পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

লোকদিগকে স্বরাজ দিতে চান না—যাহাতে দিতে না-হয় তাহা দেশী রাজাদের দ্বারা করাইতে চান। দেশী রাজারা এমন সব সর্তের প্রস্তাব করিতেছেন, যাহা ব্রিটিশ গবন্মেটি গ্রহণ করিলে তাহারা নিজ নিজ রাজ্যে পুরা স্বৈর নৃপতি থাকিবেন, অথচ ব্রিটিশ ভারতের কাজে মোড়লী করিতে পারিবেন। ব্রিটিশ ভারতের অধিবাসীদিগকে ব্রিটিশ গবক্সেণ্ট কোন চূড়ান্ত ক্ষমতা ছাড়িয়া দিতে অনিচ্ছুক ; দেশী রাজারাও নিজেদের প্রজাদিগকে কোন চূড়ান্ত অধিকার দিতে চান না। এবিষয়ে উভয় পক্ষের বেশ মিল আছে। অধিকন্তু দেশী রাজারা এ পর্য্যন্ত যতটা ক্ষমতা ব্রিটিশ গবন্মেণ্টকে ছাড়িয়া দিয়াছেন, তার বেশী কিছু ছাড়িয়া দিতে অনিচ্ছুক । বাঙালীর নিৰ্ম্মিত মুদ্রণযন্ত্র ও অন্যান্য কল হাবড়ায় শ্ৰীযুক্ত আলামোহন দাসের কারখানায় ট্রেডল মুত্রণযন্ত্র, ওজনের ছোট ও বড় কল, পাট বুনিবার তাত প্রস্তুত হইতেছে, এবং বিক্রয়ও হইতেছে। আশা করি, তিনি কাপড় বুনিবার তাত এবং ছাপাখানার বড় বড় যন্ত্রও নিৰ্ম্মাণ করাইতে পারিবেন। মিঃ জিন্নার আম্পৰ্দ্ধা নানা অজুহাতে মিঃ জিন্না তাহার দলের কমিটি হইতে বঙ্গের মুসলমানদের অন্ততম নেতা মৌলবী ফজলুল হকের নাম কাটিয়া দিয়াছেন। বাঙালী মুসলমানের অন্য যে কোন প্রদেশের মুসলমানদের চেয়ে সংখ্যায় বেশী। তাহাদের মধ্যে শিক্ষিত বুদ্ধিজীবী লোকও অনেক আছেন। অথচ তাহারা অন্ত প্রদেশের মুসলমানদের মুরুবিয়ান চান ও সহ j, তাহাতেই শেষোক্তদের ঔদ্ধত্য ও আম্পদ্ধ | ময়মনসিংহে কাপড়ের কল ময়মনসিংহে একটি কাপড়ের কল স্থাপিত করিবার চেষ্ট হইতেছে। বঙ্গে আরও অনেক কাপড়ের কলের আবশ্বক। বাঁকুড়া ও বীরভূম জেলায় বেশ ভাল তুলা উৎপন্ন হইতে পারে ; তথায় কাপড়ের কলও হওয়া উচিত। রাষ্ট্রসংঘ সম্বন্ধে স্ত্রীযুক্ত চারুচন্দ্র বিশ্বাস লীগ অব নেশুন্সে প্রতিনিধির বদলে আবণ্ডকমত কাজ করিবার নিমিত্ত প্রযুক্ত চারুচন্দ্র বিশ্বাস জেনিভী গিয়াছিলেন। তিনি ফিরিয়া আসিয়া বলিতেছেন, ভারতবর্ষকে লীগকে অত্যন্ত বেশী টাকা দিতে হয়, লীগের কৌন্সিলে কোন ভারতীয় নাই, কোন উচ্চ পদে ভারতীয় নাই, যে অল্পসংখ্যক ভারতীয় লীগে চাকরী করেন, তাহাদের বেতন কম, ভারতবর্ষ স্বশাসক দেশ নহে, ইত্যাদি। এসব কথা সত্য কিন্তু নূতন নয়। এগুলির বিশেষত্ব কেবল এই যে, একজন গবন্মেণ্ট-মনোনীত ব্যক্তি এইরূপ কথা বলিতেছেন। ংগ্রেস ও বাটোয়ারার বিরুদ্ধে আন্দোলন প্রথমে বাংলা, পরে পঞ্জাব ও তৎপরে মধ্যপ্রদেশ এই সিদ্ধাস্ত করিয়াছেন, যে, ভারতশাসন আইন বর্জন আন্দোলনের অক্ষম্বরূপ কংগ্রেস সাম্প্রদায়িক বাটোয়ারার বিরুদ্ধে আন্দোলন করিতে পারেন। পণ্ডিত জবাহরলালের কলিকাতা আগমনের পর বঙ্গীয় কংগ্রেস কমিটি যে পরিবর্তিত প্রস্তাব গ্রহণ করিয়াছেন, তাহাতেও মস্তকবেষ্টনপূৰ্ব্বক নাসিক প্রদর্শন প্রণালী অনুসারে, সাম্প্রদায়িক বাটোয়ারার বিরুদ্ধে আন্দোলন কংগ্রেসের পক্ষে বৈধ বলিয়া স্বীকৃত হইয়াছে। ভারতশাসনের নববিধানে ব্যয়বৃদ্ধি ভারতবর্ষের উচ্চতম, উচ্চতর ও উচ্চ রাজকৰ্ম্মচারীরা যত বেতন পায়, ভারতবর্ষ অপেক্ষা অনেক বেশী ধনশালী কোন দেশেও সেইরূপ কৰ্ম্মচারীরা তত বেতন পায় না। তাহার উপর এইসব কৰ্ম্মচারীদের নানাবিধ ভাতা আছে । ভারত-শাসনের নববিধানে ব্যয় আরও বাড়িবে। শুধু বঙ্গেই নানা কৰ্ম্মচারীর নানাবিধ ভাতা প্রভূতিতে বাধিক ৬,৩৭,৩০০ টাকা খরচ বাড়িবে ! প্রাদেশিক হাইকোর্টগুলিরও উপরে যে ফেডার্যাল কোট হইবে, তাহার প্রধান বিচারপতি মাসিক ৭০০০২ ও অন্ত বিচারপতিরা মাসিক e৫০০ টাকা বেতন পাইবেন । ইহঁাদের পেন্স্যনআদির বরাদও খুব দরাজ রকমের । ভারতবর্ষের হিমালয় জগতে সৰ্ব্বোচ্চ পৰ্ব্বত। স্বতরাং আর সবও সৰ্ব্বাধিক না হইলে মানানসই হয় না। সেইজন্ত ভারতবর্ষ দারিদ্র্যে দিগ্বিজয়ী, বিদেশী কৰ্ম্মচারীদিগকে বেতন দানে সৰ্ব্বাভিভাবী, এবং দারিদ্র্যের দারুণ্য ও বেতনের উজুতার বৈসাদৃশুও হিমালয়বৎ। বোম্বাইয়ে আবার দাঙ্গা ও রক্তারক্তি বর্তমান অগ্রহায়ণ সংখ্যার বিবিধ প্রসঙ্গ কলিকাতা হইতে দূরে লিখিত। আজ ২৬শে কাৰ্ত্তিক লেখা শেষ করিবার পর কলিকাতা হইতে দৈনিক কাগজ পাইয় তাহাতে