পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পৌৰ পালকোটের দৃপ্ত বেশ চিত্তাকর্ষক এবং পালকোট হইতে কোলেবীরা যাইতে নূতন পাৰ্ব্বত্য পথটি নিরতিশয় মনোমুগ্ধকর ঝরণাবহুল জঙ্গলের দৃপ্তের মধ্য দিয়া বিসর্পিত হইয়া গিয়াছে। হন্‌ড় ঘাষ, সুবর্ণরেখা নদীর বিখ্যাত জলপ্রপাত-রাচি হইতে প্রায় ২৮ মাইল উত্তর-পূৰ্ব্বে, রাচি ও হাজারিবাগের সীমানায়। পুরুলিয়া রাস্ত দিয়া গিয়া অানগড়া হইতে কাচা রাস্তায় ১২ মাইলের পর একটি নদী পার হইয়া মাইলখানেক ইটিয়া যাইতে হয়। ১৯২১-২২ সাল পর্যন্ত ইহার সৌন্দর্ঘ্য অতুলনীয় ছিল। কর্ণেল ডাণ্টন ইহার উচ্ছসিত প্রশংসা করিয়াছেন। অধুনা প্রপাতের উপর কয়েকটি বড় বড় পাথরের চাই পড়িয়া যাওয়াতে প্রপাতটি অনেকটা হেলিয়া পড়িয়াছে। ইহা ৩২০ ফুট উচ্চ পাহাড় হইতে ভীষণ গর্জনে নীচে পতিত হইয়া সমতল উপত্যকার মধ্য দিয়া ছুটিয়া চলিয়াছে। প্রপাতের উপর হইতে নীচে স্থবৰ্ণরেখার বঙ্কিম গতি বহুদূর পর্যস্ত দেখা যায়। গৌতমধারা (জোন্‌হ-প্রপাত) রাচি হইতে ২৪ মাইল পূৰ্ব্বে-পুরুলিয়-রাস্ত ছাড়িয়া জোন্‌হা ষ্টেশন পার হইয়া যাইতে হয়। এই প্রপাতটি ১২০ ফুট উচ্চ। নদীটি নীচে পড়িয়া দুইটি পাহাড়ের মধ্যস্থ থাতের গম্ভীর মনোহর দৃপ্তের মধ্য দিয়া গিয়াছে । ডুমারগঢ়ী প্রপাত—উপরিউক্ত নদীটি আরও পাচ মাইল গিয়া পাহাড়ের উপর হইতে ১৫০ ফুট নীচে পাথরের উপর ঝাপাইয়া পড়িয়া একটু মোড় ফিরিয়া আরও ৫০ ফুট নীচে গভীর জঙ্গলময় প্রদেশে পড়িতেছে। এই প্রপাতের কাছাকাছি ৪০০ ফুট খুব খাড়া উৎরাই অতিক্রম করিতে ट्ध्न ! দাসসমূ ঘাঘ—কাচি নদীর প্রপাত—রাচি হইতে ২৬ মাইল পূৰ্ব্ব-দক্ষিণে বুতুর রাস্ত দিয়া ১৮ মাইলের পর র্কাচ রাস্তায় ৬ মাইল গিয়া কাজুরী গ্রাম বা কুজরামে যাইতে হয় । সেখান হইতে ইটিয়া কাচি নদী পার হইয়া দুই মাইল গেলে প্রপাতের পার্থে উপস্থিত হওয়া যায়। পাহাড়ের নীচে নামিয়া নদীতীরে উপস্থিত হইলে, পৰ্ব্বত অরণ্য ও নদীর সমবায়ে এক মহান দৃপ্ত নয়নগোচর হয়। এইরূপ नृप्ॐब्र भएषा नवैौछेि छूहेबांब्र शांशंफ़ इद्देष्ठ भफ़िरख्रष् । ज्वांछित्र कथा T 8షితి প্রথম প্রপাতটি ১০০ ফুট নীচে পড়িতেছে এবং উচ্ছ্বসিত জলরাশি দ্বিতীয় বার পাহাড়ের গা বাহিয়া ছড়াইয়া পড়িতেছে ৫-৬০ ফুট নীচে। দাসসমৃ অর্থে ঘোড়া। নদীর প্রথম প্রপাত হইতে দ্বিতীয় প্রপাত পৰ্যন্ত শৈলপুষ্ঠের সহিত অশ্বগুষ্ঠের সাদৃগু কল্পনা করিয়াই বোধ হয় প্রত্যেকটির এই নাম দেওয়া হইয়াছে। একটি ওরাওঁ রমণী সদ্‌নী ঘাঘ, রাচি জেলার পশ্চিম প্রান্তে শঙ্খ নদী রাজাডেরার পাৰ্ব্বত্য মালভূমি হইতে বরওয়ের সমতল ভূমিতে পতিত হইতেছে। এই প্রপাতের দৃপ্তও অতি স্বনদর। ইহা ছাড়া কারো নদীর সিংহভূমে প্রবেশমুখে পেরুর ঘাঘ, এবং কোলেবীরা অঞ্চলের পেরুয়া ঘাঘও দর্শনযোগ্য । এই প্রপাতগুলির আশেপাশে বহু পারবিতের বাস থাকাতে ইহারা ঐ নাম পাইয়াছে (পেরুয়1= পায়রা ; ঘাঘ,=প্রপাত)। রাজরোমার প্রপাতসঙ্গম ও ছিন্নমস্তার মন্দির রাচি জেলার সীমানার নিকটে হাজারিবাগ জেলার মধ্যে। রাচি হইতে রামগড়, এবং রামগড় হইতে পূৰ্ব্বমুখে গোলা হইয়া