পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৬০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

8తి ఆ প্রবাসী ఆకెలే তার পর অর্ধশতাব্দী হ’ল পার—কতটা এগিয়েছ কিন্তু ঘরের ভিতর মানুষ যদি হয় লাঞ্ছিত নিম্পিষ্ট আমেরিকা ? সাম্য যদি হয় মিথ্য, আইন পারবে না সামূলাতে তোমার হাতে মুক্ত, তোমার দু:খস্থখের সাথী নিগ্রো তোমার সমাজ একসঙ্গে পায় না খেতে পড়তে খেলতে, তাকে লিঞ্চ করতে আইনে বাধলেওমানুষে বাধা দেয় মা ! কুরুক্ষেত্র বাধবে আবার বিশ্বধৰ্ম্মাধিকরণে বস্ছে তোমার নেতারা রক্তে ভাস্বে সোনার দেশ বিশ্বপ্রেম প্রচার করছে অনেক লোক বিশ্বমৈত্রীর জন্যে ঢালছ অনেক ধন, তারিফ করি শাদার স্বৰ্গ থেকে যাবে অলীক স্বপ্ন cङांभांग्न, সব মানুষ নিয়ে মাটির ধরাকে মন্দির না করলে । দক্ষিণ-আমেরিকা (রিকার্দো গিরালদেস স্মরণে ) ঐকালিদাস নাগ সুন্দরী তরক্টর মত দাড়িয়ে আছ ললিত ভঙ্গীতে লাতিন আমেরিকা, একদিকে প্রশান্ত সাগর অন্যদিকে অশান্ত অতলাস্তিক ঝণপিয়ে পড়ছে আলিঙ্গন করতে তোমায় পূব পশ্চিমের অভাবিত মিলন হবে নাকি তোমার বুকে । বিরাট পাম্প-প্রান্তর আঁচলের মত বিছিয়ে দিয়েছ ডাইনে বায়ে পুরান পৃথিবীর বাছ-পড়া উদ্ধ,ক্ত তাড়িত মানুষদের আশ্রয় দেবে বলে ? অজ্ঞাত যুগে এসেছিল পূব-সাগর বেয়ে লাল মানুষ তাদের রক্তে তোমার মাটি হয়েছে উৰ্ব্বর তোমার বরবপু নব তেজে তরঙ্গিত। পুরান মানুষের পাল মরতে মরতে নিয়েছে আশ্রয় পাহাড়ে জঙ্গলে পারাগোয়াই ব্রাজিলের ভিতরে ভুলে গেছে তাদেরই প্রাচীন পেরু গড়েছিল আদিম সভ্যতা। মরা মানুষের সাজ শিল্প পুঞ্জীভূত হয়ে আছে— যাদুঘর ভরে । উত্তৰ আদিসহয়ত আজও সাক্ষী দেবে সেই অতীত বিশ্বত আমেরিকার ;– ভলতেকু আজ তেক্‌ ইনকা—কত বিচিত্র সভ্যতা হয়েছিল গড়া, সুদুর মেকৃসিকো থেকে পেরু সাম্রাজ্য পৰ্য্যস্ত পিরামিডে মন্দিরে ফুটেছে বিলুপ্ত মানুষের বিশ্বত কারু শিল্প যে জন্তু তারা করেছিল শিকার ঘটে পটে একে গেছে তার আশ্চৰ্য্য প্রতিকৃতি প্রিয়তমার গলায় পরিয়েছিল বিচিত্র হার স্বর্ণমণিতে ঝলমল করে আজও যাদুঘরের তাকে । কোথায় প্রেমিক কোথায় প্রিয়তমা! দুৰ্ব্বল পেলব প্রাণ পরাস্ত হয় প্রচণ্ড শক্তিমানের কাছে কাবরাল মাঘেলান পিজারোর প্রতাপ নতুন করে গড়েছে এই দেশ বিলুপ্তপ্রায় পুরান মানুষের কণ্ঠ প্রায় শোনাই যায় না। জেতাদের ইতিহাস জাগিয়ে রেখেছ দুটি মধুর ভাষায় তুমি লাতিনা ! মরাল গ্ৰীব বাকিয়ে কখন বল হিম্পানী কখন পর্তুগী— দুই মিঠে লাগে ; ঠোটের আগে গানের মতন বাজে তোমার আলাপ গা-ভাসান দিয়ে উজিয়ে চলেছি— ব্রাজিল-সড়কের ভিড় বেয়ে রাস্তায় রাস্তায় বিচিত্র রূপের চিত্রশালা নরনারীর মুখে—অবাক হয়ে চাই— শাদা কালো লাল মানুষ মিলেছে মিশেছে এগিয়ে চলেছে হাত ধরে নাই ব্যবধান নাই ঘৃণা উদার ব্রাজিলের বুকে সারা জগতের মানুষ—বিশেষ করে’ শাদা জগতের রঙডরান মানুষ