পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৩৯৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

_লম্বি7 जनैज्ञिों८ज्ञद्ध कथा جبهههای দৃষ্টি বুলাইয়ালইয়া কহিল, বারোটার মধ্যে আমায় স্বকুমারের সঙ্গে দেখা করতে হবে। আজকে আমি চললাম শাস্ত— সময়মত দেখা হবে। অনাবগুক কৈফিয়ৎ ! স্থশাস্ত বুঝিল ষে পুনরায় দেখা করিবার মত সময় আর তার হইবে না। শুভ্রাংশু জন্তপদে প্রস্থান করিল। ভগ্নীর বিবাহে নিমন্ত্রণ করিতে পৰ্য্যন্ত সে ইচ্ছা করিয়া ভুলিয়া গেল। তার প্রস্থানপথের প্রতি ক্ষণকাল নীরবে চাহিয়া থাকিয়া সুশাস্ত নিজের মনে কথা কহিয়া উঠিল, একটি মূহূৰ্ত্ত দেরি করতে পারলে না! সাংসারিক নিয়ম-শৃঙ্খলার প্রতি এতই সচেতন ! ছেলেপিলে নিয়ে ঘব করছে, ওর আর দোষ কি ? ইতিমধ্যে কোন অবসরে যে রাণী দেয়াল ধরিয়া ধরিয়া আসিয়া তাহার অতি নিকটে দাড়াইয়া ছিল তাহা স্থশাস্ত টের পায় নাই, কিন্তু সহসা সেই দিকে দৃষ্টি পড়িতেই সে লাফাইয়া উঠিল, একি ! তুমি ! তুমি কখন উঠে এলে ? . রাণী ঠক্ ঠক্‌ করিয়া কঁাপিতেছিল—মুখ দিয়া তার একটি কথাও ফুটিল না। দুই চোখে নীরব ভৎসনা । স্বশাস্ত উঠিয়া আসিয়া তাহাকে ধরিয়া ফেলিতেই রাণীর মাথাটা তার কাধের উপর হেলিয়া পড়িল । স্বশাস্ত বুঝিল, এই নীরবতার অন্তরালে কতখানি তৃপ্তির কান্না সে লুকাইয়া রাখিয়াছে। অত্যন্ত সাবধানে স্থশাস্ত রাণীর হাঙ্কা দেহটি কোলে তুলিয়া লইয়া শয়নকক্ষে প্রবেশ করিল। আর শুভ্রাংগু এভক্ষণে ফাক রাস্তায় পড়িয় ইপি ছাড়িয়৷ বাচিল এই দুষিত আবহাওয়া হইতে নিজেকে এত সহজে মুক্ত করিতে পারিয়া । সীতারের কথা ‘ক্রল বা দুন-পাড়ি শ্রীশান্তি পাল আজকাল সব দেশেই সস্তরণকারীরা ক্রল বা দুন-পাড়িকে সৰ্ব্বোচ্চ স্থান দিয়া থাকেন, কারণ এই ধরণের পাড়িতে অতি শীঘ্র দ্রুতগতি লাভ করা যায়। এই ‘ক্রল বা দুন-পাড়ি নানা শ্রেণীর, যথা আমেরিকান, অষ্ট্রেলিয়ান, চার-পদী (Four beats) s go-olio (six beats) ইত্যাদি । কে বা কাহারা এই সকল দুন-পাড়ির আবিষ্কার করিয়াছেন এস্থলে আমি তাহার আলোচনা না করিয়া কেবলমাত্র ইহাদের সাধারণ নিয়ম ও বৈজ্ঞানিক ভিত্তির ব্যাখ্যা করিব। সাতারের প্রচলন কোন বিশেষ দেশে আবদ্ধ নহে। সাতারের বৈজ্ঞানিক পদ্ধতি পৃথিবীর সকল দেশেই মোটমুটি এক ধরণের, দেশভেদে বিশেষত্ব কিছু ষে না থাকিতে পারে এমন নহে, কিন্তু মূলতঃ সাধারণ রীতি এক এবং अख्छि । এই সকল আমেরিকান, অষ্ট্রেলিয়ান প্রভৃতি দ্বন-পাড়ির মধ্যে কোন শ্রেণীর ছন-পাড়ি ভাল, সে-সম্বন্ধে অনেক মতভেদ আছে। কেহ কেহ বলেন যে, আমেরিকান দুন-পাড়িতে বেশী দ্রুতগতি লাভ করা যায়। কারণ এই পদ্ধতিতে হাতপী পরিচালনার মধ্যে কোন মিল বা সম্বন্ধ নাই। পদদ্বয়ের গতি সৰ্ব্বদা দ্রুত থাকাতে শরীব জলের উপরই ভাসিয়া থাকে এবং সাতারু অতি সহজেই অগ্রসর হইতে পারেন। আবার কেহ কেহ বলেন অষ্ট্রেলিয়ান ক্রলে হাত ও পায়ের গতি মুহূর্ভের জন্ত থামিয়া যাওয়ায় সস্তরণকারীর শরীর জলের সমতল রেখার সামান্ত নিয়ে নামিয়া ষায় এবং গতিবেগও সামান্ত প্রতিহত হয় বটে, কিন্তু তাহাতে নষ্টশক্তি পুনরায় ফিরিয়া আসে এবং সাতার তাহাতে অনেক দূর পর্যন্ত সাতার কাটিয়াও ক্লাস্তিবোধ করেন না। অন্তপক্ষে কেহ কেহ উক্ত দুই প্রকার সম্ভরণ-কৌশলের মাঝামাঝি ব্যবস্থ,