পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

ఆSS * : তাহা হইলে মানুস এ শক্তি লঙ্গয় কি করিবে ? অশেধ শিশুর হাতে আগুনের মত সে এই শক্তি লইয়। পৃথিবীতে ধ্বংসের লীলা স্বর করিয়া দিবে । সুতরাং উপসংহারে আবার বলি জড়বিজ্ঞানের যে দ্রুত অগ্রগতি হুইয়াছে তাহার সঙ্গে সঙ্গতি রাখিবার জন্য এখন চর্চা করিতে হুইবে মানুষের নীতিবিজ্ঞান, চরিত্রবিজ্ঞান মনো বজ্ঞান, সমাজবিজ্ঞান-এক কথায় মানব-বিজ্ঞান। নিরাশ ও গুয়োদাম ইহলে চলিবে না । সকলকে অভয়ের বাণী শুনাঙ্গতে হইবে । মানুষ অতীতে যেমন বর্বরতার অন্ধকার হইতে বাহির হইয় সম্প্র্যতার তালোক দেখিতে সক্ষম হুইয়াছে, অদূর হুবিধ্যতেও তেমনি যম্বের শৃঙ্খল হইতে মুক্ত হইয়া প্রকৃত সম্প্র্যতার য। ফুল-- শুধু শারীরিক সুখ- iচ্ছদ্য নয়- মানসিক উৎকর্ষ, শিক্ষা ও কুষ্টি, তাহাও--সকলে সমানে, অবাধে ভোগ করিতে সমর্প হুইবে । সাধারণ লোকদের সহিত কংগ্রেসের সংস্পর্শ ংগ্রেস দেশের সাধারণ লোকদের সহিত সংস্পর্শ স্থাপন ও রক্ষা করিতে চান । ইহাকে পূর্ণ মাত্রায় জাতীয় প্রতিষ্ঠান করিয়া তুলিতে হইলে এই সংস্পর্শ একান্ত আবশুক । প্রচারক পাঠাইয়া কিছু সংস্পর্শ স্থাপন করা যায়। কিন্তু যথেষ্টসংখ্যক প্রচারক পাওয়া ও তাহাদের ব্যয় নিৰ্ব্বাহ করা কঠিন। গ্রামে গ্রামে গ্রামোন্নতিসাধক কৰ্ম্মী নিয়োগ বা প্রেরণ করিতে পারিলে সংস্পর্শস্থাপন আরও ভাল করিয়া হয়। কিন্তু ইহাও সাতিশয় ব্যয়সাধ্য। কিন্তু ব্যয়সাধ্য হইলেও এই উভয় উপায় অবলম্বন যথাসাধ্য করিতে হইবে । পুলিস যে প্রচারক ও কৰ্ম্মীদের কাজ সম্বন্ধে উদাসীন থাকিবে না, তাহা আমরা জানি । কিন্তু পুলিসের মনোযোগ সত্ত্বেও সৰ্ব্ববিধ দেশহিতকর কাজ করিতে হুইবে । যদি গ্রামে গ্রামে রেডিও থাকিত এবং যদি তাহ বেসরকারী প্রতিষ্ঠানসমূহের ব্যবহার করিধার অধিকার থাকিত, তাহা হইলে রেডিও দ্বার! আমাদের রাষ্ট্রনৈতিক ও সমাজহিতসাধক প্রতিষ্ঠানগুলি অনেক কাজ করিতে পারিত। কিন্তু রেডিও দ্বার স্বাধীনতা-প্রচেষ্টার সহিত সংযুক্ত কোন কাজ করা অসম্ভব। আমাদের দেশে যদি জাপানের মত লিখিবার পড়িবার ক্ষমতা সৰ্ব্বসাধারণের থাকিত তাহা হইলে সকল প্রতিষ্ঠানেরই কাজ করা সহজ হইত। এই জন্য সমুদয় বালকবালিকা ও প্রাপ্তবয়স্ক লোকদিগকে লিখনপঠনক্ষম করিবার চেষ্টা করা সকলেরই কৰ্ত্তব্য। যে-সব বালকবালিকা কেবল মাত্র অসংযুক্ত ও সংযুক্ত বর্ণসমূহের সহিত পরিচিত, তাহারাও প্রবণসী పిల8రి এই একাস্ত আবশ্যক কাজ করিতে পারে । সকলকেই এই কাজে প্রবৃত্ত করা উচিত। গ্রামে গ্রামে টেলিগ্রাফ ও টেলিফোন এইরূপ একটি সরকারী সংবাদ প্রচারিত হইয়াছে, যে, ভারতগবন্মেন্টের গ্রামোন্নতি-কাৰ্য্যপদ্ধতির অঙ্গস্বরূপ গ্রামসমূহেও টেলিগ্রাফ ও টেলিফোন প্রচলনের একটি সম্পূর্ণ পরিকল্পনা প্রস্তুত হইয়াছে। ভারতবর্ষের গ্রামবাসী লোকদের মধ্যে অগণিত লোক পেট ভরিয়া খাইতে পায় না, তাহাদের পরণে জীর্ণ বস্ত্র, কুটীর জীর্ণ, চিকিৎসার ব্যবস্থা নাই, শিক্ষার বন্দোবস্ত নাই, রাস্ত না-থাকার মধ্যে, যাহা আছে তাহা পরিষ্কৃত ও সংস্কৃত রাখিবার বন্দোবস্ত নাই, নৰ্দ্দামা নাই, স্বানের ও পানের বিশুদ্ধ জলের অভাব ধথেষ্ট আছে, মূত্রপুরীষে পথঘাটমাঠ দূষিত। টেলিগ্রাফ ও টেলিফোনের ব্যবস্থা হুইডেছে এ হেন গ্রামবাসীদের জন্য, ভাবিলে ও বিশ্বাস করিতে হইলে হাসি পায়। ভারতীয়েরা পরাধীন হইলেও এভটুকু বুদ্ধি তাহদের আছে, যাহার সাহায্যে তাহার। বুঝিতে পারে, যে, এই সব ব্যবস্থা শাসনকার্ষ্যের সুবিধার জন্ত করা হইতেছে । যাহা হউক, যেমন প্রধানতঃ ও প্রথমতঃ ব্রিটিশ গবন্মেণ্টের সামরিক ও ব্রিটিশ জাতির বাণিজ্যিক প্রয়োজনে রেলওয়ে নিৰ্ম্মিত হইয়া থাকিলেও তাহা দেশের লোকদেরও কাজে লাগিতেছে, তেমনি গ্রামে টেলিগ্রাফ টেলিফোন বসাইলে সেগুলিও কতকটা দেশের লোকদের কাজে লাগিবে । কোন কোন প্রদেশে যে গ্রামসমূহেও রেডিওর ব্যবস্থা হইতেছে, তাহাও সরকারী প্রয়োজনে । কিন্তু তাহাও দেশের লোকদের কাজে লাগিবে। কংগ্রেসের মনোনীত ব্যবস্থাপক সভার সদস্যপদপ্রার্থী গত নবেম্বর মাসে পাচ জন কংগ্রেস নেতা ( তাহীদের মধ্যে সভাপতি পণ্ডিত জবাঙরলাল নেহরুও ছিলেন ) কোন কোন প্রদেশের কংগ্রেস কমিটিগুলিকে যে-ভাবে ব্যবস্থাপক সভার সদস্যপদপ্রার্থী নির্বাচন করিতেছিলেন, তাহাতে অসন্তোষ প্রকাশ করিয়া কমিটিগুলিকে সাবধান করিয়া দিয়া