র মৰ্ম্মর-প্রস্তর-নিৰ্ম্মিত, সমতলভূমিতে রক্ষিত। ইহা হইতে অন্ত মানচিত্রের মত ভারতবর্ষের আরুতি বুঝা যায়, এবং পাহাড়পৰ্ব্বত নদনদী প্রভৃতি কোথায় কোথায় আছে তাহা জানা যায় । অধিকন্তু ইহা উচ্চাবচত্মজ্ঞাপক ; অর্থাৎ ভিন্ন ভিন্ন পৰ্ব্বত, পৰ্ব্বতশৃঙ্গ, অধিত্যক, উপত্যক, সমতলভূমি, নদীগর্ত, প্রভৃতির আপেক্ষিক উচ্চতা ও নিম্নতা ইহা হইতে জানা যায়। ইহা নিৰ্ম্মাণ করাইতে গুপ্ত মহাশয় পচিশ হাজার টাকা খরচ 鯊 ভারতবধের মৰ্ম্মর মালচিত্র

  1. রিয়াছেন, এবং যে আটালিকাটির মধ্যে ইহা রাখা ইয়াছে, তাহার নির্মাণের ব্যয় সমেত র্তাহার এক লক্ষ

টাকা খরচ হইয়াছে। ভারতমাত মন্দির ংৰ্ম্মেরই লোক আসিতে এবং নিজ নিজ ধৰ্ম্ম অনুসারে ভগবদুপাসনা ও প্রার্থনা করিতে পারিবেন। ভারতবর্ষের এই মৰ্ম্মর মানচিত্র এই দেশের বিশালতা, প্রাচীনত, ঐশ্বৰ্য্য ও বৈচিত্র্য দর্শকদিগকে স্মরণ করাষ্টয়া দিবে। নানা স্থানের সঙ্গিত তৎসমুদয়ের ঐতিহাসিক স্মৃতি জড়িত। সেই সকল পূৰ্ব্বকথা মন্দিরে প্রবেশ করিয়া মানচিত্রটি দেখিলে মনে পড়িবে। লাহোরে হরিজন কনফারেন্স লাগেরে নিখিলভারত হরিজন কনফারেন্স স্থির মন্দিরটির প্রতিষ্ঠা ও উদঘাটন অনুষ্ঠানে মহাত্মা গান্ধা করিয়াছেন, যে, হরিজনরা হিলুই থাকিবেন। তাহারা ইত্য করেন ৷ অন্তান্ত বহু কংগ্রেস-নেতা ইহাতে উপস্থিত ছিলেন। হিন্দু, পারসী, জৈন, বৌদ্ধ, খ্ৰীষ্টিয়ান, মুসলমান, শিখ প্রভৃতি সম্প্রদায়ের লোক তাহদের নিজ নিজ শাস্ত্র হইতে বচন আবৃত্তি করেন। এখানে সকল ويو------سوSE\ হিন্দু ধৰ্ম্ম, সংস্কৃতি ও সভ্যতা ত্যাগ করিবেন না । তাহাদের অবস্থার উন্নতির জন্ত এবং অস্পৃশ্বতা দূর করিবার নিমিত্ত যে দেশব্যাপী চেষ্ট হইতেছে, তাহাতে র্তাহারা প্রীত ; কিন্তু হিন্দু সমাজসংস্কারের মন্থর গতিতে র্তাহারা অসন্তুষ্ট। এই