পাতা:প্রবাসী (ষট্‌ত্রিংশ ভাগ, দ্বিতীয় খণ্ড).djvu/৭৫৪

এই পাতাটির মুদ্রণ সংশোধন করা প্রয়োজন।

বিধ বিচিত্র আলিপন দেওয়া অপেক্ষা ইহা অধিকতর কলাদক্ষতার পরিচায়ক। শ্ৰীমতী হিরণায়ী দেবীর কলাকুশলতা অধিকতর স্থায়ী কোন শিল্পদ্রব্যের প্রস্থতিতে প্রকাশ পাইলে আমরা আরও প্রীত হুইব । তিনি যে সৌন্দর্য্যের স্বষ্টি করিয়াছেন তাহারই সম্যক্ আদর হইলে আমরা আপাততঃ তৃপ্ত হইব । কুমারী জ্যোতিপ্রভ দাশগুপ্ত ইংলণ্ডে উচ্চশিক্ষা সমাপ্ত কপ্লিয়া সম্প্রতি প্রত্যাবৰ্ত্তন করিয়াছেন। তিনি ডেভিড হেয়ার ট্রেনিং কলেজের ভাইস-প্রিন্সিপাল অধ্যাপক জি সি দাশগুপ্ত মহাশয়ের কন্থা। কলিকাতা বিশ্ববিদ্যালয় হইতে এম-এ, বি-টি, পাস করিয়া উচ্চশিক্ষা-লাভার্থে তিনি ইংলণ্ড গমন করেন। তথায় তিনি মারিয়া গ্রে ট্রেনিং কলেজে যোগদান করেন ও গত জুলাই মাসে লগুন বিশ্ববিদ্যালয় হইতে "ডিপ্লোম ইন এডুকেশুন” প্রাপ্ত হন। তিনি স্বীয় অধ্যবসায় ও কৰ্ম্মকুশলতার দ্বারা উচ্চতর রাজকৰ্ম্মচারীদিগের সাহায্য লাভে সমর্থ হন ও র্তাহীদের সহায়তায় ইংলণ্ডের প্রায় তেইশটি বিভিন্ন প্রকারের শিক্ষা-প্রতিষ্ঠান দেখিয়া অভিজ্ঞতা সঞ্চয় করিবার স্থযোগ লাভ করেন । সম্প্রতি কুমারী জ্যাতিপ্রভ দাশগুপ্ত: ইংলণ্ডে আন্তজাতিক মন্টেসরি কন্‌ফারেন্সের যে অধিবেশন হয়, তাহাতেও তিনি যোগদান করেন। বেগম মির আমিরুদ্দীন, মাঙ্গালোরের ডিষ্ট্রিক্ট ও সেন্স জজ মিঃ মির আমিরুদীনের পত্নী । ইনি ‘সকল ধৰ্ম্মসম্প্রদায়ের *t2' (World ('ongress of Faiths)-03 statil অধিবেশনে বক্তৃতা দিবার জন্ত নিমন্ত্রিত হইয়াছেন। আগামী জুলাই মাসের শেষভাগে অক্সফোর্ডের ব্যালিয়ল কলেজে এই কংগ্রেসের অধিবেশন হইবে। বেগম মির আমিরুদ্দীন প্রায় দুই বৎসর পূৰ্ব্বে ইউরোপের বহুদেশ, মিশর, সিরিয়া, প্যালেষ্টাইন প্রভৃতি বিভিন্ন দেশ ভ্রমণ করিয়া অভিজ্ঞতা সঞ্চয় করিয়াছেন। ইনি বিশ্বভ্রাতৃত্ব ও নারী-আন্দোলনের প্রতি বিশেষ সহানুভূতিসম্পন্ন। উক্ত কংগ্রেসের কর্তৃপক্ষ র্তাহার যাতায়াতের সমস্ত ব্যয় বহন করিতে স্বীকৃত হইয়াছেন ।