পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8్సరి T. A z সমুদ্রতলের মৎস্তবাহনে পরিত্যক্ত বধু অঞ্জকাতর কোনও আবেদন নিষ্ঠুর যুবককে আবদ্ধ করিয়া রাখতে পারিল না । স্বামীবিরহে বিবাদময়ী প্রাণত্যাগ করিবার সংকল্প করিয়া তরঙ্গে ঝাপ দিল। কিন্তু তাহার মৃত্যু ঘটিল না, এক অতিকায় সমুদ্রমৎস্ত তাহাকে বহন করিয়া সাগরতলের রাজপুরীতে লইয়া গেল ; সেখানে একাকিনী অশ্রুমুখী নিৰ্জ্জনে আপনার দুঃখে আপনি । মোচন করে । একদা স্বপ্নে আবার প্রিয়ের সহিত তাহার মিলন হইয়াছিল। রূপসীর অভিসার ঃ বহুপূৰ্ব্বে এক সৌম্যদর্শন বিজ্ঞার্থী একদিন পথিমধ্যে এক অনিক্ষ্যসুন্দরী রূপসীর সাক্ষাংলাভ করেন । রূপসী সার সম্ভাবণে বিজ্ঞার্থীকে বেপুকুঞ্জে আমন্ত্ৰণ করিল ; সঙ্গীত ও কাব্যালোচনায় দীর্ঘ রাত্রি অতিবাহিত হইয়া গেল । ক্রমশ বিদ্যাধ এই রমণীর প্রেমে আকৃষ্ট হইল, এবং বেকুণে প্রবাসী INළංIO প্রত্যহ তাহাদের সন্ধ্যা কাটিতে লাগিল। কিন্তু অকস্মাৎ একদিন সুন্দরী জানাইল, তাহাদের মিলন-পৰ্ব্ব শেষ হইয়াছে, আর কোন দিন তাহাদের সাক্ষাৎ হইবে না । এই বলিয়া সে বিজ্ঞার্থীকে একটি মনোরম কোঁটা প্রেমনিদর্শনরূপে উপহার দিল । অকস্মাৎ এই বিদায়গ্রহণে হতবুদ্ধি যুবক পর দিন সায়ংকালে পুনরায় কুঞ্জারে ফিরিয়া আসিল—কিন্তু কোথায় বা সে কুঞ্জ, কোথায় তাহার সুন্দরী অধিষ্ঠাত্রী ! বহু দিন পরে যুবক এক বিচারপতিকে তাহার প্রেয়সীর স্মৃতিবিজড়িত মনোরম কোঁটাটি প্রদর্শন করিয়া সবিস্ময়ে জানিল, তাহার মানস-প্রতিমা প্রকৃতপক্ষে এক অপদেবতা ! বেণুকুঞ্জের রূপসী অতীত কালে সে-ই ছিল রূপবিলাসী এক চীন-সম্রাটের রাজসভাশোভিকা । - f : ঐবিমলেন্দুকয়াল