পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৩২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

電のSク প্রৰণসী S عامي به 5 উপরিউক্ত ঘটনার চারি মাসের মধ্যেই ঐভগবান তাহার ভক্ত সন্তানকে নিজ শাস্তিময় ক্রোড়ে স্থান দান করিয়াছিলেন। ডাক্তার সরকার স্বত্যুর কিছুকাল পূৰ্ব্বে রোগযুক্ত্রণার মধ্যে কয়েকটি সঙ্গীত রচনা করিয়া গিয়াছেন, সে গুলিতেই তাহার স্বাভাবিক ধৰ্ম্মভাব পরিস্ফুট হইয়া রহিয়াছে। তাহার রচিত— >! “কি বলে তোমারে ডাকিৰ । ( ভাবি তাই ) জাগি নাই, অস্ত নাই, কি নাম তোমারে দিব। (বল)” રા **ষ মনে করি আমার, তা সকলি তোমার, কি দিয়ে তবে পুজিব তোমায় ।” 이 "জীবন ফুরারে এলে, তবু ভ্ৰম ঘুচিল না।” 81 “ভন্ন কোরো ন রে মন, দেখে শমন আ মন, শত্রু নয় সে পরম বন্ধু, তারে কল্প আলিঙ্গন।” প্রভৃতি প্রত্যেক গানে ঈশ্বরে আত্মসমপিত ভক্ত-হৃদয়েরই পরিচয় পাওয়া যায়। “বনফুল' s S শ্ৰীমতী উষা সেন আধুনিক মহিলা । অর্থাৎ বি-এ পাস করিয়াছেন, ট্রামে, বাসে একাই স্বচ্ছন্দ্রে ঘুরিয়া বেড়াইতে পারেন, নিজের প্রয়োজনীয় দ্রব্যাদি নিজেই নানা দোকান ঘুরিয়া পছন্দ করিয়া খরিদ করিতে ভালবাসেন। অনাবগুক বেহায়াপনা বা লজ্জা কোনটাই নাই। সাহিত্যে অনুরাগ আছে। কোন লেখক ভাল, কোন লেখক মন সে-বিষয়ে নিজের একটা স্পষ্ট মতামত আছে। চেহারা ? স্বন্দরী না হইলেও মোটের উপর স্বত্র বলা চলে। আধুনিক বেশবাসে সজ্জিত হইয়া তিনি যখন পথেঘাটে বিচরণ করেন তখন অধিকাংশ দর্শকই প্রশংসমান দৃষ্টিতে তাহার দিকে তাকাইয়া থাকে। সংক্ষেপে, শ্ৰীমতী উষা—বেশ চটপটে, স্বরুচিসম্পন্না আলোকপ্রাপ্ত ভদ্র তরুণী । একটি বিষয়ে শ্রীমতী কিন্তু সাবেক-পন্থী। তিনি বিবাহ করিয়াছেন এবং সে বিবাহও আধুনিক রীতি ও রুচি অনুযায়ী হয় নাই। ইহার জন্য দায়ী অবশু অন্নদা সেন—উষা সেনের Iাবা । অন্নদা বাৰু ভদ্রলোক, সনাতন মতাবলম্বী। তিনি iখন শুনিলেন ধে তাহার কন্যা মণীন্দ্রমোহন নামক একটি সহপাঠী কৈবৰ্ত্ত যুবকের প্রতি আকৃষ্ট হইতেছে তখন তিনি কালবিলম্ব করিলেন না। বংশ, কুল, কোষ্ঠী, গণ প্রভৃতি দখিয়া শ্রীমান ব্রজবিহারী গুপ্তের হস্তে শ্ৰীমতী উষাকে সমর্পণ করিয়া স্বস্তির নিশ্বাস ফেলিয়া বাচিলেন । ব্রজবিহারী বছরতিনেক হইল ডাক্তারী পাস করিয়া কলিকাতার রোগী-সমুদ্রে পাড়ি জমাটবার চেষ্টায় আছেন। পাড়ি এখনও তেমন জমে নাই। বিবাহের সময় উষা বাধা দিতে পারেন নাই। মনের সে দৃঢ়তা তাহার ছিল না। অত্যন্ত মৃদ্ধ নরম মন। এই জন্যই আত্মহত্যা করিবার সঙ্কল্পটাও স্বগোপন সঙ্কল্পই রহিয়া গেল— কার্ধ্যে পরিণত হইল না। একটি প্রতিজ্ঞ। কিন্তু উষা সেন মনে মনে করিয়াছিলেন, তাহ এই “—জজেট শাড়ী জীবনে আর কখনও পরিব না।” মণীন্দ্রমোহন জজেট শাড়ী অত্যন্ত পছন্দ করিতেন এবং ভবিষ্যতে উষাকে ঐক্লপ একটি শাড়ী কিনিয়াও দিবেন কথা ছিল—কিন্তু ব্ৰজবিহারীর অভ্যাগমে তাহা আর হইল না। সমস্ত চুৰ্ণবিচূর্ণ হইয়া গেল। স্বতরাং উষা সেন দৃঢ়প্রতিজ্ঞ হইলেন যে জজেট শাড়ী জীবনে তিনি আর চুইবেন না। কিন্তু আগেই বলিয়াছি—দৃঢ়ভ তাহার ছিল না । শেষকালে এ প্রতিজ্ঞাও টিকে নাই। কি করিয়া ইহা ঘটিল তাহ! লইয়াই এই গল্প। ૨ পারুল-দিদি বেড়াইতে আসিয়াছিলেন। পারুল মৈত্র উবা সেনের এক বছরের সিনিয়র", অথচ