পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩২৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিবিধ প্রসঙ্গ—আজমীরে নিখিল-ভারত সংগীত কনফারেন্স ২০০৯ ন্তি প্রদর্শণীর অপর একখানি চিত্র লীপ্রামেশ্বর চট্টোপাধ্যায় চলন্ত প্রদর্শনীর আয়োজন করিয়াছেন । এলাহাবাদ, নাগপুর ও বোম্বাইয়ে ছবিগুলি দেখান হইয়াছে ; হায়দরাবাদেও এই চিরপ্রদর্শনী সাফল্যমণ্ডিত হইয়াছিল। যেখানে ধেখানে ছবিগুলি দেপান হইয়াছে, তথায় অনেক ছবি সংবাদপত্রের ও দর্শকদের প্রশংসা পাইয়াছে । রামেশ্বরবাবুর সংগ্রহে অসিতকুমার হালদার, বীরেশ্বর সেন, ললিতমোহন সেন, বি এন জিজ, প্রণয়রঞ্জন রায়, এইচ এল মেঢ়, কিরণময় ধর, এস সি ঢোল, রামেশ্বর চট্টোপাধ্যায়, এস সেনরায়, বি দয়াল, বি পি মিট্টল, স্থথবীর সি, তfরাদাস সিংহ, এস এম নোটিয়াল, আরসি দুবে, জাফর হুসেন, ভবানীচরণ গুহ, পি এম ভার্গব, পি বাড়ুজ্যে, ঈশ্বর দাস, ভি বি নাগর এবং এস আর বৈশের আঁকা ছবি আছে । কয়েকটির ক্ষুদ্র প্রতিলিপি আমরা দিতেছি । আজমীরে নিখিল-ভারত সংগীত কনফারেন্স গত অক্টোবর মাসে আজমীরে নিখিল-ভারত সংগীত কনফারেন্সের অধিবেশন হইয়া গিয়াছে। ভারতবর্ষের বহু প্রসিদ্ধ সংগীতবিশারদ ইহাতে যোগ দিয়াছিলেন। বাংলা Lu u BBBuD DuLLL i S