পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৪৮৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

HSෂන শ্রীরামানন্দ চট্টোপাধ্যায় সভাপতি—শিক্ষা, পাঠাগার ও সাংবাদিকী বিভাগ শ্রীধীরেন্দ্রমোহন দত্ত সভাপতি, দশন-বিভাগ এটা হইতে এটায় ছোটনাগপুরের আদিম অধিবাসীদিগের নৃত্য। সন্ধ্য। ৬টায় বিজ্ঞান বিভাগের অধিবেশন। রাত্রি ৮টায় ছো; মৃত্য । জাহারাদির পর বিষয়ণিকবাচনী-সমিতির অধিবেশন। ২৯শে ডিসেম্বর সকাল ৮টায় দৰ্শন-বিভাগের অধিবেশন। বেল ১২।াটায় ইতিহাস, বৃহত্তর বঙ্গ ও নৃতত্ত্ব বিভাগের অধিবেশন । ২টায় svర్సీ ఆ স্ত্রীরাধাকুমুদ মুখোপাধ্যায় সভাপতি—ইতিহাস, বৃহত্তর বঙ্গ ও নৃতত্ত্ব বিভাগ শ্রীরাধাকমল মুখোপাধ্যায় সভাপতি, অর্থনীতি ও সমাজতত্ত্ব বিভাগ মহিলা-বিভাগের অধিবেশন। সন্ধ্য এটায় মূল সভার অধিবেশন। রাত্রে জামোদ-প্রমোদ । অভ্যর্থনাসমিতি জানাইয়াছেন, সম্মেলনে পঠনীয় প্রবন্ধ এবং বিবেচ্য প্রস্তাবাদি ১৭ই ডিসেম্বরের মধ্যে সাধারণ সম্পাদক প্রযুক্ত কালীশরণ মুখোপাধ্যায়ের নামে, হিন্থ ডাক