পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৬

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

&$8 প্রবাসী SN98Nరి আমরা এপর্য্যন্ত নিৰ্ব্বাচন বিষয়ে কোনও প্রার্থী সম্বন্ধে আমাদের কাগজে কিছু লিখি নাই। নারীর আসনটি সম্বন্ধে অন্যায় মনোনয়ন হওয়ায় কিছু লিখিতে বাধ্য হইলাম। কেমন প্রার্থীকে ভোট দেওয়া উচিত, সে-বিষয়ে অবশু সাধারণ ভাবে আগে কিছু লিখিয়াছি, এবং নিম্নলিখিত কথাগুলি ডিসেম্বরের মডার্ণ রিভিয়ুতে লিথিয়া মোটের উপর কংগ্রেসের জয়লাভ চাহিয়াছি । “On the whole we Rhould be glad if the Congress were able to capture the majority of the seats in the provinciu! legislatures, aud, in duc eourse, in the centrul or federai legislature also. Congress mcmb,:rH iure likely to fight, for Imdia'» freedoui niore strenitously and courageously and in a more organized manner than the followcro of any other purty or parties. And it is frcedom—-political and coonomic – which matters than cloc.” I’. 705. আমরা কংগ্রেসদলভুক্ত না-হুইয়াও মোটের উপর কংগ্রেসের জয় কামনা করিয়াছি—যদিও কংগ্রেসের মনোনীত প্রত্যেক প্রার্থীকে অন্য প্রত্যেক প্রার্থীর চেয়ে যোগ্যতর মনে করি না । সেই জন্য ডিসেম্বরের মডার্ণ রিভিয়ুতে এই কথাও লিথিয়াছি – “As we have said already, we should he plenbril if the nominees of the Congress succeeded in capturing the imajority of the Reats in the legislatures. This docs not meam that, in our opiniom, every Congress eandidate is preferable to every non-Congress candidatc. That is not so.” P. 706. নিৰ্ব্বাচনে সরকারী কৰ্ম্মচারীদের হস্তক্ষেপ গণতন্ত্রের যুগে নির্বাচিত প্রতিনিধিবর্গের কার্য্যকুশলতার উপরই দেশের বা জাতির মুখ-সমৃদ্ধি বিশেষ ভাবে নির্ভর করে। সুতরাং এই দায়িত্বপূর্ণ কৰ্ত্তব্য উপযুক্ত পাত্রে ন্যস্ত হওয়া সৰ্ব্বতোভাবে বাঞ্ছনীয়। স্বাধীন ও নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা ব্যতীত ইহা সম্ভব হয় না । এই জন্যই নির্বাচনবিষয়ক বিভিন্ন সমস্যা সমাধানকল্পে, নিরপেক্ষতা অব্যাহত রাখিবার উদ্দেশ্যে যতগুলি ব্যবস্থা করা হইয়াছে, নির্বাচন ব্যাপারে রাষ্ট্রীয় কৰ্ম্মচারীদের নিরপেক্ষতা তাহদের অন্যতম। পূৰ্ব্বাপর যে প্রথা চলিয়া আসিতেছে তাঁহাতে সরকারী কৰ্ম্মচারীদের নির্বাচন ব্যাপারে হস্তক্ষেপ করা নিষিদ্ধ। কিন্তু আসন্ন নিৰ্ব্বাচনে বাংলা দেশে এই প্রথার ব্যতিক্রম দেখা যাইতেছে। বাংলা-সরকারের তরফ হইতে কোনও প্রতিবিধানের কথা আমরা আজও শুনি নাই। üᎺ}Ꮛ anything নিৰ্ব্বাচনপ্রার্থী যদি রাষ্ট্রীয় কৰ্ম্মচারীর সাহায্য লাভে সমর্থ হন, তবে তিনি অতি সহজেই নিজ পথ স্বগম করিয়া লইতে পারেন। ইহাতে শুধু যে প্রতিযোগিতার স্বফল হইতেই দেশ বঞ্চিত হয় তাহা নহে,—ক্ষমত অপাত্রে গুস্ত হয় এবং ফলে ক্ষমতার অপব্যবহার ও দেশের উন্নতির পরিবর্তে অবনতি অনিবাৰ্য্য । আমরা অবগত হইয়াছি, বাংলা-সরকারের রুষি ও শিল্প বিভাগের মন্ত্রী একাধিক নিৰ্ব্বাচন-কেন্দ্র হইতে সভ্যপদপ্রার্থী হইয়াছেন। ইহাতে মগ্নী মহোদয়ের দুইটি উদ্ধেশু থাকিতে পারে | প্রথমতঃ, হয়ত তাহার কৃতকাৰ্য্যতা সম্বন্ধে নিশ্চিত হইবার অভিপ্রায়েই তিনি কয়েকটি কেন্দ্র হইতেই সমভাবে চেষ্টা করিতেছেন—এক স্থানে না এক স্থানে তাহার চেষ্টা ফলবতী হইবেই। একাধিক কেন্দ্র হইতে চেষ্টা করার আরও একটি কারণ থাকিতে পারে, এবং আমাদের অনুমান, হয়ত তিনি তাহার ভবিষ্যৎ উজ্জলতর করিবার অভিপ্রায়ে এইরূপ উপায় অবলম্বন করিয়া থাকিবেন । সৌভাগ্যবশতঃ সকল কেন্দ্র হইতেই যদি তিনি নিৰ্ব্বাচিত হইতে পারেন, তবে র্তাহার উপর জনসাধারণের আস্থার একটি উজ্জল দৃষ্টাস্ত তিনি দেখাষ্টতে পারিবেন, এবং ইহাতে র্তাহার অভিলষিত প্রধান মন্ত্রীর পদের পথ অপেক্ষাকৃত সুগম হইয়া থাকিবে । অধিকন্তু, একাধিক কেন্দ্র হইতে তিনি নিৰ্ব্বাচিত হইলে একটি ব্যতীত অপরাপর কেন্দ্রে ষে উপনির্বাচন হইবে তাহাতে নিজ পক্ষ সমর্থনকারী প্রার্থীর নির্বাচনে সাহায্য করা অতি সহজ হইবে। র্তাহীদের কৃতকাৰ্য্যতায় আবার ব্যবস্থা-পরিষদে মন্ত্রী বাহাদুরের দলপুষ্টি এবং সঙ্গে সঙ্গে উন্নতির পথ আরও সরল হইয়া আসিবে। মাননীয় মন্ত্রী বাহাদুরের লোকবল ও অর্থবলের তুলনা অতি বিরল । তাহার অধিকৃত পদের গুণে তিনি একাধিক সরকারী বিভাগের সৰ্ব্বেসৰ্ব্ব । কাৰ্য্যনিৰ্ব্বাহের জন্ত ইহাদের প্রত্যেকেরই শক্তি ও প্রতিপত্তি বৰ্ত্তমান। উদাহরণস্বরূপ কৃষি ও শিল্প বিভাগের মন্ত্রীর অধীনস্থ সমবায়-বিভাগের কথা উল্লেখ করা যায়। এই বিভাগের কৰ্ম্মচারীদের সংখ্যা কম নহে। এতদ্ব্যতীত অসংখ্য সমবায়-সমিতি কৃষি-প্রাণ বাংলার পল্লী উন্নয়নের জন্ত সমগ্র প্রদেশটিকে জালের মত বেষ্টন করিয়া আছে। ইহাদের মিলিত শক্তি অপরিসীম। ইদানীং সমবায়-বিভাগের সংস্কার ও কার্ধ্য-প্রসার উদ্বেপ্তে