পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৩০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

●の露 পাদচারণ করিতে লাগিলাম। আমাকে সে অবস্থায় দেখিলে লোকে বায়ুরোগগ্ৰস্ত বলিয়া মনে করিত। সেই দিন হইতে বিজ্ঞানের প্রতি আমার যে অনুরাগ এবং বিজ্ঞানের সাহায্যে জগৎশ্রষ্টার মহিম অবগত হইবার জন্য আমার যে আকাজ জন্সিয়াছে, তাহা একদিনের জন্যও হ্রাস প্রাপ্ত হয় নাই।” ডাক্তার সরকার বিজ্ঞানকে জীবনের সাথী করিয়াছিলেন । বিজ্ঞান আলোচনার ফলে তিনি যতই বহির্জগতের গৃঢ় তত্ত্ব জানিতে পারিতেন, ততই তাহার হৃদয় ভক্তিরসে আপ্লুত হইত। তিনি বলিতেন, বহির্জগৎ ও অন্তর্জগং একই মুনিয়মে পরিচালিত। ডাক্তার সরকার একেশ্বরবাদী ছিলেন, সাকার উপাসনা বা পৌত্তলিকতার বিরোধী ছিলেন । এই বিরোধী মত কখনও গোপন রাখিবার চেষ্টা করেন নাই । সেই জন্যই তিনি দেশের এক শ্রেণীর লোকের নিকট বিরাগভাজন ಗ್ದ! তিনি বলিতেন, “সাকার বা পৌত্তলিক ७***श्रीग পৃথিবীর, বিশেষতঃ ভারতবর্ষের, যে কি ঘোরতর অনিষ্ট হইয়াছে তাহা বর্ণনা করা যায় না।” তিনি প্রবাসী SNర్ః్బల్ চিরকাল সত্যের পূজক ছিলেন, পৌত্তলিকতা অসত্য বলিয়া তাহার বিশ্বাস ছিল, সেই জগু তিনি তাহার বিরুদ্ধে যথোচিত প্রতিবাদ করিয়া গিয়াছেন। একমাত্র চিন্ময় ঈশ্বরেরই তিনি উপাসক ছিলেন, কিন্তু এজন্ত বাহিক আড়ম্বরের পক্ষপাতী ছিলেন না। হজরত মহম্মদ পৌত্তলিকতার উচ্ছেদের জন্ত আগ্রাণ চেষ্টা করিয়াছিলেন বলিয়া, ডাক্তার সরকার তাহার প্রতি বিশেষ সম্মান ও শ্রদ্ধার ভাব পোষণ করিতেন। খ্ৰীষ্টিয়ানগণের সহিত একমত ন হইলেও তিনি দ্বিগু খ্ৰীষ্টকেই সৰ্ব্বশ্রেষ্ঠ ধৰ্ম্মপ্রচারক বলিয়া মনে করিতেন। বাইবেল তাহার বিশেষ প্রিয় ছিল, তিনি বাইবেলের বহু সংস্করণ ক্রয় করিয়াছিলেন। ব্রাহ্মধৰ্ম্মে তাহার বিশেষ অনুরাগ ছিল । এদেশে মামুষের পূজা বড়ই প্রবল ভাবে বিদ্যমান, ডাক্তার সরকার মনুষ্য-পূজার বড়ই বিরোধী ছিলেন। তিনি স্বষ্টিকে পূজা না করিয়া স্রষ্টাকেই পূজা করিতেন। জগৎ মিথ্যা কি সত্য, জীব ও ব্রহ্মের অভেদত্ব প্রভৃতি ঘে সকল জটিল প্রশ্নের মীমাংসা কখনও হয় নাই এবং কখনও হইবার সম্ভাবনা নাই, এই সকল বিষয় লইয়। যাহার নিষ্ফল তর্ক করিতেন, তাহাদিগের উপর ডাক্তার সরকার বড়ষ্ট বিরক্ত ছিলেন। তিনি বলিতেন যে, তর্কে জগৎকে মিথ্যা বলিতেছি অথচ তাহার সম্পূর্ণ বিপরীত বিশ্বাসে সমস্ত কায্য করিতেছি, ইহাতে নিজের জীবনে কেবল অসত্যের প্রশ্রয় দেওয়া হয় মাত্র ; এরূপ অমূলক কল্পনায় মানুষ দিন দিন ইৗনশক্তি, অসাড় ও অকৰ্ম্মণ্য হইয় পড়ে। এই কারণে তিনি মধ্যে মধ্যে নিফল দার্শনিক তত্ত্বালোচনার বিরুদ্ধে কটাক্ষপাত করিয়াছেন। কিন্তু তিনি দর্শনপ্রণেতা ঋষিগণের প্রতি যে শ্রদ্ধাবান ছিলেন না, তাহা নহে। তাহদিগের জ্ঞান ও বহুদৰ্শিতার প্রতি ডাক্তার সরকার সর্বদা বিশেষ ভাবে ভক্তি প্রদর্শন করিতেন । ডাক্তার সরকারের ধৰ্ম্মমত অনেকটা উদার প্রকৃতির ছিল, কিন্তু কখনও তিনি পারিবারিক ধর্মের উপর হস্তক্ষেপ করেন নাই। হিন্দুভাবেই তিনি জীবন যাপন করিয়া গিয়াছেন । গীতা তাহার অতিশয় প্রিয় ছিল । রামায়ণ মহাভারত বড় ভালবাসিতেন। তিনি পরিণত বয়সে বলিয়াছিলেন, "ছেলেবেল পথের ধারে রামায়ণ গান শুনিতে