পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৪১

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মিউন্ধি যুমের মা৯র গt gা বঙ:থ । লবণ, ভৈল প্রভূতি খনির মছেল খুব বড় ক’রে দেপান হয়েছে। পূৰ্ব্বে খনির ভিতর রেল ও ঘোড়ার গাড়ির দ্বারা কেমন ক'রে কাজ হ’ত, তার পর এঞ্জিন-শক্তির কেমন ক’রে প্রসার হ’ল, খননকারীর কেমন করে কাজ করে, এমনই সব ব্যাপার স্পষ্ট চোথের সামনে দেখা যায়। কেমন ক'রে ভূমিকম্প হয়, কেমন ক’রে পৃথিবী ফাটে, এ সব কঠিন বৈজ্ঞানিক ব্যাপারে বড় বড় মডেল দেখলে মুদ্ধিল আপনা হতেই আসান হয়ে যায়। রেল, জাহাজ, উড়ে-জাহাজ, ঘোড়ার গাড়ি প্রভৃতি যান-বাহন বিভাগও বেশ উপভোগ্য। এই বিভাগে রাস্ত:ঘাট, রেল-লাইন, ছোট-বড় পুল, স্বভৃঙ্গ প্রভৃতি দেখান হয়েছে। এমন স্বন্দরভাবে সব সাজান যে দেখে তাকৃ লেগে যায়। জাহাজের মডেলগুলি আরও চমৎকার । ট্রাফালগারে ব্যবহৃত বৃটিশ নৌ-সেনাপতি নেলসনের ‘ভিক্টরী নামক জাহাজ থেকে আরম্ভ করে অতিআধুনিক যুদ্ধজাহাজের মডেল পৰ্য্যস্ত এখানে বিদ্যমান । ১৪৯২ খ্ৰীষ্টাব্দে কলম্বাস ষে-জাহাজে চড়ে আমেরিক আবিষ্কার করেছিলেন 으이to: 1s ? : {v4 씨1 (414 : 3. : 1 or:;" "1 - সেই জাহাজের সঙ্গে আধুনিক জাহাজের তুলনা করতে বেশ লাগে। জ্ঞাৰ্ম্মেণীর প্রথম সাবমেরিন " " ১৯০৬ খ্ৰীষ্টাব্দে নিৰ্ম্মিত হয়। এই সাবমেরিন ১৪০ ফুট লম্বা। "t"।’-এর মডেলটি অতি চমৎকার। উড়ো-জাহাজ বিভাগটা দেপে চমক লাগে। চোখের সামনে উড়ে-জাহাজের এমন প্রত্যক্ষ ইতিহাস দেথ সঙ্গজে ঘটে না। সেই বেলুন-লুগ থেকে আরম্ভ করে অতি আধুনিক এরোপ্লেন ও জেপলিনের মডেলগুলি পর পর স্বন্দরভাবে সাজান । এষ্ট সব উড়ে-জাহাজ কেমন করে তৈরি করা হয়, তাও দেখান হয়েছে । গণিত, পদার্থ-বিজ্ঞান এবং রসায়ন-বিদ্যা বিভাগও প্রশংসার যোগ্য। এই বিভাগে সময়ের মাপ ( measurement of time), গণিত, আলোক-বিজ্ঞান তাপ-তত্ত্ব, লিস্থাৎতত্ত্ব, ধ্বনি-ভস্থ, বাদ্যযন্থ, তারবাৰ্ত্তা, টেলিফোন, টেলিভিসন, রসায়ন, শারীর-রসায়ন ঔষধ-বিজ্ঞান প্রভৃতি এমন স্বন্দর ভাবে দেখান হয়েছে যে, অনভিজ্ঞ লোকও একবার डान করে দেখলে সব বুঝতে পারবে।