পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৫৩

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

মহিলা-সংবাদ মেদিনীপুর জেলার তমলুক মহকুমার অস্থগত লক্ষ্য। গ্রাম নিবাসিনী শ্ৰীমতী হিরন্ময়ী দেবী ইতিপূৰ্ব্বে একবার আমাকে উপহার তৈরি অনেকগুলি মুন্দর বড়ি পাঠাইয়া দিয়াছিলেন। এবংসর ও আবার শ্ৰীযুক্ত স্বদেশনারায়ণ মাইতি শ্ৰীমতী হিরন্ময়ীর অনেক বড়ি আমাকে দিয়াছেন । এগুলির আকৃতি ও বর্ণবিন্যাস চমৎকার। আকুতি কতকটা ফোটোগ্রাফগুলি হইতে বুঝা যাইবে, কিন্তু নানা রঙের বিন্যাস তাহা হইতে বুঝা যাইবে না ; অনেকগুলি বড়ি যে কত বড় তাহাও বুঝা যাইবে না। বৃত্তাকার কোন-কো-টির ব্যাস এবং চারি-কোণা কোন-কোনটির দৈর্ঘ্যপ্রস্থ এক ইতি বা ততোধিক। সবগুলি ভজিয়া খাইবার উপযুক্ত ? কিন্তু রসনা তৃপ্তির উপায় বলিঘু সেগুলির প্রশংসা করিতেছি না । ছাসের সন্দেশ যাহারা করেন, ভtহাতে র্তাহীদের বিশেষ কিছু দক্ষতা প্রকাশ পায় না—ছাচ যে স্থাধের নিৰ্ম্মাণ করেন দক্ষতা প্রধানতঃ তাহার। কিন্তু এই বড়িগুলির পরিকল্পনা রচনায় ও পরিকল্পনার অনুযায়ী বড়ি দেওয়াতে, যিনি এই কাজ করেন তাহারই শিল্পনৈপুণ্য প্রকাশ পাইতেছে। নান bré->>