পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৮৫

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

পাতা উন্টাইয়া যদি association-এর একটা প্রতিশব্দ আমাকে গছাইয়া দেন তবে তাহার মূল্য আমার কাছে কম। কিন্তু নেই মামার চেয়ে কানা মামা ভাল—যেন. তেন প্রকারেণ একটা স্বরুচিসঙ্গত এবং বিজ্ঞানসঙ্গত প্রতিশব্দ আমাকে প্রদান করিয়া কৃতাৰ্থ করুন।” ( > - ) “শাস্ত্রী মহাশয়, আপনি আমাকে “প্রত্যভিজ্ঞানের” সংজ্ঞা যাহা দেখাইলেন তাঙ্গর সমস্তটা আমাকে যদি লিখিয়া পাঠান প্তাহ হইলে আপনাকে কোটি কোটি ধন্যবাদ দিব । আপনাকে বিরক্ত করণেওয়ালা Old man of the Mountain.” ( >> ) “শাস্ত্রী মহাশয়, আপনারা আমাকে বলপূর্বক মোহনিদ্রা হইতে জাগাইয়া তুলিয়া তীর্থযাত্রায় প্রবৃত্ত করাইভেছেন—গাধ পিটিয়া ঘোড়া করিতেছেন—এখন ইহার তাল সামূলান। তীর্থপর্য্যটক ক্ষিতিমোহন আয়ুর্বিদাং বর: পাগু হইয়া যাত্ৰীগণের মনোবাঞ্ছা পূরণ করুন ইহার অর্থ এই যে আপনাদের মতে লোকের সংসঙ্গের বাতাস গায়ে লাগিলে পঙ্গু ও গিরি লঙ্ঘন করিতে পারে।” উল্লিখিত ক্ষিতিমোহন শাস্তিনিকেতনের অধ্যাপক বন্ধুবর শ্ৰীযুক্ত ক্ষিতিমোহন সেন । ( २२ } હૈ “শাস্ত্রী মহাশয়, স্বদ্বদান্ত ক্ষিতিমোহন আয়ুৰ্বেদী কাশী প্রয়াগ মথুরা বৃন্দাবন নম্মদ কাবেরী গোদাবরী প্রভৃতি সারা তীর্থ পৰ্য্যটন করিয়া এখনও তার তীর্থযাত্রার আশা মেটে নাই— এই মাত্র তিনি কালিঘাটাভিমুখে পদব্রজে রওনা হইলেন। উহাকে পেরে ওঠা ভার, তিনি গৃহস্থ হইয়া সন্ন্যাসধৰ্ম্ম গ্রহণ করিয়াছেন—শান্তিনিকেতনের শাস্তিধৰ্ম্ম পরিত্যাগ করিয়া শাস্তিহার পরিব্রাজকের ধৰ্ম্ম গ্রহণ করিয়াছেন। আপনি যদি তাহাকে গীতার এই শ্রেয়স্কর বাক্যটি স্মরণ করাইয়া গ্যান যে, স্বধৰ্ম্মে নিধনং শ্রেয় পরধৰ্ম্মে ভয়াবহুঃ তবে বডড و - به ভাল হয়, তার অাশা আমি পরিত্যাগ করিলাম । আপদধর্শ্বের বিধি অনুসারে আপনি [যদি] ব্রাহ্মণ্য ধৰ্ম্ম হইতে নীচে নাবিয়া উপস্থিত পাণ্ডাগিরি কার্যটির ভার গ্রহণ করেন তবে আমি আপনাকে first prize প্রদান করিতে রামানন্দ বাবুকে অন্তরোধ করিব। আনন্তোপায় দীন দ্বিজ । পুনশ্চ দিল্পকে ভুলিবেন না ।” পর্যটনপটু বন্ধুবর ক্ষিতিমোহন অনেক সময় তাহার কাছে যাইতে পারিতেন না, ইহাঙ্গ এই পত্রের বিষয়। উল্লিখিত রামানন্দ বাৰু হইতেছেন ‘প্রবাসী’র সম্পাদক শ্রদ্ধাস্পদ ঐযুক্ত রামানন্দ চট্টোপাধ্যায় মহাশয় । সেই সময়ে তিনি কৌতুক করিয়া শান্তিনিকেতনে আমাদের মধ্যে কয়েকটা পুৰস্কারের ঘোষণা করেন, তাহার বিচারের ভার ছিল রামানন্দ বাবুর উপর। পরে ভাস্কারই উল্লেখ করা হইয়াছে। দিল্প হইতেছেন স্বগীয় স্বহৃদ্ধর দিনেন্দ্রনাথ ঠাকুর, তাহার পৌত্র। ( ১৩ ) ‘অনিল শাস্ত্রী মহাশয়, যদি বস্তস্কর ধন্তৰ্দ্ধর মহাশয়কে এবং গুণু গুণ, কারী ভোমরা ভীমরাওকে টানিয়া আনেন অথবা তুমি টানিয়া আনে। তবে ভাল হয়—বষ্কন্ধর মহাশয় বলিয়াছিলেন তিনি সকালে আসিবেন ।” এই পত্রে বম্বন্ধর শব্দে ক্ষিতিমোহন বাবুকে লক্ষ্য করা হইয়াছে । ক্ষিতি স্ত্র"fলঙ্গ, তাত বসুন্ধরা । কিন্তু আমাদের ক্ষিতি অর্থাৎ ক্ষিতিমোহন বাবু পুরুষ, তাই তিনি হুঙ্গলেন বম্বন্ধর । অনিল হস্ততেছেন তাহার সেক্রেটারী স্বৰ্গীয় বন্ধু অনিলকুমার মিত্র। এই চিরকুট থাfন লিখিয়া অনিল বাবু অথবা আমাকে দিবার জন্ত তিনি চাকরের হাতে দিয়াছিলেন । পণ্ডিত শ্রযুক্ত ভীমরাও শাস্ত্রী সাঙ্খ্যতীর্থ ঐ সময়ে শাস্তিনিকেতনে সঙ্গীতের অধ্যাপক ছিলেন । ভীমরাও নামে তাহাকেই উল্লেখ করা হইয়াছে। তিনি ইহাকে অনেক সময়ে ছোট পণ্ডিত বলিতেন, বড় পণ্ডিত ছিলাম আমি । ( × ) “ওঁ বিষ্ণু—বডড একটা ভুল করিয়াছি। বৈদ্য তিন