পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫২৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাঘ অনাবৃষ্টির হাত হইতে রক্ষা পাইবার সর্বাপেক্ষা নিশ্চিত উপায় হইতেছে জলাশয়, ফুপ অথবা নালা খনন করিয়া জমিতে জল সরবরাহ করা । আকাশের জল অনেক সময়ে অনিশ্চিত হইলেও মাটির নীচের জল ও বড়-বড় নদীর জল প্রায় সকল সময়েষ্ট সুনিশ্চিত। এই উপায়কে পুথিবীর বিভিন্ন স্থানে রাষ্ট্রীয় শক্রির সাহায্যে দরিদ্র কৃষকের পক্ষে কাৰ্য্যকরী করা সম্ভব হইয়াছে, এবং পৃথিবীর সকল সভ্য দেশেই পুষ্করিণী, কুপ ইত্যাদি জলাশয় কাটিয়া ক্ষেত্রে জলসেচন করার পদ্ধতি বহু প্রাচীন কাল হইতে চলিয়৷ আসিতেছে । অনেক জায়গায় কুপ বা পুষ্করিণী হইতে জল তুলিবার জন্ত বলদ অথবা এঞ্জিন-পরিচালিত পার্শিয়ান șềā (Persian wheel ) IT-TFS zą i «ffffffহুইলের চিত্র পূর্ব পৃষ্ঠায় দ্রষ্টব্য। এই যন্ত্রের সাহায্যে ১৫১৬ হাত নিম্ন হওঁতে অনায়াসে জল উত্তোলন করা যাইতে পারে । একটি বড় চাকার উপরে কতকগুলি পাত্র জল পয্যন্ত ঝুলিতে থাকে এবং চাক ঘুরিবার সঙ্গে সঙ্গে পাত্রগুলি জলপূর্ণ হইয়া উদ্ধমুখে চাকার গা বাহিয়া উপরে আসে এবং উপরে জল ঢালিয়! দিয়া নিম্নমুখে জলের নীচে চলিয়া ধায়। জল তুলিবার জন্ত আজকাল বহুবিধ নলকূপ এবং পাম্পও ব্যবহৃত হয় । জমিতে জল সরবরাহের জন্ত নদীর উপরে বিশাল বাধ বাধা এবং স্বদীর্ঘ খাল কাটা আধুনিক যুগে হইয়াছে । 罗 কৃষিকাধোর জন্য আধুনিক জলরক্ষার প্রণালীগুলি আমেরিকায় সৰ্ব্বপ্রথমে বিশেষভাবে প্রযুক্ত হয়। উনবিংশ শতাব্দীর পূর্বভাগে আমেরিকায় জলসেচন-প্রণালী বিশেষ প্রচলিত ছিল না । মেক্সিকো ও দক্ষিণ-আমেরিকার অধিবাসিগণ কোন কোন জায়গায় ছোট ছোট ক্ষেত্রে জলসেচন করিত। সেই সময়ে যে-সকল ইউরোপীয় অধিবাসী আমেরিকায় উপনিবেশ স্থাপন করিয়াছিলেন র্তাহারা আমেরিকার যে-সকল স্থানে অপেক্ষাকৃত বেশী বৃষ্টিপাত হইত, সেই সকল স্থানে অবস্থিতি করিতেন। কাজেই তাহারা প্রথমে জমিতে ফসল জন্মাইতে জলের অভাব বোধ করেন নাই। ১৮৪৭ খ্ৰীষ্টাব্দে মৰ্ম্মন্‌ ধৰ্ম্মসম্প্রদায়ের বিখ্যাত নেতা ত্রাইহাম ইয়ং এক দল উৎসাহী কৰ্ম্মীর সহিত আমেরিকার স্থদুর পশ্চিম অংশে গ্রেট, সন্ট क्लॉबकॉर्ड7नॉर्द्धांब्र्नन्द्रंख्तबूॉन्न्कढचनाव्नी ●のさ。 লেকের উপত্যকায়, যেখানে বৃষ্টিপাত অপেক্ষারুত অল্প সেইখানে উপনিবেশ স্থাপন করেন । তাহার। সেই বৎসরই ঐ স্থানে আলুর চাষ করেন এবং লাঙ্গলের সাহায্যে নালা কাটিয়া নিকটবৰ্ত্তী শহরের খাল হক্টভে র্তাঙ্গদের ব্রাইহামৃ ইয়ং ( ১৮-১ ১৮৭৭ ) আমেরিকার আধুনিক জলসেচন প্রণালীর সংস্থাপক ক্ষেত্রে জল আনয়ন করেন । বাস্তবিক এই সময় হইতেশ কৃষিকাধ্যে আমেরিকার আধুনিক জলসেচন-প্রণালীর প্রসার আরম্ভ হইয়াছিল । আজকাল অন্তর্বর স্থানে বহুদূরব্যাপী নালা কাটিয়া এবং স্থানে স্থানে জলরোধের জন্য বাধ বাধিয়া সহস্ৰ সহস্র একর জমিতে উৎকৃষ্ট ফসল উৎপন্ন করা হইতেছে । নদীতে বাধ বাধিবার পদ্ধতি খুব সহজ। জলসেচনের জন্য যতখানি জল আবশুক সেই অনুযায়ী নদীর জলের গতি রোধ করিবার জন্য নদীর মধ্যে নিদিষ্ট গভীরতা পৰ্য্যস্ত স্বদূঢ় দ্বার (gate ) নামাইয় দেওয়া হয়। স্রোতে বাধা পাইয়া নদী-পৃষ্ঠ ( level of river) উপরে উঠিয় আসে এবং বিশাল বাধের সাহায্যে নদীর সেই অতিরিক্ত জলরাশি রক্ষা