পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

কীটপতঙ্গের আত্মরক্ষার কৌশল 'মখ-জাতীয় এক প্রকার ক্ষুদ্র প্রজাপতির পদে পদে শক্ৰ । এই জাতীয় পতঙ্গের সাধারণত এক ইঞ্চির বেশী বড় হয় না । ডানার রং কালচে সাদা। পৃষ্ঠদেশে ধূসর রঙের কতকগুলি ফোটা আছে । চড়াই, টুনটুনি ও বুলবুলি পাখীরা ইহাদিগকে দেখিতে পাইলেই ধরিয়া খায় । ইহার এই প্রজাপতির ক্যাটারপিলার বা শুককীটদিগকেও অতি উপাদেয় বোধে আহার করিয়া থাকে । এই সব শত্রদের হাত হইতে আত্মরক্ষা করিবার জন্য শুককীট ও প্রজাপতি উভয়েই অভূত কৌশল অবলম্বন করিয়া থাকে। ইহাদের শুককীটগুলি লম্বা গোলাকার কাঠির মত । শরীরের উভয় প্রাস্তে ক্ষুদ্র ক্ষুদ্র পা আছে ; কিন্তু মধ্যস্থলে কিছুই নাই । ইহার জোকের মত গাছপালার উপর ইটিয়া বেড়ায় এবং গাছের পাতা খাইয়াই জীবনধারণ করে । ইহাদেয় সন্ধানে পার্থীরা অনবরত গাছে গাছে ঘূরিয়া বেড়ায়। পার্থীদের দৃষ্টি এড়াইবার জন্য ইহারা যখন ষে-গাছে থাকে সেই গাছের মত গায়ের রং বদলাইয়া ঠিক ৰোট বা কর্তিত শাখা-প্রশাখার মত আটকাইয়া থাকে। পাখীরা তো দূরের কথা, বিশেষ ভাবে না দেখিলে মামুষেরই দৃষ্টিবিভ্রম ঘটে। সাধারণত ইহার ধুসর বা ফিকে নীল রংই ধারণ করে । গুটি ৰাধিবার কিছু দিন পূৰ্ব্বে গায়ের রং লাল হইতে দেখা যায়। গুটি ৰাধিবার অব্যবহিত পূৰ্ব্বে শরীর সঙ্কুচিত হইবার সঙ্গে সঙ্গেই রং বদলাইয়া সবুজ হইয়া যায়। তার পর চার-পাচ মিনিটের মধ্যে বাহিরের চৰ্ম্মাবরণ পরিত্যাগ করিয়৷ ধানের মত আকুতিবিশিষ্ট উজ্জ্বল বাদামী রঙের গুটিতে পরিণত হয় এবং পাতার গায়ে আটকাইয়া থাকে। প্রায় দশ-পলর দিন গুটিকাবস্থায় কাটাইবার পর প্রজাপতি বাহিরে আসে। এই প্রজাপতির শত্রুর ভয়ে তাহাদের শরীরের অনুযায়ী বিভিন্ন জাতীয় ছোট ছোট চিত্রিত পাতার উপর ডান মেলিয়৷ চুপ করিয়া যদিয়া থাকে। প্রজাপতির গায়ের ফোটা ও পাতার বর্ণ-বৈচিত্র্য সকলের দৃষ্টিবিভ্রম উৎপন্ন করে। সবুজ রঙের বড় বড় এক প্রকার ক্যাটারপিলার বা শুককীট কপি, বেগুন প্রভৃতি গাছে দেখিতে পাওয়া যায়। পাশাপাশি স্থাপিত অঙ্গুরীর মত গায়ে অসংখ্য ভাজ। তাহার উপর দিয়৷ তিৰ্য্যকৃভাবে অঙ্কিত কতকগুলি হলদে ডোরা আছে, আকুতি অতি ভয়ানক, দেখিলে শরীর শিহরিয় ওঠে। পশ্চাদেশে অদ্ভুত একটি পুচ্ছ আছে। পাখীরা ইহাদের ভীষণ শত্রু। গায়ের রংই ইহাদিগকে শত্রুর কবল হইতে আত্মরক্ষা করিতে সাহায্য করে। ইহার কপি, বেগুন প্রভৃতি গাছের পাতা খাইয়া থাকে। অনবরত খাওয়া ছাড়া ইহাদের আর কোন কাজ নাই। এক দিনে একটি গাছ সম্পূর্ণরূপে উজাড় করিয়া ফেলিতে পারে। গুটি ৰাধিবার উপরের চিত্র ঃ উপরে, সবুজ রঙের বেগুনপাতার ক্যাটারপিলারের গুটী नौप्ध्, क्षी कोब्रि! भश-छाउँौद्ध यस्त्रोणठिक्कै गोरिद्र श्रेब्राप्इ ৰামে, কাঠির মত ক্যাটরপিলারের প্রজাপতি নীচের চিত্র ঃ বেগুনপাতার মধ-জাতীয় প্রজাপতির ক্যাটারপিলাৱ। *iछांद्र ब्रreब्र गहिंठ नंi८ब्बग्न ब्रé विजिब्र पोरक ।