পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫০৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

“সত্যম্ শিবম্ সুন্দরমূ” “নায়মাত্ম বলহীনেন লভ্যঃ” ৩৬শ ভাগ } ఇR ఆe కాTh=L, క్పలgల { ৪র্থ সংখ্যা পুপুদিদির জন্মদিনে রবীন্দ্রনাথ ঠাকুর যে ছিল মোর ছেলেমানুষ হারিয়ে গেল কোথা, পথ ভুলে সে পেরিয়েছিল মরা নদীর সোতা । হায়, বুড়োমির পাচিল তারে আড়াল করল আজ, জানি নে কোন লুকিয়ে-ফের বয়স-চোরার কাজ । হঠাৎ তোমার জন্মদিনের আঘাত লাগল দ্বারে, ডাক দিল সে দূর সেকালের ক্ষ্যাপা বালকটারে । ছেলে মানুষ আমি ডাক শুনে সে এগিয়ে এসে হঠাৎ গেল থামি । বললে, শোনো ওগো কিশোরিক, “রবীন্দ্র” নাম কুষ্ঠিতে যার লিখা, নামটা সত্য. সত্য শুধু তারিখটা মাত্তর,