পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৬৯

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

৩৬শ ভাগ “সভ্যম্ শিবম্ সুন্দরম্” “নায়মাত্মা বলহীনেন লভ্যঃ” =కాtē=R, Sలాg<> { ৫ম সংখ্যা গান রবীন্দ্রনাথ ঠাকুর ( x ) হৃদয়ে হৃদয় আসি মিলে যায় যেথা হে বন্ধু আমার, সে পুণ্য তীর্থের যিনি জাগ্রত দেবতা র্তারে নমস্কার । বিশ্বলোক নিত্য যার শাশ্বত শাসনে মরণ উত্তীর্ণ হয় প্রতি ক্ষণে ক্ষণে, আবর্জনা দূরে যায় জরা জীর্ণতার তারে নমস্কার । যুগাস্তের বহ্নিমানে যুগান্তর দিন নিৰ্ম্মল করেন যিনি, করেন নবীন, ক্ষয়শেষে পরিপূর্ণ করেন সংসার, র্তারে নমস্কার । পথযাত্রী জীবনের দুঃখ সুখে ভরি’ অজানা উদ্দেশ পানে চলে কাল তরী, ক্লান্তি তার দূর করি করিছেন পার, র্তারে নমস্কার ॥