পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৩৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

দেখিলাম, বোম্বাইয়ে আবার দাঙ্গা ও রক্তারক্তি আরম্ভ হুইয়াছে। গত র পরিতাপের বিষয়। চাকরীর বৃহত্তম দাও ভারতে । অক্সফোর্ডের ছাত্রদিগকে সেদিন লর্ড হালিফাহ্ম (ভূতপূৰ্ব্ব wré stoa) of rotosa, “There is no bigger job to wok for an Englishman anywhere than in India * অর্থাৎ ইংরেজের পক্ষে সকলের চেয়ে বড় চাকরীর দাও ভারতবর্ষে। ভারতীয়ের পক্ষে সকলের চেয়ে বড় দাও কোথায় ? বিদেশে ত নয়ই, স্বদেশেও নয়। ভাংতে ইংরেজাধিকৃত প্রত্যেক চাকরীর জন্ত কিরূপ যোগ্যতা অা শুক আমরা জানি না। সুতরাং সব চাকরীর কথা বলিব না। কিন্তু ইহা নিশ্চিত, যে, এদেশে ইংরেজাধিকৃত অধিকাংশ চাকরী ভারতীয়ের উত্তমরূপে করিতে পারে। স্থতবাং লভ সাহেবের কথার মানে এই, যে, বিদেশগুলির মধ্যে তত্তৎদেশের লোকদিগকে বঞ্চিত রাখিবার সর্বাপেক্ষা অধিক স্বযোগ ভারতবর্ষে। বিশেষজ্ঞের আমদানী মোট মোটা বেতনে কত বিশেষজ্ঞের আমদানী যে ভারতে হইতেছে তাহার হিসাব কে রাখে । এই বিশেষজ্ঞদের ব্রিটিশ হওয়া চাই। যে-সব বিষয়ে ব্রিটেন শ্রেষ্ঠ নহে, যেমন কৃষিকার্ধ্যে, তাহার বিশেষজ্ঞও ব্রিটিশ হওয়া চাই । যদি তাহাদের রিপোর্ট অনুসারে কাজ হইত, তাহা হইলেণ্ড বা কথা ছিল। কিন্তু তা প্রায়ই হয় না। বঙ্গে বাশের উন্নতির চেষ্টা বঙ্গে কি প্রকারে বঁাশের উন্নতি হইতে পারে, তাহার উপায় সম্বন্ধে সরকারী অনুসন্ধান হইতেছে। বঁাশ নানা কাজে লাগে । আরও অনেক কাজে লাগিতে পারে। জাপানীরা খুব সস্তা ও খুব স্বন্দর নানারকম নিত্যব্যবহার্ষ্য জিনিষ বঁাশ হইতে প্রস্তুত করে। বঙ্গেও সেইরূপ জিনিধ প্রস্তুত করিয়া দেশে ও বিদেশে তৎসমূদ্বয়ের বিক্রয়ের ব্যবস্থা করা আবশুক । -- Es সত্যেন্দ্রকুমার বস্থ গত কাৰ্ত্তিক মাসের গোড়ায় বৃন্দাবন যাইবার পথে শোন ঈষ্ট ব্যাঙ্ক ষ্টেশনে হঠাৎ ক্রযুক্ত সত্যেন্দ্রকুমার বস্থর মৃত্যু হইয়াছে। র্তাহার মত সাহিত্যিক ও অভিজ্ঞ সাংবাদিকের মৃত্যুতে দেশ ক্ষতিগ্রস্ত হইয়াছে। তিনি অনেক গ্রন্থ লিখিয়াছিলেন, এবং এক সময়ে টেলিগ্রাফ ও বন্ধমতীর সম্পাদকতা করিতেন। তাহার সৌজন্ধের জন্ত তাহার সহিত কথোপকথন স্থখকর হইত। অচল হিমাচল চলেন । সুইজাল্যাণ্ডের অধ্যাপক হাইম ( Prof. Hyme ) নামক একজন ভূতত্ত্ববিৎ ভারতভ্রমণে আসিয়াছেন। তিনি বহু পৰ্য্যবেক্ষণ দ্বারা ও প্রায় এক হাজার ফটোগ্রাফ লইয়া এই সিদ্ধান্তে উপনীত হইয়াছেন, যে, বহু সহস্ৰ বৎসর ধরিয়া হিমালয় সমতলের দিকে আসিতেছেন এবং এ পর্য্যন্ত কুড়ি भांड्रेण नांभिघ्नां८छ्न ! to আমেরিকার দেশপতি নির্বর্বাচন দেশপতি রূসভেন্ট পুনৰ্ব্বার খুব বেশী ভোটে আমেরিকার যুক্তরাষ্ট্রের দেশপতি নিৰ্ব্বাচিত হইয়াছেন। তিনি সমাজতান্ত্রিক নীতি অনুসারে দেশের শাসনযন্থের সংস্কার সাধন করিতে চেষ্টা করিতেছিলেন । সেই জন্ত দেশের অধিকাংশ লোক র্তাহার পক্ষে । এষ্ট কারণে, ধনিক শ্রেণী সুশৃঙ্খল ও দলবদ্ধ ভাবে তাহার বিরোধিতা করা সত্ত্বেও তিনি নির্বাচিত হইয়াছেন। সাৰ্ব্বজনীন দুর্গা পূজা এ-বৎসর সাৰ্ব্বজনীন দুর্গা পূজা পূৰ্ব্ব পূৰ্ব্ব বৎসর অপেক্ষা অধিক স্থানে হইয়াছে। সাক্ষাৎভাবে দুর্গার পূজা আগে ব্ৰাহ্মণরাই করিতেন এবং অঞ্জলিদানও কয়েকটি জাতের লোকেরাই করিতেন। এখন যে নানাস্থানে হিন্দুসমাজের সকল জা”তই উভয় অচষ্টানে যোগ দিতে পারিতেছেন, সাম্যবোধবিস্তারের এই বাহপ্রকাশ যুগলক্ষণ । বিজয়া অনেক হিন্দু বিশ্বাস করেন, পরদারীপহারী রাবণু পরাজিত ও নিহত হইবার পর রামচন্দ্র যে শক্তিপূজা করিয়াছিলেন, বিজয়ার অন্তষ্টান সেই জয়োৎসব সমাপনের স্বারক। যাহারা এইরূপ বিশ্বাস করেন, তাহারা বৰ্ত্তমান কালের নারীহরণ দমন করিতে প্রাণপণ চেষ্টা করিয়া বিজয়ার উৎসব করেন কিনা আত্মপরীক্ষা দ্বারা স্থির করিতে পরিবেন। বিজয়ার একটি নিপুণ আধ্যাত্মিক ব্যাখ্যা পড়িয়াছি। সেই ব্যাখ্যা অনুসারে আগমনী ও বিজয়ী একটি রূপকের আরম্ভ ও শেষ। আগমনী মানবাত্মায় ঐশী শক্তির স্ফুরণ এবং বিজয়ী মানবমনের কুপ্রবৃত্তির উপর ঐ শক্তির জয়লাভ সুচনা করে। র্যাহার এই ব্যাখ্যা সত্য মনে করেন, তাহাদের পক্ষে আগমনী ও বিজয়া সার্থক হইয়াছে কিন, তাহার তাহা স্বয়ং বুঝিতে পারিবেন।