পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৫৭৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

গেল। স্ববলের মৃত্যুশয্যার নিকটে আসিয়া যাহা দেখিল তাহাতে কিছু মাত্র সে বিস্মিত হইল না। ইহা যে ঘটবে তাহা সে পূর্বেই জানিত কিন্তু মোহন কোথা ! সমস্ত যাত্রী তখন মন্দিরের দিকে ছুটিয়াছে । মাষ্টার তাহাদের অসংলগ্ন কথায় বুঝিল, মন্দিরে নাকি চোর ধরা পড়িয়াছে। চোর ধরা পড়ে নাই, তবে অজ্ঞান হইয়া মন্দির-প্রাঙ্গণে পড়িয়া আছে। প্রধান পুরোহিত বুঝাইতেছিল যে, কাল ঝড়ের মধ্য দিয়া রাখালরাজ আসিয়াছিলেন এবং পাপীর বিধান দিয়া গিয়াছেন। দেবতার নাকি সমস্ত অলঙ্কার চুরি গিয়াছে—কিন্তু তাহার নিকটে নাকি ফাকি চলে না—তাই চোরদিগের মধ্যে এক জন মূচ্ছিত হইয়া পড়িয়াছে। অধিকন্তু দেবতা প্রধান পুরোহিতকে স্বপ্নে বলিয়াছেন, নিষ্কৃতি পাইতে হইলে ধাত্রীরা যেন তাহাদের যথাসাধ্য কিছু কিছু অর্থ নূতন অলঙ্কার নিৰ্ম্মাণের জন্য দিয়া যায়। ঋষি-মাষ্টার কৌতুহলী হইয়া উকি মারিয়া দেখিল, চোর নয়—মোহন গোসাই, মুখে স্বম্পষ্ট বসন্তের চিহ্ন। উত্তেজিত জনতার মধ্য হইতে মুহূৰ্ত্তে সে বাহির হইয়া আসিল । ব্যাপার সুবিধা নয়—চোরদিগের মধ্যে এক জন বলিয়া তাহাকে ধর—ইহাদের কিছুমাত্র বিচিত্র নয়। ইহাও বিচিত্র নয় যে রাখালরাজ সত্যই আসিয়াছিল, হয়ত পাপীর সাজ দিয়া গিয়াছে। কাকজ্যোৎস্নার রাত্রে এই পথে যাইতে যাইতে ঝড় উঠলে, উন্মাদিনীর বেদনাৰ্ত্ত কণ্ঠস্বর শুনিলে কাঙাল বৈরাগীর অন্যায়ের সঙ্গে সঙ্গে তাহার একট। বেদনাঘন ইতিহাস পথিক যেন একবারও স্মরণ করে । “হে সংসার, হে লতা” শ্ৰীহেমচন্দ্র বাগচী কাল রাতে চুপি চুপি বলে পাশে ঘুমের পরীরা সব কোথা হ’ভে নেমে এলো অন্ধকারে— অন্ধকারে— ছায়া-ঢাকা মুখখানি এলোমেলো 事 भू অন্ধকারে । চুল ঘুমের পরীরা থাকে বহুদূর ঝাউবনে নদীর পারে— চিনেছি য fశా যা জানবার পেজা তুলো মেঘে থাকে আর থাকে মনে মনে এই জীবনে – অন্ধকারে । কাছে এসে বসে। শুধু চোথে চোখে চেয়ে থাকে। দু-জনেরে ঘিরি’ তারা নেচে লেচে নেমে আসে সান্দ্রক্ষণে । গভীর রাতে— হাতখানি ধ'রে থাকি, ঘামে ভেজা হাতখানি জোনাকির মৃদু আলে—শঙ্কায় শিহরাই ব্যাকুল হয়ে— গভীর রাতে । ঘুম আর মরণের দূতগুলি চেয়ে থাকে ঘুম আর মরণের দূতগুলি নেমে আসে চাহি” উভয়ে— মিলন ক্ষণে ভাবনা নিবিড় রাতি, আঁধারে জাগি মিলন-মরণ আর ত্রিমণ জড়ায়ে জাগি । অণধার মনে। to পালি": " কাল রাতে চুপি চুপি বসলে পাশে পরশ লাগি । অন্ধকারে— এমুনি বস্লে পাশে চুপি চুপি কাল রাতে সংসার-লতা মোর জীবনের লতা মোর অন্ধকারে— অন্ধকারে ।