পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৬৯০

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

°位8 শুএখাস । SNడిēsáT 氏于 ఎయ్గా ت“5_۔--:۔مے چچx_۔ ۔۔ تحمس--سا۔۔۔" - تعہ "--~~ - మొణి تكگحع:r---------------- চিৎ-সাতার ২ নং চিত্র চিৎ-সাতার ৪ নং চিত্র জাহুদ্বয় সঙ্কুচিত করিয়া দুই হস্ত যুগপৎ মাথার উপর দিয়া চক্রাকারে ঘুরাইয়া পদদ্বয়ের জোর নিক্ষেপের সহিত উরুদেশের শেষ পৰ্য্যন্ত জল টানিয়া ৪ নং চিত্রে প্রদশিত অবস্থায় আসিবেন। ৩ নং চিত্রের অবস্থায় আসিলেই প্রশ্বাস লইবেন ও ৪ নং চিত্রের অবস্থায় নিশ্বাস ত্যাগ করিবেন। প্রতিযোগিতার সময় সাতারুগণ জলের মধ্যে মঞ্চের দিকে মুখ রাখিয়া উভয় হস্ত ও পদ দ্বারা মঞ্চ স্পর্শ করিয়া অবস্থান করিবেন ; পরে যাত্র-জ্ঞাপকের ইঙ্গিতের সঙ্গে সঙ্গে মঞ্চে ধাক্কা দিয়া পূৰ্ব্বলিখিত নিয়মে নিজ নিজ স্ববিধ ও শক্তি অনুযায়ী সাতার স্বরু করিবেন। স্মরণ রাখিবেন, প্রতি ক্ষেপ ঘুরণের সময় অথবা শেষ ক্ষেপে যদি প্রতিযোগী মঞ্চ স্পর্শ করিবার পূৰ্ব্বেই উপুড় হইয় পড়েন, তবে নিয়মাতুযায়ী তাহার সাতার নাকচ হওয়া সম্ভব । নিমজ্জমান ব্যক্তির জীবনরক্ষার্থে চিৎ-সাতার বিশেষ উপকারী, স্বতরাং প্রত্যেক সাতারু ইহার কলাকৌশলগুলি অভ্যাস করিবেন। যবনিকার অন্তরালে শ্রীপারুল দেবী > নীলিমার অনেক দিনের সাধ সে একবার সথের থিয়েটার করে। তাহার স্কুল-কলেজের সার্থী ও অন্যান্ত আলাপ পরিচিতের দল অনেকেই এ কার্য্যে একাধিক বার ব্রতী হইয়াছে, কিন্তু তাহার ভাগ্যে এখনও একবারও সে মুযোগ আসে নাই ; ইহা নীলিমার মনের একটি গোপন ক্ষোভ । কিন্তু এত দিনে স্থযোগ মিলিল। বিহার ভূমিকম্পে সাহায্যের জন্ত চাদার খাতাতে সহি করিতে করিতে সকলে যখন একান্ত ক্লাস্ত হইয়া পড়িয়াছেন, সেই সময়ে স্থানীয় বঙ্গ-মহিলা-ক্লাবে একদিন কথাটা রমলা মিত্র, এম-এ, তথাকথিত-ফ্লাবের সেক্রেটরী ও ভাণ্ডারী একাধারে দুই-ই। কথাটা তিনিই তুলিলেন। “সত্যি, আর পারা যায় না। ক্লাবের খাতাতেও আমরা দেব, মহিলা-সমিতিতেও আমরা দেব, আবার নূতন রিলিফফাগুও সেই আমাদেরই নিয়ে—ক’দিক আর সামলাই বলুন ? মিসেস্ চ্যাটাজ্জী, একটা কিছু করুন না—চ্যারিটি শো দাড় করান একটা । টাকা উঠতেও দেরি হবে না, আমরাও ক্রমাগত চাদ দেওয়া থেকে একটু রেহাই পাব। আর সত্যি একটা আমোদ-আহলাদের জন্তে টাকা দিতে লোকেরও তত গায়ে লাগে না—নেহাৎ শুকনো চাদ দিতে দিতে লোকে থকে গেল যে ! আমার ত আজকাল এমন অবস্থা হয়েছে যে, লোকের বাড়ী দেখা করতে যেতে ভয় করে—আমার চেহারা দেখলেই ভাববে বুঝি চাদ