পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৩৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাঘ মনে করি না । কিন্তু তিনি বাংলা ভাষার ও লিপির সংরক্ষণ ও বিস্তার সম্বন্ধে যাহা বলিয়াছেন, মোটের উপর আমরা তাঙ্ক সমর্থনযোগ্য মনে করি । তিনি বলিয়াছেন, “যেসকল পুস্তক পড়ার যোগ্য স্তর আশুতোষ তাহার একটা তালিক! প্রস্তুত করিবার ভার আমার উপর দিয়াছিলেন ।" একরূপ তালিকা একাধিক যোগ্য ব্যক্তির সহযোগে প্রস্তুত হক্টলে তাহ পাঠকবগের এবং গ্রন্থাগার-পরিচালকদের কাজে লাগিবে : সাধারণ সভাপতি রূপে তিনি বলিয়াছেন – “আজ সমস্ত বাঙালী জাতিই প্রবাসী ; আপনার উত্তরপশ্চিমে যাইয়া প্রবাসী হইয়াছেন,—আমরা বাঙ্গালার ভৌগোলিক সীমার মধ্যে থাকিয়াও প্রবাসী স্বতরাং এক পৰ্য্যায়ে ।” শুঙ্গ সত্য কথা। বাঙালী “নিজ বাসভূমে পরবাসী ।” এক দিকে সত্যেন্দ্রপ্রসন্ন সিংহ বলিয়াছিলেম, বঙ্গে অবাঙালী বিত্তশালী হয়, অন্য দিকে আচায্য প্রফুল্লচন্দ্র রায় বহু বংসর ধfরয় বাঙালীকে বঙ্গের ব্যবসা-বাণিজ্য ও পণ্যশিল্পের ক্ষেত্রে নিজের স্বাভাবিক স্থান অধিকার করিতে বলিতেছেন। এখন জমিদারীতে পয্যন্ত অবাঙালী স্থান করিয়া লইয়াছে ও লইতেছে । দামেশবাবুও অন্য এক দিক দিয়া বাঙালাকে জাগাইতে চেষ্টা কfরয়াছেন । রাচি অধিবেশনের অন্যান্য অভিভাষণ ও প্রবন্ধ রাচি অধিবেশনে পঠিত অন্য সব মুদ্রিত বা হস্তলিখিত অভিভাষণগুলির বিস্তারিত আলোচনা করিবার স্থান ও সময় নাই । সংক্ষেপে ইহা বলিতে পারি, যে, সেগুলি উৎকৃষ্ট এবং অন্য এইরূপ যে-কোন সম্মেলনের যোগ্য হইয়াছিল । প্রবন্ধ বেশী পাওয়: যায় নাই । ঘাহা পাওয়া গিয়াছিল, তাহারও সবগুলি পড়িবার সময় হয় নাই । পঠিত কোন কোন প্রবন্ধ এবং খ্রযুক্ত বিজয়লাল চট্টোপাধ্যায়ের বক্তৃত৷ বেশ হইয়াছিল । সভাপতির অভিভাষণগুলি যে খুব দীর্ঘ হইয়াছিল, তাহা নহে । কিন্তু যে-প্রকারেক্ট হউক, প্রবন্ধ পড়িবার জন্য আরও সময় দেওয়া আবশ্যক। নতুবা প্রবন্ধ পাঠাইবার অতুরোধের মূল্য কমিয়া যায়। SDDDB BBDSuBBD Du SBSBBSBBS রাচি অধিবেশনের সফলত। আমাদের বিবেচনায় প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলনের রাচি অধিবেশন বেশ স্বসম্পন্ন হইয়াছিল! অভ্যর্থনাসমিতির সব ব্যবস্থা যথাসম্ভব উৎক্লষ্ট হইয়াfছল । সঙ্গীতবিভাগের সভাপতি শ্রযুক্ত শিবেন্দ্রনাথ বস্থর বীণাবাদন চমৎকার হইয়াছিল । রাচিতে প্রদশনা প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলন উপলক্ষ্যে রাচিতে যেসকল ছবি, নৃতত্ত্বসম্বন্ধীয় অতি প্রাচীন মানা সামগ্রী ও চিত্র এবং রাচিতে প্রস্তুত নানাবিধ বস্ত্র ও পরিচ্ছদ প্রদশিত হওয়াছিল, তাঙ্গতে দেখিবার শিথিবীর ও আনন্দলাভ করিবার অনেক জিনিষ ছিল । কিন্তু দুঃখের বিষয়, ভাল করিয়া দেপিধার সময় আমরা পাই নাঙ্গ—আর কেহ পাইয়া fছলেন কি না জানি না। যদি সময় থাকিত এবং নৃতত্ত্ববিষয়ক সামগ্রীগুলি সম্বন্ধে শ্ৰমৃক্ত শরৎচন্দ্র রায়, ছবিগুলি সম্বন্ধে প্রযুক্ত মধূসূদন সরকার এবং পণ্যশিল্পজাত দ্রব্যগুলি সম্বন্ধে শ্রযুক্ত তারাপ্রসন্ন ধোঁধ সকলকে কিছু বলিতেন, তাঙ্গ হস্তলে সকলে আনন্দিত ও উপকত হওঁতেন । ভবিষ্যতে সম্মেলন তিন দিনের পরিবণ্ডে চারি দিল করিলে হয়ত যথেষ্ট সময় পাওয়া যাঙ্গতে পারে । ব্ৰহ্ম প্রবাসী বাঙলাদের সাহিত্যিক সম্মেলন সাহিত্যিক সম্মেলনও গত পৌষ মাসে ইষ্ট গিয়াছে । সংবাদপত্রে যাহা পড়িলাম, BB BBSS S BSBBB BBBBC BBBB BBBS BBB S অভিভাষণগুলির মধ্যে পে-পল সাধারণ সভাপতি অধ্যাপক স্থণীতিকুমার চট্টোপাধ্যায়ের দীর্ঘ ও নানা তথ্যপূর্ণ অভিভাষণটি দেপিয়াঠি । ব্ৰহ্মপ্রবাসী পাণ্ডালীদের ওরা ওদের লুত্য ও “..ছ|” মৃত্য রাচিতে প্রবাসী বঙ্গসাহিত্য সম্মেলন উপলক্ষ্যে ওরণ ওদের দলবদ্ধ সুশৃঙ্খল সরল নৃত্য বেশ সুন্দর হইয়াছিল । “ছো" নৃত্যও বেশ কৌতুহলোদ্দীপক ৪ আমোদজনক হষ্টয়াছিল। "ছো" শব্দের অর্থ মুগোস। আদিম জাতি