পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৭১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাঘ কোটি কোটি নরনারী জন্মায় মরে অগণ্য গ্রামে জনকতক সছরে মানুষ তাদের মরণ-র্বাচনের বিধাতা তুলনা নেই তাদের ক্ষমতার সীমা নেই তাদের সমুদ্ধি বিলাসের নাইবা থাকৃল গ্রামের মামুষের ভাত, কাপড়, শিক্ষা স্বাস্থ্য আলো হাওয়া, সহর উঠুক ঝকমকিয়ে—শহরের জন্তেই ত গ্রাম! এক দল খাটে এক দল খায় এই ত সমাজনীতি । অগণ্য কার্যাক নিরশ্ন নিস্তেজ সন্তান বুকে নিয়ে প্রাচীন পূৰ্ব্ব ভাবে নৃভন পশ্চিমের কথা মৃতনে পুরাতনে এতই প্রভেদ, এত বৈষম্য কি সত্য না মায় ? ভেবে পায় না কবে কেমন করে উঠল এত বড় ব্যবধান ! একদিকে শুঙ্খলিত নিরুপায় অন্যদিকে জয়দৃপ্ত উপেক্ষ— মধ্যে পৃথিবীর বুক চিরে চলেছে বয়ে মূক মানব-বেদনার মহানদী, নিঃশব্দে পড়ছে ভেঙে পাড় দুদিক দিয়ে হয়ত কারো চোগেই পড়ছে না কারো বা পড়ছে, এতটুকু বোঝ-পড়ার জন্যে প্রতীক্ষা করছে অসংখ্য মানুষের যুগসঞ্চিত নিষ্পেষণ, মানুষের সময় হয়ত নেই বিধাতার ধৈর্য্য হয়ত আছে । অপরিসীম করুণ, অক্ষয় ক্ষমা, সাধারণ মানুষের অনজিত ধন আছে যেন কোথাও ! তা’তে কেউ পারে না হাত দিতে, কেউ করে না লুটু, এসিয়া ●● ● যে ধন খোয়া যায় না জুয়ার খেয়ালে জুয়াচোরের চালবাজিতে, সেই ব্যয়হীন ক্ষয়হীন কারুণ্য ভাণ্ডার থেকে বেরিয়ে আসবে ন! আবার কল্যাণলক্ষ্মী, অন্নপূর্ণ অগণ্য নিরন্ত্রদের বঁাচাতে ? মুমূৰু শিশুকে ফেন-ভাতের পথ্য দেয় গ্রামের জননী, কোলে তার মরে শিশু, সৎকারের সামর্থ্য নে? চোখের জল চেপে বেরয় ভিক্ষায়— সে অশ্রুর দাম যদি থাকে, . পড়বে সাড়া, আসবে কেউ দিতে অন্ন দিতে স্বাস্থ্য দিতে নূতন প্রাণ ; আসূবে কেউ ভৈষজ্য-গুরু হয়ে আনবে মুতসঙ্গীবনী মুধা নূতন তেজ নূতন মমুক্তত্ব। আসবে কেউ দীপঙ্কর হয়ে গ্রামে গ্রামে ঘরে ঘরে জালিয়ে দেবে আবার সত্যের আনন্দের প্রেমের দীপালি । যুগসঞ্চিত বুভূক্ষ অস্বাস্থ্য অন্ধকার যাবে দূর হয়ে। উপেক্ষিত নির্যাতিত নিষ্পেষিত মানুষ, চিরকালের মানুষ, সব জাতের সব দেশের মানুষ, হাত জোড় ক’রে মাথা নীচু করে উদয়াচলের দিকে তাকিয়ে গেয়ে উঠবে নরনারী শাশ্বত বনান পূৰ্ব্ব পশ্চিমের ভেদ ঘুচিয়ে। সব দুর্থী সব স্থতভাগ্যের মুখে হাসি ফুটিয়ে জাগাবে এসিয়া মিলনের ঐকতান— জয় শাস্তি জয় মৈত্রী জয় মানবের অর্থও চিরন্তন মিলন।