পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৭৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

הר פa --- E-- কৃষ্ণকুমার মিত্র কৃষ্ণকুমার মিত্র মহাশয়ের বয়স মৃত্যুকালে পচাশি বৎসর হইয়াছিল। কিন্তু জীবনের শেষ দিন পৰ্য্যন্ত র্তাহার বলিষ্ঠ দেহ সোজা ছিল, দৃঢ় ছিল ; মনও তাহার দৃঢ় ছিল। ষে-দিন অনুস্থ বোধ করিবার পর কয়েক ঘন্টার মধ্যে র্তাহার মৃত্যু হয়, সে-দিনও তিনি প্রাতে গোলদীঘিতে র্তাহার নিয়মিত: প্রাত্যহিক পরিক্রমণ করিয়াছিলেন। যে শনিবারে তাহার মৃত্যু হয়, তাহার দু-দিন আগেকার “সঞ্জীবনী"র জন্তও তিনি তাহার সম্পাদকীয় মন্তব্য অাদি লিখিয়াছিলেন। এরূপ কম্মিষ্ঠ মানুষের মৃত্যু পচাশি বৎসর বয়সে হওয়াতেও অকালমৃত্যু বলিয়া মনে হইতেছে। বহু বৎসর ধরিয়া তাহাকে জানিবার সৌভাগ্য আমার হইয়াছিল। আমি বি-এ পরীক্ষার জন্য প্রেসিডেন্সী কলেজেই অধিক সময় পড়িয়াছিলাম, অল্পকাল সিটি কলেজে পড়িয়া সেগান হইতে বি-এ ও পরে এম-এ পাস করি । অামি যখন ছাত্র, কৃষ্ণকুমার বাৰু তখন সিটি কলেজ ও স্কুলের ইতিহাসের অধ্যাপক ও সুপারিন্টেণ্ডেণ্ট । পরে আমিও সিটি কলেজে কয়েক বৎসর অধ্যাপকের কাজ করিয়াছিলাম। এই প্রকারে ছাত্ররূপে এবং কনিষ্ঠ সহকৰ্ম্মী রূপে তাহাকে অৰ্দ্ধশতাব্দী কাল দেখিয়া আসিয়াছি ও তাহার সংস্পর্শে আসিয়াছি। র্তাহার সহিত রাজনৈতিক মতভেদ শেষের দিকে কিছু হইয়াছিল এবং সামাজিক কেবল একটি বিষয়ে (নারীদের অভিনয় ও নৃত্য বিষয়ে ) মতভেদও হইয়াছিল। কিন্তু তাহার প্রতি আমার শ্রদ্ধা বিচলিত হয় নাই, বিন্দুমাত্রও হ্রাস পায় নাই। আমার প্রতি তাহার প্রীতিও কমে নাই । সামাজিক উক্ত বিষয়টি সম্বন্ধে মতভেদও আংশিক মাত্র । তিনি নারীদের দ্বারা অভিনয় ও নৃত্য মাত্রেরই বিরোধী ছিলেন ; আমার মত এই, যে, নারীদের অভিনয় ও স্বত্য এরূপ হইতে পারে, এবং দেখিয়াছিও, যাহা নির্দোষ, স্বরুচিসঙ্গত ও আবশ্যক। কিন্তু মিত্র মহাশয় এ-বিষয়ে যাহা লিখিতেন তাহ নিশ্চয় উচ্চ-উদ্দেশু-প্রণোদিত, এবং বহু স্থলেই নারীবৃত্য সম্বন্ধে তাহা ঠিক্‌ বলিয়া আমি মনে করি। বঙ্গভঙ্গ-সম্বন্ধীয় আন্দোলনের সময় গবষ্মেণ্ট হুকুম করেন, যে, শিক্ষক ও অধ্যাপকের রাজনৈতিক আন্দোলনে যোগ দিতে পারিবেন না। সেই জন্য, রাজনীতির সংস্রব না ছাড়িয়া তিনি শিক্ষকতা ত্যাগ করেন। কৃষ্ণকুমার মিত্র (প্রৌঢ় বয়সে ) স্বনীতি ও স্বরুচির প্রতি তাহার আত্যন্তিক দৃষ্টি আমি যখন ছাত্র ছিলাম, তখন হইতেই লক্ষ্য করিয়া আসিতেছি। র্তাহার পরিচ্ছদেও ইহা লক্ষিত হইত। সেকালে শিক্ষক