পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৩৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাঘ পিতা-পুত্ৰ &రిఫ్రె BBBB BB BBB BB BBBS BBB BBBBB BB BBB BBB DDBBB BB BB BBB DDD কতটুকুই বা দূর ! গেলেন । 喙 事 Ho: সন্ধ্যা হইতে-নHতইতেই উষা দেবী বাহির হইয়া পড়িলেন । বাড়ীটা খুজিয়া লক্টতে বিশেষ বেগ পাইতে হইল না । কিন্তু ভিতরে গিয়: তিনি যাহা দেখিলেন তাহা তিনি মোটেই প্রত্যাশা করেন নাই । “আপনি আমাকে খবর দিলেন না কেন ?” “আপনার ঠিকানা ত আমার জানা ছিল না। সেই ষে আপনি কলেজ থেকে চলে গেলেন, আর ত কোন খবর দেন নি আমাকে । কার মুখে যেন গুনেছিলাম— আপনার বিয়ে হয়ে গেছে । কোথায়, কার সঙ্গে –কিছুই ত জানি ন!—” বলিয়া মণিবাবু একটু হাসিলেন । এমন সময়ে—“কেমন আছেন আজকে আপনি” বলিয়া দুয়ার “এ কি, তুমি এখানে ?” * উষ। দেবীও কম বিস্থিত হন নাই । “আমরা একসঙ্গে পড়তাম । তুমিই এর চিকিৎসা করছ না কি ?” 峰 豪 একটু পরেই ব্রজবিহারী বাহিরে আসিয়া গাড়ীতে একটা কাগজের বাক্স দেখাইয়া বfললেন—“ওই নাও তোমার শাড়ী। এই ভদ্রলোকের কাছেই টাকা বাকী ছিল ।. ভাগ্যে আজ দিয়ে দিলেন তাহ তোমার কাছে মানটা থাকল। দেখ ত রংটা পছন্দ হয় কি না—” বলিয়া ব্রজবিহারী: নিগ্রেহ প্যাকেটটা খুলিতে লাগলেন । উষার মুখে কথা বাহির হইতেfচল না। পিতা-পুত্র শ্রীরমাপ্রসাদ চন্দ মোকদ্দমা চলিলে বাদীর দাবী প্রমাণিত হইবে না এই ভরসায় প্রতিবাদী নিশ্চেষ্ট থাকিতে পারে না। বাদী গোবিন্দপ্রসাদ রায়ের আজ্জির জবাবে প্রতিবাদী রামমোহন রায় বাটোয়ারার পর পিতা রামকাস্ত রায়ের এবং অগ্রজ জগমোহন রায়েব সঙ্কিত পুনরায় সকল বিষয়ে একত্রিত হওয়ার কথ’ এবং পিতার মৃত্যুর পর বরাবর জগমোহন রায়ের সহিত এইরূপ একত্র থাকার কথা অস্বীকার কবিয়াছেন । কিন্তু তিনি স্বীকার করিয়াছেন, লাঙ্গুড়পাড়ার বাড়ীতে মাত তারিণী দেবীর তত্ত্বাবধানে জগমোহন রায়ের এবং তাহার স্ত্রীপরিবার একত্র একান্নবস্ত্রী ছিল, এবং দুই ভাই আপন আপন স্বতন্ত্র তহবলৈ হইতে সমান অংশে তারিণী দেবীর সংসারের সকল খরচ বহন করিতেন। একান্নবৰ্ত্তিতা হিন্দু পরিবারে সাধারণত অস্তান্ত বিষয়ে অভিন্নতা স্বচিত করে। স্বতরাং ১৭৯৭ সাল হক্টতে পিতার এবং অগ্রজের সহিত বৈষয়িক ব্যাপারে যে তিনি সম্পূর্ণ স্বতন্ত্র ছিলেন কোটে ইহা প্রমাণ করা রামমোহন রায়ের প্রধান কৰ্ত্তব্য দাড়াইয়াছিল। তিন পক্ষের এই বৈষয়িক স্বাতন্ত্র্য বিষয়ে কোর্টে ষে সকল প্রমাণ উপস্থিত করা হইয়াছিল তাহা মোকদ্দমা নিম্পত্তির পক্ষে যথেষ্ট হন্সলেণ্ড, ইতিহাসের পক্ষে যথেষ্ট নহে । “রাজা রামমোহন রায়েব জীবন চরিতের উপাদান” নামক প্রবন্ধে আমরা মোকদ্দমার নর্থী-বর্হিভূত সরকারী চিঠিপত্র হস্ততে কিছু কিছু প্রমাণ উল্লেখ করিয়াছি ॥* এই প্রবন্ধ প্রকাশিত হইবার পর আমার স্বযোগ্য সহযোগী শ্ৰীযুক্ত ভক্টর যতীন্দ্রকুমার মজুমদার এবং আমি আরও প্রমাণ সংগ্ৰহ করিতে সমর্থ হইখাছি । আমাদের অনুসন্ধান এগনও শেষ হয় নাই। তথাপি এযাবৎ সংগৃহীত সরকারী কাগজ • প্রবাসা—জানি, ১৩৪৩, ৮৪৪ পৃঃ ।