পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৮৭

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

নিকট সম্বন্ধ । আকাশ জলগৰ্ভ অভ্ৰনিচয়ের আধার এই অর্থে অম্বর ৷ nebulous matter এক প্রকার স্বল্প শরদভের স্কায় পদার্থ নভ-ল পদার্থ। nebulous matter. বৈজ্ঞানিক মতে নাক্ষত্রিক এবং সৌর জগতের আদিম Goffmt: I nebulous matterze wtf fé stra gfīzē চাহিতেছি—নভিল পদার্থ। ল অক্ষর অনেক সময়ে বিশেষ্যকে বিশেষণে উঠাইয়া দ্যায়—কখনও কখনও বিশেষণকে দোমেটে করিয়া দেয়। যেমন ফেন—ফেনিল, এস্থলে ফেন বিশেয্য ; বহু—বছল, এখানে বহু একমেটে বিশেষণ, বহুল দোমেটে বিশেষণ। ফেন হইতে যেমন ফেনিল হইয়াছে, neb zātē (vēnfi nebulous zēHTIG I RS হইতে তেমনি বিধান মতে নভিল হইতে পারে। লাস্ত শব্দের এইরূপ অর্থের আর কয়েকটি উদাহরণ। যাহা চলে তাহাকে যেমন চল পদাৰ্থ বলে, তেমনি যাহা সরে তাঁহাকে সল্প পদার্থ বলা যাইতে পারে । কফ কাশী যখন গলা দিয়া নাক দিয়া বেশ সরে, তখন আমরা বলি যে তাহ সরল হইয়াছে। সর+ল =সরল । পুনশ্চ সরল=সরিল যেমন ফেনল=ফেনিল । সর+ল=সরল=সরিল=সলিল । স্থ= স্থূল স্থাবর পদার্থ। স্থ+ল=স্থল= স্থল। জ=ল=জল। জল বাপ হইতে ব। মেঘ হইতে জন্মায় এই অর্থে জ-ল। স্থল, স্থির থাকে এই অর্থে স্থল ; স্থল পদার্থও এইরূপ অর্থে স্থ-ল (= স্থল ) ।” ইহ লিখিবার পরে সঙ্গে সঙ্গেই আবার লিখিয়াছিলেন— “শাস্ত্রী মহাশয়, আর একটা উদাহরণ আমার মনে পড়িল । Circular=চক্রিল হ’তে পারে সহজে ।” * এইরূপ তিনি বহু বহু লিখিয়াছিলেন, যত্ন করিয়া রাপিলে কাজে লাগিত, কিন্তু দুঃখের বিষয় তাহা আমি করি মাই। তিনি আমাদের সঙ্গে কেমন আলোচনা করিতেন ইহাতে তাহা জানা যাইবে। আজ এই প্রসঙ্গে এক দিনের ঘটনা মনে হইতেছে । আমরা তাহার কাছে যাইতে পারিতাম না দেখিয়া কখনো কখনো তিনি নিজেই আমাদের কাছে আসিতেন । এক দিন প্রাতে বেলা প্রায় দশটা এগারটার সময় আমি আমাদের গ্রন্থাগারে ছিলাম। তিনি তখন বেড়াইতে পারিতেন না । একখানি রিকশাতে করিয়া তিনি নীচের বারান্দার কাছে শালগাছের নীচে আসিয়া আমাকে ংবাদ দিলেন। আমি সঙ্গে সঙ্গেই আসিলাম । তিনি রিকশাতেই বসিয়া আমার সঙ্গে একটা আলোচনা করিতে লাগিলেন। সেদিন একটা বড় রকমের তর্ক হইল। ক্রমশ তিনি উত্তেজিত হইয় উঠতে লাগিলেন—যদিও আমি খুব সংযত, ধীর ও সাবধানে উত্তর দিতেছিলাম। শেষে এমন হইয়াছিল যে তিনি মূচ্ছিত হইয়া পড়িলেন। একটু পরেই র্তাহার মৃচ্ছ। ভজ হয়। আজ ইহা মনে পড়ায় কষ্ট হইতেছে। পাঠকের জানিয়া আনন্দিত হইবেন, যদিও ঐৰূপ ঘটিয়াছিল তথাপি তিনি সেজন্য আমার উপর বিন্দুমাত্রও অসন্তুষ্ট হুন নাই । 9. 激 fe