পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৪৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মাঘ বিবিধ প্রসঙ্গ—নিৰ্বাচনে সরকারী কৰ্ম্মচারীদের হস্তক্ষেপ J2S6 কতকগুলি পদ মঞ্জুর হইয়াছে। দেশের বর্তমান অভাবনীয় দুরবস্থায় ঐ সকল পদের আশায় এবং মন্ত্রী বাহাদ্বরের প্রসাদ লাভোদ্দেশ্যে প্রতিপত্তিশালী অনেক লোক নিৰ্ব্বাচনব্যাপারে তাহাকে সাহায্য করিতেছেন। এই সকল সাহায্য মন্ত্রী বাহাদুরের ব্যক্তিগত প্রতিপত্তির পরিচায়ক নহে— পদমৰ্য্যাদার অক্ষায় স্ববিধ গ্রহণের নিদর্শন মাত্র। সমবায়-বিভাগের প্রধান কৰ্ম্মচারী রেজিঞ্জার। তিনি মন্ত্রী সাহেবের বিশেষ আত্মীয়। প্রধানতঃ সেই জন্যই তিনি এই পদে অধিষ্ঠিত থাকিতে পারিয়াছেন। তিনি যে আজ ১৫ বৎসর ধরিয়া সমবায়-বিভাগের নানা কার্য্যে নিযুক্ত, একথা অনেকেরই অজ্ঞাত। কৃষি ও শিল্প বিভাগের মন্ত্রীর অবৈতনিক এজেণ্ট হিসাবে রেজিষ্ট্রার মহোদয় বৎসরাধিক ধরিয়া মন্ত্রী সাহেবের নির্বাচন-কাৰ্য্যে তদবির ও ভদ্যুদ্দেশ্বে প্রচারকার্য্যাদি সারা বাংলা দেশ জুড়িয়া করিতেছেন। প্রদেশের বিভিন্ন স্থানে সমবায়ু কনফারেন্স বসাইয় তিনি এই কার্যের উৎকর্ষ সাধন করিতেছেন। স্থলবিশেষে আবার মন্ত্রী বাহাদুরও এই সকল কনফারেন্সে স্বয়ং উপস্থিত থাকিয় দেশ-সেবায় নিজের অক্লান্ত পরিশ্রমের প্রসঙ্গ উত্থাপন করিয়া লোকের চিত্তাকর্ষণের চেষ্টা করিতেছেন । প্রচলিত নিয়ম অনুসারে সরকারের অনুমতি ভিন্ন সরকারী কৰ্ম্মচারিগণ অভিনন্দন গ্রহণ করিতে পারেন না। কিন্তু রেজিঞ্জার সাহেব নিব্বিকার চিত্তে নানা স্থানে অভিনন্দন গ্রহণ করেন এবং নানা প্রকার পাট ও ডিনারের বন্দোবস্ত হয়। এই সকলের জন্য যে অর্থ ব্যয় হয় তাহা সমিতিসমূহের, এবং রেজিষ্ট্রার ও র্তাহার অফিসারগণের মধ্যে যাহারা উপস্থিত থাকেন তাহদের ব্যয় সরকার বহন করেন। রেজিষ্ট্রারের অনুরোধে কিছু দিন যাবৎ অঞ্চলবিশেষে সমবায় পল্পী-সংস্কার সমিতি গজাইতেছে। অনুসন্ধানে জানা যায় যে দৈবছৰ্ব্বিপাকে সেই অঞ্চলগুলি অনেক স্থানেই আবার মাননীয় মন্ত্রী মহোদয়ের নির্বাচন-ব্যাপারসংশ্লিষ্ট। যেসকল কৰ্ম্মচারী এই কার্ধ্যে উৎসাহ দেখাইতেছেন তাহাদের উন্নতি এবং যাহার উপযুক্তসংখ্যক সমিতি গঠন করিতে অসমর্থ হইতেছেন, তাহাদিগের জন্ত