পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪২

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆర్సిరి প্রবাসী ১৩৪ভ_ অতিক্রান্ত হইয়াছিল । ইহা মহারাষ্ট্রের বিশেষ প্রশংসার বিষয়, মহারাষ্ট্র খে-ভারতবর্যের অন্তর্গত তাহারও প্রশংসার বিষয়। গ্রামের কংগ্রেসের সভাপতি যদি মোটরে যাইতেন, তাহা হইলে তাহ বেশ মানানসই হইত না । সেই জন্য পণ্ডিত জবাহরলাল নেহরুকে একটি প্রাচীন কালের রথের মত যানে রেলওয়ে ষ্টেশন হইতে ফৈজপুরের কংগ্রেসপুরী টিলকনগরে লইয়া ধাওয়া হইয়াছিল। রথটির পরিকল্পনা ও সজ্জা করিয়াছিলেন শিল্পী নন্দলাল বস্ব । উহা ছয় জোড়া বলদে টানিয়া লঙ্গয়া গিয়াছিল । কংগ্রেস-সভাপতির অভিভাষণ লক্ষ্ণৌ কংগ্রেসে যেমন, ফৈজপুরের কংগ্রেসেও তেমনি, পণ্ডিত জবাহরলাল নেহরু সমগ্র জগতে দুষ্ট বিপরীত শক্তির সংঘর্ষের সহিত ভারতবর্ষেও ঐ দুই শক্তির সংঘর্ষের সাদৃশু ও যোগ প্রদর্শন করেন । এই দুষ্ট বিপরীত শক্তি, সাম্রাজ্যবাদ ও ধনিকবাদ এবং গণতান্ত্রিকতা ও সমাজতান্ত্রিকতা। ইহাদের নাম যাহাই দেওয়া হউক, কথাটা সত্য যে, পৃথিবীর সর্বত্র কতকগুলি জাতি ও লোক অপর কতকগুলি জাতি ও লোককে নিজেদের প্রভুত্বের অধীন রাখিয়া তাহাদেরই পরিশ্রমে আপনার ধনী হুইয়া বিলাসে কাল কাটাইতে চায়। এই অবস্থার উচ্ছেদ আবশ্যক । সমাজতান্ত্রিকত শব্দটা অনেকের বড় অপ্রিয়। উহার ব্যবহারে তাহার। ভীত । কিন্তু একথা সকলকেই স্বীকার করিতে হইবে, যে, দেশের অধিকাংশ লোক দরিদ্র, নিরক্ষর, জ্ঞানালোকে বঞ্চিত, বুভুক্ষিত, প্রায়নগ্ন, গৃহহীন, বা অতিক্ষুত্র অস্বাস্থ্যকর গৃহে বাস করে, রোগে চিকিৎসা ও ঔষধ পায় না। এই অবস্থার প্রতিকারও হওয়া চাই । কেহ যদি বলেন, যে, প্রতিকার হওয়া আবশ্বক নহে বা হইতে পারে না, তাহা হইলে তাহার মত আলোচনা করিতে চাই না। যাহারা মনে করেন, প্রতিকার আবশ্বক ও হইতে পারে, তাহাদের মত আলোচনার যোগ্য। সমাজতান্ত্রিকেরা বলেন, সমাজতন্ত্রদ্বারা সকল মানুষের অবস্থার উন্নতি হইতে পারে। যাহারা তাহা বিশ্বাস করেন না, তাহারা অন্য কি উপায় -অবলম্বনীয় তাহ বলিতেও অবলম্বন করিতে সম্পূর্ণ অধিকারী। পণ্ডিত জবাহরলাল নেহরু ও অন্য ভারতীয় সমাজতান্ত্রিকের বলেন, সদ্য সদ্য এখনই ভারতবর্ষে সমাজতন্ত্র প্রবর্তিত হইতে পারে মা ; আগে দেশকে স্বাধীন করিয়া তবে পরে সমাজতন্ত্রের প্রবর্তন করিতে হইবে, কারণ রাষ্ট্রশক্তি করতলগত না হইলে সমাজতন্ত্র প্রবর্তন করা যায় Fil II দুইটি রাষ্ট্রনৈতিক আদর্শ কংগ্রেস দেশের জন্য স্বাধীনতা বা পূর্ণস্বরাজ চান, উদারনৈতিক সংঘ ঔপনিবেশিক স্বরাজ ( ডোমীনিয়ন ষ্টেটাস্ ) চান। ব্রিটেনে ওয়েষ্টমিনষ্টার ষ্ট্যাটু্যট নামক আইন বিধিবদ্ধ হইবার পর সারতঃ এই দুটির মধ্যে বিশেষ প্রভেদ সামান্য— বিশেষতঃ দেশের আভ্যন্তরীণ সমুদয় ব্যাপার সম্বন্ধে । স্বতরাং এই দুইটির নাম লহয় তর্ক কর! অনাবশাক । যে-কেহ অন্ততঃ ড়োমীনিয়ন ষ্টেটাস চান, ঠাখণর সহিত কংগেসের সহযোগিতা করিতে এবং কংগ্রেসের সহিত উদারনৈভিকদিগের সহযোগিতা করিতে অস্বীকত হওয়া উচিত নয়। অহিংস স্বাধীনতা-প্রচেষ্টার বিরুদ্ধে আপত্তি কংগ্রেস অহিংস উপায়ে ভারতবর্ষের স্বাধীনত অজন করিতে চান। তাহার বিরুদ্ধে নানা আপত্তি শুনা নায় । তাহ সংক্ষেপে বলিতেছি । ( ১ ) স্বাধীনতা লাভ করা যাইবে না । কিন্তু কেহ যদি মনে করে যাইবে, তাহ হইলে তাহাকে চেষ্টা করিতে দিভে আপত্তি কি ? সে ত আপত্তিকারাদিগকে প্রচেষ্টায় যোগ দিতে বাধ্য করিতেছে না, করিতে পারে না । (২) স্বাধীনতালাভের চেষ্টা বিপংসস্কুল । তাহা হইতে পারে । কিন্তু যদি কেহ বিপদের সম্মুখীন হক্টতে চায়, তাহাকে সম্মুখীন হইতে দাও না কেন ? সে ত তোমাকে টানিতেছে না। (৩) স্বাধীনতা-প্রচেষ্টা দেশকে দুঃখসাগরে নিমগ্ন করিবে । কিন্তু এখন কি দেশ মুগের সাগরে ভাসিতেছে ? ( 8 ) ভারতবর্ষ স্বাধীনতা লাভ করিলেও তাহ রাখিতে পরিবে না। এস্থলে আপত্তিকারী ভুলিয়া যাইতেছেন, যে, স্বাধীনতাকামীর ব্রিটেনের কাছে স্বাধীনতার বর মাগিতেছে না ; তাহারা উহ। অর্জন করিতে চায়। স্বাধীনতা অর্জন করিবার ক্ষমতা যাহাদের