পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৪৮

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8文8 শ্রৰণসী . T ' ' sese. ৰীয়শাকে বন্দী করিয়া লইয়। যাইতেছে যাইতে হয়। রাচি হইতে ৫২ মাইল রাস্তা। নির্জন অরণ্যবৃত পর্বতময় প্রদেশে ছিন্নমস্ত দেবীর এক পুরাতন মন্দিরের পদধৌত করিয়া ভেড় নদী ৩০ ফুট নীচে দামোদর নদের গিরিখাতে ঝাপাইয়া পড়িতেছে । দামোদর এখানে নিজ স্রোতোবেগে পৰ্ব্বতের বক্ষ ভেদ করিয়া এক সংকীর্ণ গভীর খাতের মধ্য দিয়া চলিয়াছে। গিরি ও বনানীর মহান গম্ভীর মূৰ্ত্তির বক্ষে দামোদর নদ ও ভেড়া নদীর এই ষে উদাম মিলনাবেগে, ইহা এক অপূৰ্ব্ব নৈসর্গিক শোভাবিদ্যাস ; দর্শকের মনে ইহা এক অভূতপূৰ্ব্ব আনন্দাবেশের সঞ্চার করে। রাচির আদিম অধিবাসীদের অন্যতম প্রাচীন নিদর্শন এই জেলার তামাড় অঞ্চলে সোপাহাতু থানার এলাকায় । অবস্থিত চোকাহাতু গ্রামে মুণ্ডাদের বিশাল সমাধিক্ষেত্র। इंश २८ बिषा अभि शांनिम्न श्राद्दछ्, ७य९ देशहड १००० সমাধিপ্রস্তর আছে । পুরাতন ঐতিহাসিক নিদর্শনের মধ্যে রাচি জেলার কেন্দ্রস্থলে অবস্থিত দোইসানগরের (অধুনা নগর’ নামে পরিচিত) নওরতন-রাজবাটীর ধ্বংসাবশেষই প্রধান । ইহা গ্রেনাইট প্রস্তরে নিৰ্ম্মিত পঞ্চতল-গৃহ ছিল ; ইহার প্রত্যেক তলে নয়টি করিয়া কক্ষ ছিল । মন্দির-পরিবেষ্টিত, বিচিত্র কারুকাৰ্য্যমণ্ডিত এই রাজপুরীটিই ছোটনাগপুরের নাগবংশীয় রাজাদের অতীত গৌরব ও স্থাপত্য-কৌশলের একমাত্র নিদর্শন। চুটিয়ার মন্দির এবং জগন্নাথপুরের শৈলমন্দিরের কথা পূর্বেই বলা হইয়াছে। - রাচির আদিম অধিবাসীদের মধ্যে অধিকাংশই ওরাওঁ এবং মুণ্ডা। ইহা ভিন্ন কতকগুলি অনার্ধ্য এবং মিশ্রিত জাতিও আছে। মুণ্ডারাই অতিপ্রাচীন কালে প্রথমে এ-অঞ্চলে আসিয়া বাস করে। ভূমির অধিকার ও গ্রামশাসন সম্বন্ধে তাঁহাদের ব্যবস্থা স্থগঠিত ও স্বশুঙ্খল ছিল। ওরাওঁরা পরে আসিয়া অনেকাংশে তাহীদের ব্যবস্থা অবলম্বন করিয়াছিল ।