উপযুক্ত শাস্তির ব্যবস্থা হইতেছে বলিয়া শুনা যায়। রেজিষ্ট্রার সাহেব স্বয়ং এবং কোন কোন স্থলে মন্ত্রী সাহেবও এই প্রকার সমিতির উদ্বোধনকার্য্যে উপস্থিত থাকেন। বলা বাহুল্য, সরকার এবং সমিতির বায়ে তাহাদের নির্বাচনের স্ববিধার্থে প্রচার-কাৰ্য্য অবাধে চলিতে থাকে। এই সকল অর্গানাইজ, . করিবার ভার সমবায়-বিভাগের জনৈক গেজেটেড, অফিসারের উপর বিশেষ ভাবে ন্যস্ত। এই অফিসারের উপর মন্ত্রী সাহেবের নির্বাচন প্রতিযোগিতার কার্যাদির ভারও ন্যস্ত আ9ে 1 ইদানীং সমবায়-বিভাগের যে-সকল সংস্কার সাধিত হইয়াছে, তাহার মধ্যে রেজিষ্টার ও মন্ত্রী মহোদয়ের মতে অডিট, সার্কল, { audit circle ) অন্যতম । এষ্ট ব্যবস্থায় প্রায় প্রত্যেক ১০ এটি সমিতির হিসাব পরীক্ষার ভার এক জন করিয়া অডিটারের উপর ন্যস্ত। অডিটারদিগের মস্তব্যের উপর সমিতির মঙ্গলামঙ্গল বিশেষ ভালে নির্ভর করে। র্তাহার। ধদি উপরওয়ালার নিকট হইতে ব্যক্তিগত নির্দেশ পাইয়া অধীনস্থ সমিতিগুলিকে ইঙ্গিত করেন তবেই নির্বাচনব্যাপারে ইহুদিগকে নির্দিষ্ট কোনও ব্যক্তি বা পক্ষ সমর্থনে বাপ করিতে পারেন । এইরূপ চেষ্টা এক দিকে যেমন পল্লীসরলতার অপব্যবহার, অপর দিকে তেমনি পল্লীবাসীদের উপর চাপ দেওয়া। কোনও কোনও সমবায়-কনফারেন্সে গ্রাম্য সমবায়-সমিতির সভ্যগণকে বলিতে শুনা গিয়াছে, যে, এই অডিট, সার্কেলগুলি মন্ত্রীর নির্বাচন-প্রতিযোগিতায় সাহায্যের জন্য ব্যবহৃত হইতেছে । এতদ্ব্যতীত হিসাব-পরীক্ষার আদশ মাতি অনুসারেও হিসাব-পরীক্ষকদের কৰ্ত্তব্য কাৰ্য্যনিৰ্ব্বাহক কৰ্ম্মচারীদের কৰ্ত্তব্য হইতে সম্পূর্ণ পৃথক । সমবায় কৰ্ম্মচারীদের বদলি, নিয়োগ, পদোন্নতি এবং সমবায়বিভাগে অস্থায়ী লোক নিয়োগ প্রভৃতিও নির্বাচনে জয়লাভের কৌশল হিসাবে ব্যবহৃত হইতেছে । কৰ্ম্মচারীদিগকে উপযুক্ত অঞ্চলে বদলি করিয়া ইহাদেরই সাহায্যে সরকারী কাধ্যচ্ছলে স্থানায় লোকদের হাত করিবার চেষ্টা কিছুদিন হইতে বেশ টের পাওয়া যাইতেছে । গত এক বৎসর যাবৎ যে-প্রণালীতে সমবায়-বিভাগের এই সব কাৰ্য্য চলিতেছে তাহ পুখামুপুঙ্খরুপে পরীক্ষা করিলেই উপরিউক্ত অবৈধ কাজগুলি প্রকাশিত হইয়া পড়িবে। সমবাম্ব-বিভাগের কৰ্ম্মচারীর সংখ্যা অল্প। এই অজুহাতেই উপযুক্তরূপে কাৰ্য্য পরিচালনার জন্য কতকগুলি নূতন পদ মঞ্জুর